এই মুহূর্তে




বিয়ে করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রান হারাল বর-সহ পরিবারের ৮ সদস্য

courtesy google




নিজস্ব প্রতিনিধি, লখনউ: উত্তর প্রদেশের সম্ভাল জেলায় ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি এসইউভি বোলেরো। তার ফলে নিহত হন গাড়িতে থাকা ২৪ বছর বয়সী বর সহ একই পরিবারের ৮ সদস্য। আহত হয়েছেন দু’জন। এসইউভিটি একটি কলেজের দেওয়ালে গিয়ে  সজোরে ধাক্কা খায়।

গাড়িতে মোট দশজন আরোহী ছিলেন। তারা সকলেই একই পরিবারের সদস্য। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সকলেই, সঙ্গে ছিলেন বর। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় হবু বর সুরজের। বরযাত্রীর দলটি সম্ভালের হরগোবিন্দপুর গ্রাম থেকে পার্শ্ববর্তী বদাউন জেলার সির্তৌলে যাচ্ছিলেন। সেখানে কনের বাড়ি।

সকাল ৬:৩০ নাগাদ জেওয়ানাই গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। জনতা ইন্টার কলেজের কাছ দিয়ে এসইউভি বোলেরোটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। আচমকা কলেজের কাছে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি কলেজের পাঁচিলের গায়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে জীবিত উদ্ধার করা হয় তিনজনকে। তাঁরা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অবস্থায় দুজন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা এখনও আশঙ্কাজনক। আহতদের আলিগড়ে একটি উচ্চতর চিকিৎসা কেন্দ্রে রেফার করা হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন বর সুরজ (২৪); বরের দিদি আশা (২৬) আশার মেয়ে ঐশ্বর্য (২) বিষ্ণু (৬); এবং বরের এক মাসি এবং দুই অজ্ঞাত নাবালক সহ আরও তিন ব্যক্তি। বোলেরোতে দশজন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। ফলে গাড়িটির স্বাভাবিক যাত্রী ধারণক্ষমতার থেকে এই সংখ্যা অনেক বেশি ছিল।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) অনুকৃতি শর্মা। তিনি বলেন, “এসইউভিটি নিয়ন্ত্রণ হারিয়ে জনতা ইন্টার কলেজের দেয়ালে ধাক্কা দেয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং মেডিক্যাল টিম তৎক্ষণাৎ উদ্ধারকাজ শুরু করে। পাঁচজনকে মৃত অবস্থায় জেওয়ানাই কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়।”

প্রত্যক্ষ্যদর্শীদের রেকর্ড করা ভিডিওতে ভাঙা কাঁচ, রক্তের দাগ এবং ভাঙাচোরা এসইউভিটি দেখা গিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাথার দাম ছিল প্রায় দেড় কোটি, সুকমায় আত্মসমর্পণ ২৩ জন মাওবাদীর

বিমান দুর্ঘটনায় বদ্ধপরিকর ছিলেন পাইলট, দাবি বিমান বিশেষজ্ঞের

‘শুখা’ বিহারে মদ খেয়ে মন্ত্রীর পাশে সরকারি আধিকারিক, গ্রেফতারের পর ওষুধ খাওয়ার যুক্তি

বৃষ্টিতে ডুবল রেললাইন, চালকের বুদ্ধিতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন

১০০ ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎদানের সুবিধা, নির্বাচনের আগে বড় উপহার নীতীশের

কানওয়ার যাত্রায় স্পষ্ট সম্প্রীতির চিত্র, গঙ্গাজল নিয়ে মহাদেবকে তুষ্ট করতে চললেন দুই মুসলিম যুবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ