এই মুহূর্তে




তামিলনাড়ুতে বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে লড়বেন থালাপতি বিজয়, কোন দলের হয়ে?




নিজস্ব প্রতিনিধি: ডিএমকে বা বিজেপির সঙ্গে কোনও জোটের সম্ভাবনা উড়িয়ে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে থালাপতি বিজয়ের নাম ঘোষণা করল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (TVK)। অভিনয়ের পালা চুকিয়ে রাজনীতিতে নেমেছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। ২০২৪ সালেই নিজের রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন অভিনেতা। জানিয়েছিলেন আর কয়েকটি ছবির কাজ সেরেই তিনি রাজনীতিতে মনোযোগ দেবেন। আপাতত কয়েক বছর অভিনয় থেকে বিরতি নেবেন। তাঁর দলের নাম, ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (TVK)। পাশাপাশি দলের সিম্বোলও উন্মোচন করেছেন। তবে বিজয় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, ২০২৬ সালের আগে তিনি কোনও নির্বাচনে যোগ দেবেন না। অর্থাৎ ২০২৬ এর বিধানসভা নির্বাচনেই তাঁর দল প্রথম প্রতিনিধিত্ব করবে।

তার আগেই উদীয়মান রাজনীতিবিদ থালাপতি বিজয়কে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্যে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করল TVK। শুক্রবার (৪ জুলাই) দলের একটি গুরুত্বপূর্ণ কমিটি সভায় এই ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিজয় বিজেপি এবং DMK-কে ‘শত্রু’ হিসেবে বর্ণনা করেছেন। যদিও এর আগে কোন দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন তা জানান নি থালাপতি। অবশেষে বিজেপি এবং DMK-কে ‘শত্রু’ বলে বর্ননা করলেন থালাপতি বিজয়। বিজয় আজ চেন্নাইয়ের দলীয় সদর দফতরে টিভিকে রাজ্য কার্যনির্বাহী কমিটির সভার নেতৃত্ব দিয়েছেন। অভিনেতা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, তাঁর দল কখনই ভারতীয় জনতা পার্টি, বা DMK-এর সঙ্গে জোট বাঁধবেন না। বিজেপি অন্য কোথাও বিষ ছড়াতে পারে কিন্তু তামিলনাড়ুতে পারবে না। যে কেউ আন্না এবং পেরিযারকে অপমান করে তামিলনাড়ুতে জিততে পারবে না। TVK DMK বা বিজেপি কারো সঙ্গে আপস করবে না। এছাড়াও দলটি আরও জানিয়েছে, দুই কোটি নতুন সদস্য যুক্ত করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে TVK। এর জন্যে বিজয় ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সমগ্র রাজ্য ভ্রমণ করবেন, জনসাধারণের সঙ্গে দেখা করবেন এবং দলের পক্ষে সমর্থন সংগ্রহ করবেন।

টিভিকে-র দ্বিতীয় রাজ্য সম্মেলন অগস্টে অনুষ্ঠিত হবে, যেখানে পরবর্তী কৌশল ঘোষণা করা হবে। টিভিকে তাঁদের সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও পাস করেছে। যেখানে কেন্দ্রীয় সরকারের কাছে কাচ্চাটিভু দ্বীপ ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। কিলাডিতে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণ দমনের প্রচেষ্টার নিন্দা করার পাশাপাশি, দিল্লি কিষাণ আন্দোলনে কৃষকদের প্রতি যে আচরণ করা হয়েছিল তারও সমালোচনা করা হয়েছে। মেলমা সিপকট শিল্প প্রকল্প বাতিল করার জন্য তামিলনাড়ু সরকারের কাছে আবেদন করা হয়েছে। পাশাপাশি, কৃষ্ণগিরি, থেনি, তিরুভাল্লুর, সালেম এবং ডিন্ডিগুলের সাধারণ কৃষকদের অধিকারের জন্য লড়াইয়ের কথাও তুলে ধরা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৭ বছরের ছোট জসলিনের সঙ্গে প্রেমের গুজব, অবশেষে মুখ খুললেন ভজন সম্রাট

২১ জুলাইয়ের মঞ্চে টলিউডের নতুন তারকাদের থাকার সম্ভাবনা

প্রতিদিন আত্মহত্যা করছেন ৮ কৃষক, বিধানসভায় তাস খেলায় মগ্ন মন্ত্রী

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র

‘কী করছ এটা’, বাড়ির বাইরে ক্যামেরা দেখেই মেজাজ হারালেন বিগ বি, জোর ধমক পাপারাজ্জিদের

হিন্দু নন, তিরুপতি মন্দির থেকে ছাঁটাই ৪ কর্মচারী, ধর্মীয় বিতর্কের মুখে TTD

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ