এই মুহূর্তে




‘‌অনুপ্রবেশের কথা বলে বাংলাকে অপমান, বিজেপি নেতাদের কান ধরে ক্ষমা চাওয়া উচিত’‌, তোপ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলায় এসআইআর করার পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে নাম বাদ গিয়েছে ৫৮ লক্ষ ভোটারের। কিন্তু নির্বাচন কমিশন একবারও উল্লেখ করেনি বাদ যাওয়া নামের মধ্যে রয়েছে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী। অথচ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার দাবি করে এসেছেন, ১ কোটির বেশি রোহিঙ্গা এবং অনুপ্রবেশ করা মুসলিমদের নাম বাদ যাবে। সুতরাং তাঁর দাবি মিলল না। কার্যত খারিজ করে দিল নির্বাচন কমিশন। এবার নাম না করে বিরোধী দলনেতা–সহ অন্যান্য বিজেপি নেতাদের তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে খসড়া তালিকা প্রকাশের পর কোনও রোহিঙ্গার তথ্য প্রকাশ করেনি নির্বাচন কমিশন। এতেই চাপে পড়ে গিয়েছে বিজেপি। এবার তা নিয়ে তুলোধনা করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের খসড়া তালিকাকে হাতিয়ার করে অভিষেকের তোপ, ‘‌এক কোটি রোহিঙ্গা নাকি বাদ যাবে। কোথায় গেল? কতজন বাংলাদেশি ধরা পড়ল? দেড় দুই শতাংশ নাম তো সব রিভিশনেই বাদ যায়। সেখানে এটা তো স্পেশাল রিভিশন। সেই অনুপাতেই কিছু নাম বাদ পড়েছে। এক কোটি নাম বাদ যেতে চলেছে বলে দাবি করা হচ্ছিল। যদি কিছু বলার থাকে তাহলে সরকারিভাবে বলুক। অনুপ্রবেশ নিয়ে বিজেপির যে সমস্ত নেতারা বাংলাকে অপমান করেছেন, তাঁদের ক্যামেরার সামনে এসে কান ধরে ক্ষমা চাওয়া উচিত। আর যে সকল বিএলও এসআইআর প্রক্রিয়ার জন্য প্রাণ হারিয়েছেন তার জন্য দায়ী নির্বাচন কমিশন।’‌

অন্যদিকে একশো দিনের কাজ নিয়ে কেন্দ্রকে বিঁধেছেন অভিষেক। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও কেন্দ্র একশো দিনের কাজ শুরু করেনি বলে ডায়মন্ডহারবারের সাংসদের অভিযোগ। বাংলাকে পরিকল্পনা করে বঞ্চনা করা হচ্ছে এবং এই প্রকল্প বাবদ বাংলার ৫২ হাজার কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছেন বলে অভিযোগ করেন অভিষেক। একশো দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকার নিজেদের তহবিল থেকে মিটিয়েছে বলে তাঁর দাবি। এই বিষয়ে অভিষেকের বক্তব্য, ‘‌অনুপ্রবেশের কথা বলে বাংলাকে যে বিজেপি নেতারা অপমান করেছেন, তাঁদের ক্যামেরার সামনে এসে কান ধরে ক্ষমা চাওয়া উচিত।’‌

এছাড়া বিএলওদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেন অভিষেক। আজ, বুধবার সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেকের কথায়, ‘ফর্ম আপলোড করার ক্ষেত্রে অ্যাপ পরিচালনার প্রশিক্ষণ বিএলওদের দেওয়া হয়নি।’‌ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক জানান, বাংলার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের বিষয় সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাংলায় কংগ্রেসের সংগঠন দুর্বল। তৃণমূলকে জেতার জন্য কংগ্রেসের সঙ্গে জোট করার প্রয়োজন নেই। একার ক্ষমতায় তৃণমূল আবার ক্ষমতায় আসবে। এবার বিধানসভা নির্বাচনে তৃণমূল আরও শক্তিশালী হয়ে ফিরবে।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান

শ্বশুরবাড়ি ছেড়ে আসা মেয়েকে আশ্রয় দিয়ে নিজের ভিটেমাটি ছাড়া ৭০ বছরের বৃদ্ধা, বিডিও’র দ্বারস্থ

সরকারি কাজ করে দ্রুত পেমেন্ট পেতে পোর্টাল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, খুশি ব্যবসায়ীরা

বীরভূমে ১ লক্ষ ৭০ হাজার নাম বাদ যেতেই মুখ খুললেন অনুব্রত, ভোট নিয়ে যা বললেন…

স্কুলে কন্ডোম নিয়ে গিয়ে শিক্ষকদের বকুনি, বাড়িতে মায়ের কাছে থাপ্পড়, অভিমানে যা করল ১১ বছরের শিশু

আলোর রোশনাইয়ে সাজছে দিঘা,অলিম্পিকের আদলে আতশবাজির প্রদর্শনী হবে সমুদ্র সৈকতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ