এই মুহূর্তে




ঘর থেকে মিলল বিখ্যাত সঞ্চালিকার ঝুলন্ত দেহ, খুন না আত্মহত্যা, ধোঁয়াশায় পুলিশ




নিজস্ব প্রতিনিধিঃ খ্যাতনামা অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যুর আবহে আরও একটি খারাপ খবর। এবার নিজের ঘর থেকেই উদ্ধার হল বিখ্যাত তেলেগু সংবাদ উপস্থাপিকা র ঝুলন্ত দেহ। খুন নাকি আত্মহত্যা করেছেন তিনি, তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার (২৭ জুন) রাতে হায়দরাবাদের চিক্কাডপল্লি থানার অন্তর্গত জওহরনগরে অবস্থিত নিজবাসভবন থেকেই জনপ্রিয় তেলুগু টেলিভিশন উপস্থাপিকা শ্বেতাচা ভোটারকরের মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলে থাকতে দেখা যায়। শনিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে।

প্রাথমিক তদন্ত অনুসারে, পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা বলে চিহ্নিত করেছে। তবে মামলাটি অন্য দিক থেকে তদন্ত করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে একটি আত্মহত্যার মামলা দায়ের করা হয়েছে। যেখানে তিনি মেয়ের জন্যে দায়ী এক ব্যক্তির নাম উল্লেখ করেছেন। তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। যদিও প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দিচ্ছে যে, তিনি মানসিক চাপে ছিলেন। তার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গান্ধি হাসপাতালে পাঠানো হয়েছে। তেলুগু সংবাদমাধ্যমে সক্রিয় উপস্থিতির জন্য শ্বেতাচা পরিচিত ছিলেন। তিনি জনসাধারণের সমস্যা এবং সামাজিক সমস্যা নিয়ে অনুষ্ঠান উপস্থাপনা করতেন। তিনি সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় ছিলেন। একটি বিখ্যাত তেলেগু নিউজ চ্যানেলের তিনি সঞ্চালিকা ছিলেন।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন BRS-এর কার্যকরী সভাপতি কেটি রামা রাও। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘তিনি একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক, লেখক এবং একজন নিবেদিতপ্রাণ তেলেঙ্গানাবাদী ছিলেন। তাঁর দুর্ভাগ্যজনক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমার ভাষা হারিয়ে যাচ্ছে।’ এদিকে মৃত্যুর কয়েক ঘন্টা আগে শ্বেতাচা একটি আবেগঘন বার্তা পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে, পোস্টটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। বর্তমানে, পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং বিষয়টি তদন্ত শুরু করছে। মামলার তদন্তের জন্য ফরেনসিক রিপোর্ট, ময়নাতদন্ত রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজ ব্যবহার করা হচ্ছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডাইনি অপবাদে পূর্ণিয়ায় একই পরিবারের ৫ জনকে জ্যান্ত পুড়িয়ে খুন

পরকীয়ায় বাধা! প্রেমিকের সঙ্গে মিলে প্রতিবন্ধী স্বামীকে গলা টিপে খুন করলেন তিন সন্তানের মা

চমক! প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টিতে যোগ দিলেন আলোচিত ইউটিউবার মনীশ কাশ্যপ

৩৮ লক্ষ টাকা প্রতারণা মামলায় যুক্ত মহেশ বাবু, ফের আইনি বিপাকে সুপারস্টার

গর্ভবতী কিয়ারা বাদ, ‘ডন 3’-তে রণবীরের নায়িকা হচ্ছেন কৃতি স্যানন

‘রাম নন, দশরথ এবার অরুণ গোভিল’, হতবাক পর্দার ‘সীতা’, রামায়ণের কাস্টিং নিয়ে বিতর্ক

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ