এই মুহূর্তে




বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে ছোট্ট সন্তানের মৃত্যু, খবর পেয়ে বাড়ি ফেরার সময়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি বাবার-ও




নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! ছেলের মৃত্যুর খবর শুনে বাড়ি ফিরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন বাবাও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তরপ্রদেশের উন্নাও জেলায়। পাশাপাশি পুরো গ্রামেও শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দুজনের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। পুলিশ দুটি মৃতদেহই এখন ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে, সোমবার (২৩ জুন) সকালে উন্নাও জেলার আসিওয়ান থানা সংলগ্ন রসুলাবাদ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় তিন বছরের এক শিশু। ছেলের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর বাবা বাইকে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই পথে এক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। স্বাভাবিকভাবেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রসুলাবাদ গ্রামে।

তথ্যানুযায়ী, সোমবার গ্রামের বাসিন্দা বিষ্ণু জয়সওয়ালের তিন বছরের ছেলে আয়াংশ বাড়িতেই খেলছিল, তখনই সে একটি কাটা তারে পা দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর তাঁকে পরিবারের লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ঘটনার সময় তিন বছরের শিশু আয়াংশের বাবা বিষ্ণু উন্নাও শহরে ছিলেন। তিনি ছেলের মৃত্যুর খবর পাওয়া মাত্রই বাইকে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ভাগ্যের অন্য কিছু লেখা ছিল। পথে একটি অজ্ঞাত গাড়ি বিষ্ণু জয়সওয়ালের বাইককে ধাক্কা দেয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে বিষ্ণু গুরুতর আহত হন।

পথচারীদের সহায়তায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। কথায় আছে, মৃত্যু আকস্মিক, তা আরও একবার প্রমাণিত হলো। একই পরিবারের দুজন একই দিনে মর্মান্তিকভাবে মারা গেলেন। কয়েক ঘন্টার মধ্যে বাবা ও ছেলের মৃত্যু জয়সওয়াল পরিবারকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। পরিবারের সদস্যরা অসহায়। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রতিদিন আত্মহত্যা করছেন ৮ কৃষক, বিধানসভায় তাস খেলায় মগ্ন মন্ত্রী

WCL 2025 বিতর্কের মধ্যেই পাকিস্তানি রেস্তোরাঁয় হরভজন, ভাইরাল ভিডিও

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র

হিন্দু নন, তিরুপতি মন্দির থেকে ছাঁটাই ৪ কর্মচারী, ধর্মীয় বিতর্কের মুখে TTD

একমুখী লেনে ঢুকতে বাধা! হোমগার্ডকে ৫ কিমি রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে গেল বেপরোয়া গাড়ি

বর্ষায় একমাসে ৮ মৃত্যু! দ্বারকেশ্বরের জলে উদ্ধার মহিলার মৃতদেহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ