এই মুহূর্তে




গজব বাত! ১২ বছর ডিউটিতে না গিয়েও বাড়িতে বসে ২৮ লাখ টাকা বেতন পেলেন কনস্টেবল




নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! ডিউটি’তে যান নি ১২ বছর, কিন্তু ঘরে বসে বসেই মিলেছে ২৮ লক্ষ টাকা বেতন। কী চোখ কপালে উঠল তো? বেতনের পরিমাণ শুনলেই আকাশ থেকে পড়লেন? হ্যাঁ, সম্প্রতি এমন চমকপ্রদ ঘটনাটির হদিশ মিলেছে মধ্যপ্রদেশ থেকে। বিষয়টি নিয়ে প্রশাসনিক দফতরেও রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। যেখানে যেখানে একজন কনস্টেবল ১২ বছর ধরে কর্তব্য না করেই ঘরে বসে বসে ২৮ লক্ষ টাকা বেতন পেয়েছেন। ওই পুলিশ কনস্টেবলটি মধ্যপ্রদেশের বিদিশা জেলার বাসিন্দা। যিনি ২০১১ সালে মধ্যপ্রদেশ পুলিশে নিয়োগ পেয়েছিলেন। নিয়োগের পর, তাঁকে ভোপাল পুলিশ লাইনে পোস্ট করা হয়েছি। তারপর তাঁকে সাগর ট্রেনিং সেন্টারে পাঠানো হয়। কিন্তু প্রশিক্ষণে যোগদানের পরিবর্তে, তিনি চুপচাপ বিদিশায় তাঁর বাড়িতে ফিরে যান। আর এ বিষয়ে তিনি অন্য কোনও অফিসারকে অবহিত করেননি। বা তিনি ছুটির জন্যেও আবেদন করেননি।

বরং স্পিড পোস্টের মাধ্যমে তাঁর চাকরির ফাইল ভোপালে পাঠিয়ে দেন। ফাইলটি সেখানে পৌঁছে কোনও তদন্ত ছাড়াই গৃহীত হয়। এরপর, প্রশিক্ষণ কেন্দ্রে তাঁর অনুপস্থিতির কোনও খবর পাওয়া যায়নি, ভোপাল পুলিশ লাইনের কেউ তাঁর অনুপস্থিতির দিকে মনোযোগ দেয়নি। এভাবে, তিনি বছরের পর বছর ধরে বেতন পাচ্ছেন ঘরে বসে বসেই। এবং তাঁকে ডিউটিতে ও উপস্থিত হতে হয়না। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ১২ বছর ধরে কোনও অফিসার এই অনিয়ম বুঝতে পারেন নি। তাহলে কীভাবে এই কেলেঙ্কারি প্রকাশ পেল? আসলে ২০২৩ সালে যখন ২০১১ ব্যাচের বেতন গ্রেড পর্যালোচনা করা হচ্ছিল, তখনই কেলেঙ্কারিটি প্রকাশ্যে আসে। অফিসাররা সেই পুলিশ কনস্টেবলের কোনও ফাইল বা পরিষেবা রেকর্ড খুঁজে পাননি।

তাঁর বিরুদ্ধে কোনও মামলাও নেই, কোনও বদলি নেই। তবে যখন তাঁকে তলব করা হয়েছিল, তখন তিনি দাবি করেছেন যে, তিনি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং তাই ডিউটিতে যেতে পারছেন না। তিনি কিছু মেডিকেল নথিও সরবরাহ করেছিলেন। তদন্তের দায়িত্বে থাকা এসিপি অঙ্কিতা খাটারকর জানিয়েছেন যে, কনস্টেবল একা প্রশিক্ষণের জন্য যাওয়ার অনুমতি নিয়েছিলেন, কিন্তু আর ফিরে আসেননি। এর ফলে, তার উপস্থিতি রেকর্ড করা হয়নি এবং তিনি ক্রমাগত রেকর্ডে থেকে গিয়েছেন। বর্তমানে, কনস্টেবলকে ভোপাল পুলিশ লাইনে রাখা হয়েছে এবং তার কাছ থেকে দেড় লক্ষ টাকা আদায় করা হয়েছে, বাকি টাকা তার আসন্ন বেতন থেকে কেটে নেওয়া হবে। এই অবহেলার জন্য তিনি দোষী সাব্যস্ত হলে, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রতিদিন আত্মহত্যা করছেন ৮ কৃষক, বিধানসভায় তাস খেলায় মগ্ন মন্ত্রী

WCL 2025 বিতর্কের মধ্যেই পাকিস্তানি রেস্তোরাঁয় হরভজন, ভাইরাল ভিডিও

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র

হিন্দু নন, তিরুপতি মন্দির থেকে ছাঁটাই ৪ কর্মচারী, ধর্মীয় বিতর্কের মুখে TTD

একমুখী লেনে ঢুকতে বাধা! হোমগার্ডকে ৫ কিমি রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে গেল বেপরোয়া গাড়ি

বর্ষায় একমাসে ৮ মৃত্যু! দ্বারকেশ্বরের জলে উদ্ধার মহিলার মৃতদেহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ