এই মুহূর্তে




নাচতে গিয়ে ভয়াবহ পরিণতি, ডিজে বক্সের ১১ ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের




নিজস্ব প্রতিনিধি: নাচতে গিয়ে ভয়াবহ পরিণতি! বিয়ে বাড়ির ডিজে সাউন্ড সিস্টেমের তালে ভালই নাচছিলেন, কিন্তু আচমকাই ছন্দপতন। ১১ কেভি উচ্চ-ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক অতিথির। তিনি যখন DJ সাউন্ড সিস্টেমের ওপর ছিলেন তখনই এই দুর্ঘটনাটি ঘটে। আসলে মৃত্যু আকস্মিক! কার কখন কীভাবে মৃত্যু হবে, তা কেউ বলতে পারেনা। হয়তো ওই যুবকের মৃত্যু এভাবেই লেখা ছিল। চলুন ঘটনাটি এবার খুলে বলা যাক। ঘটনাটি ঘটেছে, গত বুধবার (২ জুলাই) সন্ধ্যায় ওড়িশার ঢেঙ্কানাল জেলার তুমসিঙ্গা থানার অন্তর্গত কার্দিলিপাল গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে। ডিজে সাউন্ড সিস্টেমে পা পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ওই যুবক। তিনি সেই সময় ডিজে সিস্টেমের কাছাকাছি নাচছিলেন। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতের নাম মান্টু পালাই, তিনি ঢেঙ্কানালের গুদিয়ানালির বাসিন্দা।

তথ্যানুযায়ী, গুদিয়ানাল থেকে কার্দিলিপাল গ্রামে একটি বিয়ের শোভাযাত্রা যাওয়ার সময় এই ঘটনাটি ঘটেছে। বিয়ের মতো আনন্দের অনুষ্ঠান, তার মধ্যে বরযাত্রীর শোভা যাত্রা। তাই আলাদাভাবে উত্তেজনা তো হবেই! বিয়ে বাড়ির অতিথিরা সকলেই বরের শোভাযাত্রা নিয়ে ডিজের তালে নাচতে নাচতে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু ওই ডিজে সাউন্ড সিস্টেমের উপর দিয়ে প্রায় ১১ কেভি উচ্চ-ভোল্টের বিদ্যুতের তার বয়ে যায়। যার ফলে হঠাৎ-ই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নাচতে নাচতে ওই তারের সংস্পর্শে এসে পাঁচজন অতিথি গুরুতর আহত হন, কিন্তু মান্টু পালাই নামক ওই যুবক গুরুতরভাবে দগ্ধ হন। সুতরাং বিয়ের অনুষ্ঠান নিমেষেই বিষাদে পরিনত হয়।

তাৎক্ষণিকভাবে আনলাব্রেনি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে মান্টুকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এবং আহতরা এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। জেলা হাসপাতালের চিকিৎসকরা মান্টু পালাইকে মৃত ঘোষণা করলে বিবাহ অনুষ্ঠানে শোকের ছায়া নেমে আসে। এই ঘটনাটি লাউডস্পিকার এবং ডিজে সরঞ্জামের সঙ্গে জড়িত পাবলিক অনুষ্ঠানের সময় সুরক্ষা সতর্কতার অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। বৈদ্যুতিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে! পাবলিক অনুষ্ঠানে এরকম উচ্চ ভোল্টের সাউন্ড সিস্টেম একেবারেই ব্যবহার করা উচিত নয়। কে কারো বিপদ অনিবার্য। পুলিশ জানিয়েছে যে, ডিজে সাউন্ড সিস্টেমটি ১১ কেভি উচ্চ-ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসেছিল। তাতেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ এখন বিষয়টি তদন্ত করছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসমে বাংলায় কথা বলায় হেনস্তা, ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

চরম রাজনৈতিক দ্বন্দ্ব, এসিসি-র সভা বয়কটের হুমকি ভারতের, এশিয়া কাপ নিয়ে শঙ্কা

ট্রাম্পের সঙ্গে বিবাদ, ফোন নম্বর বদলে ফেললেন মাস্ক

লজ্জিত লখনউ! স্কুল ভ্যানে ধর্ষিত ৪ বছরের শিশু

ফের বিজেপি শাসিত ওড়িশায় কিশোরীকে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা

লুটপাট ও ভাঙচুর, সলমান খানের প্রাক্তন প্রেমিকার পুণের ফার্মহাউসে চোরেদের তাণ্ডব, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ