নিজস্ব প্রতিনিধি, লেহ: জাতির জনক মহাত্মা গান্ধির জন্মজয়ন্তীতে এক বিরল ঘটনার সাক্ষী রইল বিশ্ব। খাদি কাপড়ে তৈরি বিশ্বের সর্ববৃহৎ জাতীয় পতাকা উত্তোলন হল লেহতে। পতাকার ওজন ১৪০০ কেজি। লম্বায় ২২৫ ফুট, চওড়ায় ১২৫ ফুট। পতাকা উত্তোলন করেন স্থলসেনা প্রধান এমএম নরভানে। উপস্থিত ছিলেন লাদাখের উপরাজ্যপাল আর কে মাথুর। আপাতত আট অক্টোবর পর্যন্ত বিশ্বের সর্ববৃহৎ জাতীয় পতাকা লেহতে থাকবে। আগামী ৮ অক্টোবর পতাকাটি নিয়ে আসা হবে ভারতীয় বায়ুসেনার হিন্ডন ছাউনিতে।
দু দিনের সফরে লাদাখ এসেছেন ভারতীয় স্থলসেনা প্রধান নরভনে। সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতেই তার লাদাখ সফর। লাদাখে দায়িত্বপ্রাপ্ত বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে স্থলসেনা প্রধান। কথা বলেন বাহিনীর জওয়ানদের সঙ্গেও। তাদের অভাব-অভিযোগের কথা শোনেন। গালওয়ান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে স্থলসেনা প্রধানের লাদাখ সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। উত্তেজনা প্রশমনে দিল্লির সঙ্গে বেজিং একাধিকবার বৈঠকে বসে। উত্তেজনা আগের থেকে অনেকটাই প্রশমিত হয়েছে। কিন্তু চাপা উত্তেজনা রয়ে গিয়েছে।