এই মুহূর্তে




প্রেমে প্রত্যাখ্যান, হাসপাতালে ঢুকে তরুণীর গলায় ছুরি চালাল যুবক




নিজস্ব প্রতিনিধি, ভোপাল: সরকারি হাসপাতালে তরুণী খুন। ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে মধ্যপ্রদেশে। ট্রমা কেয়ারের ভেতরে ঢুকে এক যুবক তরুণীর ওপর চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধর করে। তার পর তাঁর বুকের উপর বসে গলায় ছুরি চালিয়ে দেয়। কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীরা পর্যন্ত এই ঘটনা দেখেও কোনও বাধা দেননি। ছিলেন চিকিৎসক থেকে নার্সও। তাঁরা সকলেই এই ঘটনায় দর্শকের ভূমিকা পালন করেছেন। তরুণীকে কুপিয়ে খুন করে চম্পট দেয় অভিযুক্ত।

ঘটনাটি ঘটেছে গত ২৭ জুন। মৃত তরুণীর নাম সন্ধ্যা চৌধুরি। তাঁকে কুপিয়ে খুন করা তরুণের নাম অভিষেক কোষ্টি। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।প্রাথমিক তদন্তে প্রকাশ, সন্ধ্যাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল অভিষেক। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তরুণী। প্রত্যাখ্যানের পরেও উত্যক্ত করা কিন্তু বন্ধ হয়নি। অভিষেক বারবার উত্যক্ত করে যেন সন্ধ্যাকে। গত ২৭ জুন সন্ধ্যা বাড়িতে এই বলে বেরোন যে এক বন্ধুর আত্মীয় নরসিংহপুরের জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে দেখতে যাচ্ছেন। এই খবর পৌঁছায় অভিষেকের কাছে।

সন্ধ্যা হাসপাতালে পৌঁছানোর আগেই অভিষেক সেখানে পৌঁছে যায়। এরপর তরুণী হাসপাতালে পৌঁছালে সেখানেই অভিষেকের সঙ্গে কথা কাটাকাটি হয়। বাক বিতণ্ডার পর সন্ধ্যা হাসপাতালে ঢুকে যান। মহিলা ওয়ার্ডে বন্ধুর আত্মীয়ের সঙ্গে দেখা করতে যান তিনি। এদিকে অভিষেকও সন্ধ্যার পিছিনে গিয়ে মহিলা অয়ার্ডে যায়। ওই ট্রমা কেয়ারের বাইরে তখন দু’জন নিরাপত্তারক্ষী ছিলেন। ভিতরে বেশ কয়েক জন নার্স, কয়েক মিটার দূরত্বে ছিলেন চিকিৎসকরা।

অভিষেক ট্রমা কেয়ারে ঢুকে সন্ধ্যাকে আচমকা মারধর করা শুরু করেন। মেঝেতে ফেলে এরপর তাঁর বুকের ওপর চেপে বসে সন্ধ্যার গলায় ছুরি চালিয়ে দেয় অভিষেক। উপস্থিত কেউ তরুণীকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি।

সন্ধ্যাকে খুন করার পর অভিষেক নিজের গলাতেও ছুরি চালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। তারপর হাসপাতাল ছেড়ে বেরিয়ে যায়। বাড়ির লোক আসার পর হাসপাতালের মেঝে থেকে সন্ধ্যার দেহ সরানো হয়। এই ঘটনার পরই তরুণীর বাড়ির লোকেরা রাস্তা অবরোধ করেন বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে আসে বিশাল পুলিশবাহিনী। অভিষেক কোষ্টির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এবার পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ভারতীয় সেনা জওয়ান

‘চোখের বদলে চোখ’, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের দাবিতে অনড় নিহতের ভাই

‘অতীতের অস্ত্র বা প্রযুক্তি দিয়ে আজ যুদ্ধ জেতা যায় না!’, মন্তব্য সেনা সর্বাধিনায়কের

‘বাক-স্বাধীনতার ঊর্ধ্বে জীবনের অধিকার’, সুপ্রিমকোর্টের ধমক খেলেন ‘উদয়পুর ফাইলস’-এর নির্মাতারা

অবিশ্বাস্য! মাত্র ২৪ ঘণ্টাতেই আইটিআর রিফান্ড, জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া

বিএড ছাত্রীর আত্মহত্যার ঘটনায় উত্তাল ভুবনেশ্বর, চলল কাঁদানে গ্যাস-জল কামান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ