এই মুহূর্তে




‘দ্য কেরালা স্টোরি’, ‘ঘুমার’-এর পাশাপাশি অস্কারে জায়গা নিতে চলেছে ‘জওয়ান’




নিজস্ব প্রতিনিধি: চলতি বছর বিশ্ব মঞ্চে ১৪ বছর পর অস্কার পেয়ে দেশের মুখ উজ্জ্বল করেছিল দক্ষিণী ছবি ‘আরআরআর’। ছবির গান ‘নাটু নাটু’-এর জন্যে দীর্ঘ ১৪ বছর পর ভারতে প্রবেশ করছে অস্কার, সঙ্গে বিশ্বের শ্রেষ্ঠ গান হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘নাটু নাটু’। শুধু অস্কার নয়, গোল্ডেন গ্লোব, ক্রিটিক চযেস অ্যাওয়ার্ড-সহ একাধিক বিশ্বমানের পুরষ্কার এখন ‘নাটু নাটু’-র দখলে। এছাড়াও সেরা তথ্যচিত্রের দখলে ছিল গুণীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’, এছাড়া একটুর জন্যে পিছলে গিয়েছিল, শৌনক সেনের তথ্যচিত্র এবং গুজরাতি ছবি চেলো শো। সুতরাং এতগুলো ছবি গতবছর লিস্টেড হয়েছিল অস্কারে। এখন জানার পালা, চলতি বছর কোন কোন ভারতীয় চলচ্চিত্র অস্কার দৌড়ে সামিল হচ্ছে? মাস ছয়েক কাটতে না কাটতেই আগামী বছরের অস্কারের প্রস্তুতি শুরু হয়ে গেল। শোনা যাচ্ছে, বিশ্বজুড়ে দাপিয়ে বেড়ানো শাহরুখ-নয়নতারার ‘জওয়ান’ কে অস্কারে নিয়ে যেতে চান দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার। সম্প্রতি ভারতীয় সিনেমাকে বৈশ্বিক স্তরে নিয়ে যাওয়ার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। বলা হয়েছিল তিনি চলচ্চিত্রকে অস্কারে নিয়ে যেতে চান। অ্যাটলি বিশ্বাস করেন যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, তাহলে জওয়ান অস্কারে এন্ট্রি পেতে পারে। পরিচালক শেয়ার করেছেন যে প্রত্যেকের প্রচেষ্টায়, প্রত্যেক পরিচালক, প্রত্যেক টেকনিশিয়ান যারা ইন্ডাস্ট্রির একটি অংশ। এবার তাঁরা গোল্ডেন গ্লোবস, অস্কার, ন্যাশনাল অ্যাওয়ার্ড ইত্যাদির দিকে নজর দেবেন।চলচ্চিত্র নির্মাতাও শেয়ার করেছেন যে, তিনি সুপারস্টারের সঙ্গেও একটি কলে এই বিষয়ে আলোচনা করবেন। 

২০২৪ সালের অস্কারে ভারত থেকে কোন কোন ছবি পাঠানো হবে, তার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া। খবর, গত বছর বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য কাশ্মীর ফাইল্‌স’-এর মতো এ বছরেও অস্কারে নাম পাঠানোর দৌড়ে রয়েছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’। এই ছবির প্রথম ঝলক মুক্তি পর থেকেই দেশজুড়ে চলেছে তাণ্ডব। কিন্তু বক্স অফিস দুর্দান্ত সাফল্য অর্জন করেছিল ছবিটি। এ বার সব বিতর্ককে পিছনে ফেলে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে চলেছে ‘দ্য কেরালা স্টোরি’। অন্য দিকে, অস্কারে নাম পাঠানো হতে পারে আর বল্কি পরিচালিত ছবি ‘ঘুমর’-এর। গত অগস্টে মুক্তি পাওয়া অভিষেক বচ্চন ও সাইয়ামি খের অভিনীত এই ছবি বক্স অফিসে ব্যর্থ হলেও ছবির গল্প সমালোচকদের দ্বারা ব্যপক প্রশংসা অর্জন করেছে।

শোনা যাচ্ছে, ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের মনে ধরলে আগামী বছর দেশের হয়ে অস্কারের মঞ্চে প্রতিনিধিত্ব করবে ‘ঘুমর’। পাশাপাশি, থাকতে পারে অনন্ত মহাদেবন পরিচালিত ‘দ্য স্টোরিটেলার’ ছবিরও। এছাড়াও এই তালিকায় নাম রয়েছে নন্দিতা দাস পরিচালিত ‘জ়ুইগ্যাটো’ ছবিরও। এদিকে বেশ কিছু মরাঠি ও তেলুগু ছবি নিয়েও আলোচনা চলছে। সোমবার থেকে চেন্নাইয়ে শুরু হয়েছে একাধিক ছবির প্রদর্শন। সব ছবির প্রদর্শন শেষে আগামী ২৩ সেপ্টেম্বর প্রকাশ্যে আসবে ২০২৪ সালে অস্কারের মঞ্চে ভারতকে প্রতিনিধিত্বকারী ছবিগুলির নাম। 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুর্ধর্ষ অ্যাকশন মুডে দক্ষিণী সুন্দরী সামান্থা, নয়া সিরিজে সঙ্গী বরুণ, মুক্তি কবে!

‘এখন আর যৌবন নেই, বুড়ি হয়ে গেছি’, শুটিং সেটে পরে গুরুতর আহত জিনাত আমন

Do Patti: ‘১০ জনকে রিজেক্ট করে শাহিরকে সিলেক্ট’, কোন যাদুতে কৃতিকে মুগ্ধ করেছিলেন অর্জুন?

লরেন্স বিষ্ণোইয়ের প্রশংসায় পঞ্চমুখ, তবে কি শত্রু সলমানের বিনাশ চাইছেন বিবেক অবেরয়ও?

ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধে হার, ৫৭ বছরেই প্রয়াত জনপ্রিয় অভিনেতা

কৃতি স্যানন ও তাঁর যমজ বোনকে খুঁজতে মরিয়া কাজল, প্রকাশ্যে ‘দো পাত্তি’-র ট্রেলার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর