এই মুহূর্তে




বিয়ে বাতিল ও প্রতারণা কাণ্ডের জের! বিশ্বজয়ী দলের সঙ্গে KBC-তে আসছেন না স্মৃতি মান্ধানা

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই চর্চায় বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানার বিয়ে। গত ২৩ নভেম্বর গায়ক-সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে বিবাহের কথা ছিল স্মৃতির। যার সঙ্গে প্রায় ৬ বছরের প্রেমের সম্পর্ক ছিল স্মৃতির। ভারত বিশ্বজয়ের পর থেকেই স্মৃতির বিয়ে নিয়ে সকলের উত্তেজনা ছিল। সেই মতো বিয়ের দিন দুয়েক আগে শুরু হয়ে গিয়েছিল স্মৃতি-পলাশের প্রাক-বিয়ের অনুষ্ঠান। সেখানে যোগ দিয়েছিলেন স্মৃতির সতীর্থরাও। কিন্তু বিয়ের দিনই ঘটে যায় অঘটন। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ক্রিকেটারের বাবা শ্রীনিবাস মান্ধানা। সেই মুহূর্তেই বিয়ে স্থগিত করে দেন স্মৃতি। পরের দিন শোনা যায়, স্মৃতির বাগদত্তা পলাশও হাসপাতালে ভর্তি। এরপরেই গতকাল পলাশের একাধিক সোশ্যাল মিডিয়া স্ক্রিনশট ভাইরাল হয়। যেখানে স্পষ্ট স্মৃতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন পলাশ।

স্ক্রিনশটগুলি তাদের বিয়েতে আসা একজন কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের মাখো মাখো চ্যাটিংয়ের স্ক্রিনশট ছিল। যেখানে পলাশকে ওই মহিলা কোরিওগ্রাফারকে একটি বিলাসবহুল হোটেলে ডেটিংয়ের জন্যে আমন্ত্রণ জানাতে দেখা যায়। যদিও স্ক্রিনশটগুলির এখনও সত্যতা যাচাই হয়নি। এই ঘটনার পরেই স্মৃতি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে বাগদান সম্পর্কিত সমস্ত পোস্ট মুছে ফেলেন। এখনও স্মৃতির বিয়ে নিয়ে কোনও আপডেট পাওয়া যায়নি। এদিকে বুধবার সকালেই স্মৃতির বাবাকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে। এবং স্মৃতির বিবাহ অনুষ্ঠানমহল পরিষ্কার করে ফেলা হয়েছে। কিন্তু বিয়ে নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি পলাশ বা স্মৃতি কেউই। এমনটা ও জানা যায়, পলাশের বিষয়টি জেনে যাওয়াতেই অসুস্থ হয়ে গিয়েছিলেন স্মৃতির বাবা। এর মধ্যেই জানা গেল, কৌন বনেগা ক্রোড়পতি’র আগামী এপিসোডে ভারতীয় মহিলা দলের কয়েকজন খেলোয়াড় আমন্ত্রিত হবেন।

পর্বটিতে অধিনায়ক হরমনপ্রীত কৌরের সঙ্গে হরলিন কৌর দেওল, রিচা ঘোষ, শাফালি ভার্মা, দীপ্তি শর্মা, স্নেহ রানা এবং প্রধান কোচ অমল মজুমদার থাকবেন। তবে, অনেক দর্শক যে নামটি দেখার আশা করেছিলেন তা অনুপস্থিত। অর্থাৎ এই শোয়ে তারকা ওপেনার স্মৃতি মান্ধনা উপস্থিত হচ্ছেন না। জানা গিয়েছে, বিয়ে বাতিলের কারণেই প্রকাশ্যে আসতে চাইছেন না স্মৃতি। ২ নভেম্বর নবি মুম্বইয়ের নেরুলের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ধারাবাহিক জয়ের মাধ্যমে ভারত ২০২৫ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে। দলটি ৭ উইকেটে ২৯৮ রান করে, যা টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। দক্ষিণ আফ্রিকা গতি বাড়ানোর চেষ্টা করেছিল কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারেনি। ভারত পুরো সময় শান্ত ছিল এবং ৪৫.৩ ওভারে ২৪৬ রানে তাদের অলআউট করে, ৫২ রানের জয় নিশ্চিত করে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাবার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন স্মৃতি মান্ধনার বাগদত্তা পলাশ মুচ্ছল

২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেল ভারত, কোথায় বসবে আসর?

‘আমি ওঁর সংসার ভাঙিনি, সন্তানদের সঙ্গেও বিরোধ নেই’, কুমার শানুর সঙ্গে প্রেম নিয়ে অবশেষে মুখ খুললেন কুণিকা

প্রয়াত কিংবদন্তি কোরিয়ান অভিনেতা লি সুন জে

আত্মঘাতী ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারার শ্যালক

ড্যারিল মিচেলকে সরিয়ে ফের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে রোহিত শর্মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ