এই মুহূর্তে




‘ধুরন্ধর’-এর বিপুল সাফল্য, আলিবাগের বাংলোয় চুপিচুপি বাস্তু পুজো সারলেন অক্ষয় খান্না

নিজস্ব প্রতিনিধি: মুক্তির পর থেকেই বক্সঅফিসে রাজ করছে রণবীর সিংহের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’। ইতিমধ্যে ছবির আয় ৩০০ কোটি ছুঁয়ে ফেলেছে। একাধিক বিতর্ক নিয়েই ছবি মুক্তি পেয়েছিল। কিন্তু সেই বিতর্ক ছবির সাফল্যকে একেবারেই স্পর্শ করতে পারেনি। সকাল-বিকেল রাত সব শোয়েই দর্শকদের ভিড় উপ্‌চে পড়ছে। ইতি মধ্যেই ২০২৫ সালের অন্যতম সেরা ছবি হিসেবে স্বীকৃতি পেয়ে গিয়েছে ধুরন্ধর। তবে ছবিতে রণবীর সিংহের থেকেও প্রশংসিত হচ্ছে অভিনেতা অক্ষয় খান্নার অভিনয়। কথায় আছে, পুরোনো চাল ভাতে বাড়ে। দুর্দান্ত কামব্যাক করে সেটাই প্রমাণ করলেন তিনি। ছবিতে ডাকেত রহমানের নেগেটিভ চরিত্র অভিনয় করেও দর্শকদের মন জয় করেছেন তিনি। বিশেষ করে, ইন্টারনেটে তিনিই এখন সেনসেশন, তাঁর এন্ট্রি দৃশ্যের ভিডিও এখন ইনস্টাগ্রামে রাজত্ব করছে। সব মিলিয়ে অক্ষয় খান্না বর্তমানে সাফল্যের শীর্ষে রয়েছেন। নব্বইয়ের দশকের বলিউড তাঁকে দিতে পারেনি। যদিও অভিনেতা তাঁর সাফল্য নিয়ে মুখ খোলেননি। তবে সম্প্রতি আলিবাগের বাংলোয় বাস্তুশান্তির যজ্ঞানুষ্ঠান করে চুপিচুপি একপ্রকার সাফল্য উদযাপন করেছেন তিনি।

যেটি বাড়িতে শান্তি, ইতিবাচকতা এবং আধ্যাত্মিক সম্প্রীতি বজায় রাখার জন্যে করা হয়। ছবিগুলি অক্ষয়ের বাড়ির পুরোহিত শিবম মাত্রে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এমনিতে ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনেন না অভিনেতা, সোশ্যাল মিডিয়াতেও তিনি সক্রিয় নন এবং জনসাধারণের অনুষ্ঠানেও তাঁকে খুব কম দেখা যায়। অভিনেতার বাড়ির পুরোহিত ছবি-ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘অক্ষয় খান্নার বাড়িতে একটি ঐতিহ্যবাহী ও ভক্তি মূলক পুজো করার আমার সৌভাগ্য হয়েছিল।’

 

Akshay Khanna latest video after success of dhurandhar
byu/Hungry_Business592 inBollyBlindsNGossip

এরপর তিনি অভিনেতার প্রশংসা করে বলেন, তিনি শান্ত স্বভাবের। যা আমার অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছে। ধুরন্ধর, ছাভা, দৃশ্য 2,সব ছবিতেই তাঁর অভিনয় ছিল দুর্দান্ত। তিনি খুব বেছে ছবি করেন। যে কারণে তিনি জনসাধারণের হৃদয়ে খুব সহজেই জায়গা করে নিয়েছেন।’ তবে গত কয়েক বছর ধরে, অক্ষয় চুপচাপ ভাবে কাজের কাঠামো তৈরি করেছেন। তাঁর শক্তিশালী অভিনয় দিকে দিকে প্রশংসিত হয়েছে। ধুরন্ধরে অভিনেতা তাঁর দক্ষতা আবারও প্রমাণ করেছেন। তাঁর অভিনয় দর্শক এবং সমালোচক উভয়ের কাছেই প্রশংসিত হয়েছে। ছবিটির আলোচনার আরও এক নতুন দিক হলো FA9LA গানটি, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ট্র্যাকে অক্ষয়ের স্ক্রিন উপস্থিতি দর্শকদের মন জয় করেছে। এদিকে, কাজের ক্ষেত্রে, অক্ষয়কে পরবর্তীতে ধুরন্ধরের দ্বিতীয় অংশে দেখা যাবে। যা ২০২৬ সালের মার্চ মাসে বড় পর্দায় মুক্তি পাবে। এছাড়া অভিনেতাকে তেলেগু ছবি মহাকালী এবং দৃশ্যম ৩-তেও দেখা যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সমাজমাধ্যমে ভাইরাল কার্তিক আরিয়ানের নায়িকা শ্রীলীলার স্নানাগারের ‘সেলফি’, কি বললেন দক্ষিণী অভিনেত্রী?

বিয়ের ১ বছরের মধ্যে মা হতে চলেছেন শোভিতা ধুলিপালা, কবে ভূমিষ্ঠ হচ্ছে নাগার সন্তান?

‘মৃত্যুঘোষণা করলেই, মরে যাওয়ার চেষ্টা করব’, হাসপাতাল থেকে ফিরেই নচিকেতার কণ্ঠে অভিমানী সুর

৬০ কোটি প্রতারণায় শিল্পা‌ শেট্টি-রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৪২০ ধারায় মামলা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লখনউয়ে নামার আগে ‘ধুরন্ধর’ দেখলেন গম্ভীর-গিলরা

মুসলিম তরুণী চিকি‍ৎসকের হিজাব টেনে খুললেন নীতীশ, ‘নব্য’ দুর্যোধনের বিরুদ্ধে গর্জে উঠলেন দঙ্গল কন্যা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ