এই মুহূর্তে




১৫ বছরের সাংসারিক জীবনে ইতি টানছেন জয়-মাহি, তবে কী জল্পনাই সত্যিই?

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগত বড়ই আজব! যেখানে তারকাদের পেশাগত জীবনের চাইতে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কৌতূহল ভক্তদের। কার সম্পর্ক ভাঙছে, কার সম্পর্ক পুনরায় জোড়া লাগছে, কে বিয়ের ভেঙে অন্য সম্পর্কে জড়াচ্ছে, কে পরকীয়া করছে, সবটাই নেটিনাগরিকদের জানা চাই। বলা চলে, সেটাই নেটিনাগরিকদের মুচমুচে গসিপের টপিক। এবার শোনা গেল, ১৫ বছরের সংসার বাকি ভাঙতে চলেছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জয় ভানু শালী এবং মাহি ভিজ। জানা গিয়েছে, ইতিমধ্যেই তাঁরা বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। যদিও এখনও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিতকরণ করেন নি তাঁরা। কিন্তু শোনা যাচ্ছে, কয়েক মাস আগে, জুলাই-আগস্টের দিকে, তাঁরা বিবাহবিচ্ছেদের কাগজপত্রে স্বাক্ষর এবং চূড়ান্ত করেছে। এবং এরপর থেকেই তাঁরা আলাদা থাকতে শুরু করেছেন।

একটি প্রতিবেদন অনুসারে, তাদের সন্তানরা কার কাছে থাকবে, সেই হেফাজতের ব্যবস্থাও ঠিক করে নিয়েছেন জয় এবং মাহি। জানা যাচ্ছে, জয়ের সঙ্গে মাহির পারিবারিক ঝামেলা চলছিল। বিশ্বাসের সমস্যা হচ্ছিল। একসময় তাঁরা যৌথ ভ্লগের জন্য পরিচিত ছিলেন, কিন্তু এখন তাঁত একসঙ্গে ছবি পোস্ট করা বন্ধ করে দিয়েছেন। তাদের শেষ সহযোগিতামূলক পারিবারিক পোস্ট ছিল ২০২৪ সালের জুনে। তারপর থেকেই তাদের বিবাহ বিচ্ছেদের গুজব ঘুরপাক খাচ্ছে ভক্তমনে। বিশেষ করে যখন কয়েকজন ভক্ত লক্ষ্য করেন যে, জয় এবং মাহি সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করা বন্ধ করে দিয়েছেন। তাদের দু’জনকে শেষবার অগস্টে তাদের মেয়ে তারার জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল। সেখান থেকে একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল যে, তাঁরা পরস্পরের থেকে দূরত্ব বজায় রাখছেন। এরপর জুলাই মাসে তাদের বিচ্ছেদ নিয়ে জল্পনা আরও তীব্র হয়।

এর আগে, মাহি জয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের গুজবের প্রতিক্রিয়ায় একটি পডকাস্টে বলেছিলেন, “যদিও এটি সত্য, তবুও আমি আপনাকে কেন বলব? আপনি কি আমার কাকা? আপনি কি আমার আইনজীবীর ফি দেবেন? কেন লোকেরা কারও বিবাহবিচ্ছেদ বা বিচ্ছেদ নিয়ে এত বড় চুক্তি করে? আমি আমার মন্তব্য বিভাগে লোকেদের লিখতে দেখি, ‘মাহি তো ভদ্র, কিন্তু জয় নয়। তারপর অন্য কেউ লেখেন, ‘জয় ভালো, কিন্তু মাহি নয়। তারা কেবল কাউকে না কাউকে দোষ দিয়েই যাচ্ছেন।” জয় এবং মাহি ২০১০ সালে বিয়ে করেছিলেন। তারা তিন সন্তানের গর্বিত বাবা-মা, তবে তাদের জৈবিক কন্যা তারা এবং দুই পালিত সন্তান, রাজবীর এবং খুশি। তবে এখনও পর্যন্ত, জয় এবং মাহি বিবাহ বিচ্ছেদের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাহেবের জন্মদিনেই সম্পর্কে সিলমোহর ‘কথা’ সুস্মিতার, কীভাবে?

মুখ্যমন্ত্রী স্ট্যালিন-সহ তামিলনাড়ুর একঝাঁক তারকার বাড়িতে বোমা, হুমকি বার্তায় আতঙ্ক

‘আবারও আমার চরিত্র হননের চেষ্টা’, মাদক পাচারে যুক্ত থাকার অভিযোগ উড়িয়ে দিলেন নোরা

আদালতে গিয়ে আত্মসমর্পণ, অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণা মামলায় জামিন পেলেন অভিনেত্রী মেহজাবিন

৮ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া, এখন কেমন আছেন কিংবদন্তি?

অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণার দায়ে এবার অভিনেত্রী মেহজাবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ