নিজস্ব প্রতিনিধি: রাজস্থানি ফোক থেকে বাংলার মেঠো সুর, কাশ্মীরি ফোক থেকে পঞ্জাবি সুর মিলিয়ে এক সুতোয় প্রকাশ হল ফোক মিউজিক অ্যালবাম ‘আর্থ’। এই অ্যালবামে গান গেয়েছেন কৌশিক চক্রবর্তী, সোমলতা আচার্য চৌধুরী, রীতি টিকাদার, সৌম্য মুর্শিদাবাদী, শ্বেতা মোহন, অনুশ্রী গুপ্ত, অনুষ্কা পাত্র, অর্কদীপ মিশ্র।
আইসিসিআরে হয়ে গেলে এই অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশ। উপস্থিত ছিলেন পন্ডিত তন্ময় বোস। সমগ্র অনুষ্ঠানটা পরিবেশন করেন বিশিষ্ট বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। লালনের গানে পৃথিবীর কৌশিক চক্রবর্তী, সোমলতা আচার্য চৌধুরীর কন্ঠে কাশ্মীরের ফোক রোশেওল্লা মাইয়ানে দিলবারো, বিহুর সুরে বাহেরো বাহেরো নিয়ে হাজির অর্কদীপ মিশ্র, রাজস্থানের ফোক চৌধুরী অনুষ্কা পাত্রের কন্ঠে, নাই জানা পাঞ্জাবী ফোকে অনুশ্রী গুপ্ত, সৌম্য মুর্শিদাবাদীর কন্ঠে নাইহারওয়া কবীরের দোঁহা, মারাঠী ফোকে রীতি টিকাদার, শ্বেতা মোহনের কন্ঠে কেরালার বিখ্যাত ফোক গান পল্লিভালু ভাদ্রাভাত্তকম।
গানগুলি মুক্তি পেয়েছে ২৩ সেপ্টেম্বর জেএসই ইভেন্টস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।