এই মুহূর্তে




‘একের পর এক নাট্যমঞ্চের ধ্বংস, মনোজবাবুকে কষ্ট দিত’: মাধবী মুখোপাধ্যায়




নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক খারাপ খবর। মঙ্গলবার সকাল ৮:৫০ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন টলিউডের নাট্য কিংবদন্তি মনোজ মিত্র। দীর্ঘদিন ধরেই বয়স্কজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। টলিউডের ইন্দ্রপতন। মনোজ মিত্রের প্রয়াণে টলিউডে একটি বিশাল শুন্যস্থানের সৃষ্টি হয়েছে। তা বোধহয় কখনই ভরাট হওয়ার নয়। চলতি বছরে মনোজ মিত্র একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুকে ব্যাথা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। নাট্য জগত থেকে নিজের কেরিয়ার শুরু করলেও টলিউডে নিজের জায়গা প্রতিষ্ঠিত করে ছিলেন অভিনেতা। ছোটগল্প, নাটক লেখায় পাগল ছিলেন মনোজ মিত্র। তবে ‘বাঞ্ছারামের বাগান’ সিনেমা র মাধ্যমে টলিউডে নিজের জায়গা পোক্ত করেন মনোজ মিত্র। উৎপল দত্তের পরে তিনি হয়ে উঠেছিলেন টলিউডের অন্যতম খ্যাত খল অভিনেতা। একাধিক কমার্শিয়াল ছবিতে অভিনয় করেছেন মনোজ মিত্র। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

তিনি এই মূহুর্তে উত্তরবঙ্গ সফরে থাকলেও সেখান থেকে জানিয়েছেন, জনসাধারক্ষয়া জন্যে রবীন্দ্র সদনে মনোজ মিত্রের দেহ রাখা হয়েছে। দুপুর ৩ টে নাগাদ নিমতলা শ্মশানে গান স্যালুটের মাধ্যমে তাঁকে বিদায় জানানো হবে। মনোজ মিত্রের প্রয়াণে তাঁর মেয়ে জানিয়েছেন, মনোজ মিত্র কলকাতা মেডিক্যাল কলেজে দুটি চোখ দান করে গিয়েছেন। টলিউডের একাধিক কিংবদন্তি মনোজ মিত্রের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। আজ রবীন্দ্র সদনে উপস্থিত হয়েছেন মনোজ মিত্রকে শেষবার টলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা দুলাল লাহিড়ী। তিনি শোকপ্রকাশ করে জানিয়েছেন, ‘আমার অস্তিত্ব মনোজ মিত্র স্যারের জন্যে। আমি অভিভাবকহীন হয়ে গেলাম। তাঁর হাত ধরেই আমার টলিউডে পথ চলা। তাঁর জন্যেই আজ আমি দুলাল লাহিড়ী, আমরাও একদিন চলে যাবো। গাছ যেখানে নেই শিকড়ের কি প্রয়োজন। আমার অস্তিত্ব আর রইল না। স্যারের মৃত্যুতে আমার আর কি করার রয়েছে। শুধু একটাই কথা বলব। যেখানে থাকুন সুস্থ থাকুন।’

অন্যদিকে মনোজ মিত্রের প্রয়াণের খবর শুনে একটি সংবাদমাধ্যমকে মাধবী মুখোপাধ্যায় জানিয়েছেন, মনোজবাবুর সঙ্গে তাঁর দীর্ঘ দিনের সম্পর্ক। আজ অনেক স্মৃতিই মনের মধ্যে ভিড় করছে। নাটকের সূত্রেই তাঁর সঙ্গে বর্ষীয়ান অভিনেত্রীর প্রথম আলাপ। বিদেশে মনোজবাবুর লেখা নাটকে অভিনয় করেছেন তিনি। দেখা হলেই দেশ-বিদেশের নাটক নিয়ে তাঁদের কথা হত। নাটক নিয়ে তাঁর অগাধ জ্ঞান ছিল। একের পর এক পেশাদার নাট্যমঞ্চগুলোর ধ্বংস, মনোজবাবুকে খুবই কষ্ট দিত। যেহেতু তার ভিত নাটক জগত থেকেই।  ‘বাঞ্ছারামের বাগান’-এ একসঙ্গে বড় পর্দায় প্রথম অভিনয় করেছেন। অল্প বয়স, তাঁর নিখুঁত বৃদ্ধের চরিত্রে অভিনয় দেখে অনেককিছু শিখেছেন। ‘বাঞ্ছারামের বাগান’ ছবিতে সেটে তাঁর অভিনয় দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন। পরবর্তী সময়ে বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন। কয়েক বছর আগেও একটি ছবিতে অভিনয় করেছেন। কিন্তু সেটা মুক্তি পায়নি। এদিকে রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে সুজিত বসু বলেছেন, ‘খুব জ্ঞানী ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে একটা শুন্যস্থান তৈরি হল। বিধানসভার বাসিন্দা ছিলেন। সুযোগ পেলেই তার সঙ্গে গিয়ে গল্প করে আসতাম। তাঁর আত্মার শান্তি কামনা করি।’ অন্যদিকে ইন্দ্রনীল সেন বলেছেন, ‘মুখ্যমন্ত্রী পাহাড় থেকেই মনোজ মিত্রের শেষকৃত্য ভালভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। রবীন্দ্র সদন থেকে নিমতলা শ্মশানে পর্যন্ত যাবতীয় কাজ তিনি মনিটারিং করছেন।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যোগা অনুশীলন করতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেলেন রুশ অভিনেত্রী

অভিনয় থেকে অবসর নিচ্ছি না, ২৪ ঘন্টার মধ্যে ডিগবাজি সুবিধাবাদী বিক্রান্তের

মঞ্চে ‘রামায়ণ’ চলাকালীন শুয়োরের পেট ছিঁড়ে মাংস ভোজন, গ্রেফতার অভিনেতা

মুকুটে নয়া পালক! ২০২৫ অস্কার দৌড়ে ইমনের গান, প্রতিদ্বন্দ্বী টেইলর, লেডি গাগা-রা

প্রাক্তন প্রেমিক ও তার বান্ধবীকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার নার্গিস ফখরির বোন

শুধু বিক্রান্ত ম্যাসি নয়, কেরিয়ারের শীর্ষে পৌঁছে অভিনয়কে বিদায় জানিয়েছেন এঁরাও….

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর