নিজস্ব প্রতিনিধি: ১২ নভেম্বর দীপাবলিতে মুক্তি পেয়েছে সলমন খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার ৩’। বহু বছর পর ফের ক্যাটরিনার সঙ্গে জুটি বাঁধলেন ভাইজান। সুতরাং অ্যাকশন-প্যাকড এই ছবির জন্যে বহুদিন ধরেই অপেক্ষায় দিন গুনছিলেন ভক্তরা। তেমনটাই বক্সঅফিসে দেখা গেল। প্রথম দিনেই ছবির আয় করেছিল ৪৪.৫০ কোটি। আর বিদেশে ছবির আয় ছিল ৯৪ কোটি টাকা। দ্বিতীয় দিনে ভারতীয় বাজার ছবির আয় লাফিয়ে বেড়েছিল ৫৮ কোটিতে। সুতরাং মাত্র ২ দিনেই ছবির আয় ছাড়িয়েছিল ১০০ কোটি।কিন্তু গত দুদিনের তুলনায় টাইগার ৩-এর আয় তৃতীয় দিনে খানিকটা কমেছে। কারণ গতকাল ছিল ভারত ও নিউজিল্যান্ডের বিশ্বকাপ সেমি ফাইনাল। তাই রেকর্ড-ব্রেকিং দর্শক গতকাল ক্রিকেটেই মনোযোগী হয়।
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের রিপোর্ট অনুসারে, বুধবার টাইগার ৩-এর টিকিট বিক্রি হয়েছে মাত্র ২০.৫০ কোটি টাকার, যা আগের দিনের আয়ের অর্ধেকেরও কম, আঞ্চলিক সংস্করণগুলিতেও বেশি টিকিট সংগ্রহ করতেন পারেনি এই ছবি। ৩ দিনের গড় আয়ের ভিত্তিতে টাইগার ৩-এর মোট আয় ১৬৫ কোটি টাকা। যা কিনা সানি দেওলের গদর 2, শাহরুখের পাঠান এবং জওয়ানের থেকেও খুব কম। মিঃ আদর্শের মতে, টাইগার 3 বুধবার সকালে ভাল শুরু করেছিল, কিন্তু দুপুর ১ টা থেকে থিয়েটারগুলিতে দর্শকদের উপস্থিতি কমে যায়। YRF স্পাই ইউনিভার্সে সেট করা টাইগার 3, ব্লকবাস্টার স্পাই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় এন্ট্রি। সালমান খান এবং ক্যাটরিনা কাইফ, টাইগার এবং জোয়া চরিত্রে পুনরায় অভিনয় করেছেন। ইমরান হাশমি বিরোধী চরিত্রে যোগ দিয়েছেন। তাই রেকর্ড-ব্রেকিং দর্শকদের অনুপস্থিতির কারণে টাইগার 3- তৃতীয় দিনের আয় মারাত্মক ভাবে কমেছে।
টাইগার 3 রবিবার ৪৩ কোটি, সোমবার ৫৮ কোটি, মঙ্গলবার ৪৩.৫০ কোটি, বুধবার ২০.৫০ কোটি টাকা আয় করেছে। তরণ আদর্শের মতে, ৩য় দিন পর্যন্ত, শাহরুখ খানের জওয়ান এবং পাঠান- এর পরে ছবিটি বলিউডের তৃতীয় বৃহত্তম হিট ছিল। বলিউডে “দীপাবলির দিনে সর্বোচ্চ ওপেনার” হয়ে উঠেছিল। টাইগার 3 লিখেছেন এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া এবং পরিচালনা করেছেন মনীশ শর্মা। সালমান, ক্যাটরিনা এবং ইমরান ছাড়াও, ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রেবতী এবং সিমরান।