নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, পয়সা থাকলে ভূতের বাবারও শ্রাদ্ধ হয়। বলিউড এবং দক্ষিণী তারকাদের পোষ্যপ্রেমের কথা মাঝে মধ্যেই খবরের ভেসে ওঠে। শুধু পোষ্যদের উপর তাঁদের ভালোবাসা নয়, তাঁদের ভিআইপি ট্রিটমেন্টে লালন-পালন করার ভিডিও, ছবিও অনবরত সমাজমাধ্যমে ভাইরাল হয়। তেমনি একজন হলেন রাইম কোনিডেলা। যিনি তেলেগু চলচ্চিত্র শিল্পের অন্যতম বিখ্যাত দম্পতি রাম চরণ এবং উপাসনার একমাত্র আদরের পোষ্য সারমেয়। প্রায়শই রাইমের নানা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন তারকা দম্পতি। রামচরণ পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য তাঁদের পোষ্য রাইম কোনিডেলা। তাঁদের কুকুরটি ফরাসি বারবেট প্রজাতির, এবং প্রায়শই RRR অভিনেতা এবং তাঁর স্ত্রীর সঙ্গে সামাজিক ভ্রমণে এবং ছুটিতেও যান রাইম। শুধু তাই নয়, রাইমের নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও রয়েছে।
যেখানে তার সব অ্যাডভেঞ্চারের ছবি শেয়ার করা হয়। অ্যাকাউন্টটি এই মূহুর্তে প্রায় ৭৩ হাজার ফলোয়ারের অধিকারী। রাম চরণ ও উপাসনা রাইমকে তাঁদের শিশু হিসেবেই লালন-পালন করছেন। তাকে প্যাম্পার করার কোনও সুযোগ মিস করেন না তাঁরা। রাইমের সুন্দর সুন্দর এবং আড়ম্বরপূর্ণ পোশাক রয়েছে। ফ্রেঞ্চ বারবেটের ছবিগুলি প্রায়শই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন।
রাইম প্রায়শই তার মা এবং বাবার সঙ্গে ভ্রমণে সঙ্গী হন। এমনকী সম্প্রতি রাইম তার পরিবারের সঙ্গে ব্যক্তিগত জেটে প্রথম আন্তর্জাতিক ভ্রমণ করেছেন, তার ভ্রমণের ছোট্ট ভলগও আছে৷ এছাড়াও রামচরণ এবং উপাসনার এখন পরিবার বড় গিয়েছে। মাস কয়েক আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন উপাসনা। তাই এখন রাইম তার শিশু বোনের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে।