এই মুহূর্তে




জানেন কী, একসময় মনোজ মিত্রের মালপত্র রাস্তায় বের করে দেওয়া হয়েছিল, কিন্তু কেন?




নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার সকাল থেকেই টলিউডের মুখ ভার। শহরের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন প্রখ্যাত অভিনেতা মনোজ মিত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। নাট্যমহল থেকেই শুরু হয়েছিল তাঁর যাত্রা। নাটক লিখতে এবং তাতে অভিনয় করতে ভীষণই ভালবাসতেন অভিনেতা। নাট্য জগতের কিংবদন্তকে হারাল শহরের থিয়েটারে জগত। কলেজ জীবন থেকেই ছোটগল্প লেখা শুরু করেন অভিনেতা। তাঁর লেখার একটি উল্লেখযোগ্য নাটক ছিল ‘সাজানো বাগান’। যেখানে তিনি মুখ্য ভূমিকায় অভিনয়ও করে ছিলেন। এছাড়া টলিউডে ‘বাঞ্ছারামের বাগান’ সিনেমা দিয়ে তিনি খ্যাতির শিরোনামে ওঠেন।

ছবিতে অল্প বয়সে তাঁর বৃদ্ধার চরিত্রে অসামান্য অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। তাই একগুচ্ছ স্মৃতির মাধ্যমে অমর থাকবেন মনোজ মিত্র। নিমতলার শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তবে এত বড় অভিনেতা হওয়া সত্ত্বেও শেষ জীবনটা তাঁর ভাল কাটেনি। শোনা যায়, নাট্য কিংবদন্তি হলেও শেষ বয়সে তাঁকে কেউ নাট্যদলে নিতে চাইতেন না। ফলে তাঁর উপার্জনও ছিল না। এমনকী টলিউড থেকেও তিনি ডাক পেতেন না। অথচ একসময় টলিউডের বাংলা সিনেমাগুলিতে মনোজ মিত্রের উপস্থিতিতে বক্সঅফিস রীতিমতো কাঁপত। খলনায়কের চরিত্রে একাধিক কমার্শিয়াল ছবিতে অভিনয় করেছিলেন মনোজ মিত্র। খ্যাতিও পেয়েছিলেন। কিন্তু সেই টলিউডই শেষের দিকে মনোজ মিত্রের খোঁজ নেয়নি। টাকার অভাবে একাধিকবার সরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছিল। তাঁর কাছের মানুষের মধ্যে অভিনেতার মেয়েও থাকতেন না তাঁর সঙ্গে। যদিও মনোজ মিত্রের স্ত্রী অনেক আগেই মারা গিয়েছিলেন।

২০১৮ সালে যতীন দাস রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন অভিনেতা। পাঁচ মাসের ভাড়া বাকি পড়ায় মনোজ মিত্রের সমস্ত জিনিসপত্র বাড়ির বাইরে ফেলে দিয়েছিল বাড়িওয়ালা। তখনও সাহায্যের জন্যে কেউ এগিয়ে আসেনি। এমনকী নাট্য মহলের কেউ তাঁকে দেখতে আসেননি। এরপর বাধ্য হয়েই বের হয়ে গিয়েছিলেন মনোজ মিত্র। অভিনেতার বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্রও বের করে দেওয়া হয়েছিল। বৃদ্ধা বয়সে তাঁর এমন করুন পরিস্থিতি যে কাউকে কাঁদিয়ে ছাড়বে। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে অভিনেতার মালপত্র আবারও বাড়িতে নিয়ে যাওয়া হয়। শুধু সিনেমা নয়, সিরিয়াল, শর্ট ফিল্ম, থিয়েটার-সহ একাধিক মাধ্যমে অভিনয় করেছেন মনোজ মিত্র। বাংলা ছবির অন্যতম দাপুটে অভিনেতা ছিলেন তিনি। তাঁর অভিনীত ‘বাঞ্ছারামের বাগান’, ‘আদর্শ হিন্দু হোটেল’ আজও দর্শকদের মুখে মুখে চর্চিত। তবে এখন আর অভিনয় নয়, লেখা লেখিতে মন দিয়েছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যোগা অনুশীলন করতে গিয়ে সমুদ্রে ডুবে গেলেন রুশ অভিনেত্রী

অভিনয় থেকে অবসর নিচ্ছি না, ২৪ ঘন্টার মধ্যে ডিগবাজি সুবিধাবাদী বিক্রান্তের

মঞ্চে ‘রামায়ণ’ চলাকালীন শুয়োরের পেট ছিঁড়ে মাংস ভোজন, গ্রেফতার অভিনেতা

মুকুটে নয়া পালক! ২০২৫ অস্কার দৌড়ে ইমনের গান, প্রতিদ্বন্দ্বী টেইলর, লেডি গাগা-রা

প্রাক্তন প্রেমিক ও তার বান্ধবীকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার নার্গিস ফখরির বোন

শুধু বিক্রান্ত ম্যাসি নয়, কেরিয়ারের শীর্ষে পৌঁছে অভিনয়কে বিদায় জানিয়েছেন এঁরাও….

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর