নিজস্ব প্রতিনিধি: মুম্বই এখনও প্রাক্তন ইংরেজ ফুটবলার ডেভিড বেকহ্যাম জ্বরে কাবু। ভারত-নিউজিল্যান্ড সেমি ফাইনালের দিন মুম্বই আগমন ঘটে হ্যান্ডসাম ফুটবল তারকার। যদিও তিনি ইউনিসেফের প্রতিনিধিত্ব করতেই মুলত মুম্বই আসেন। কিন্তু তাঁর আসার পর থেকেই মুম্বই ভাসছে বেকহ্যাম সমুদ্রে। সেদিন ম্যাচ শেষে অভিনেত্রী সোনম কাপুরের বাড়িতে ছিল তাঁর নৈশভোজের আমন্ত্রণ, তাঁকে দেখতে ভিড় জমিয়ে ছিলেন বলিউডের একাধিক থষতারকা মহল। চোখের সামনে দেখে তাঁকে জড়িয়ে ছবি তোলার লোভও সামলাতে পারেননি করিশ্মা, মালাইকা রা। বেকহ্যামও একেবারে মুম্বই কালচারের সঙ্গে মিশে গিয়েছিলেন। গতকাল মেটা আয়োজিত একটি ইভেন্টেও যোগদান করেন বেকহ্যাম। যেটি হোস্ট করেছিলেন হারা আলি খান। সেখানে তিনি কীভাবে ব্যক্তিগত এবং পেশাদার জীবন কাটান সবটাই ব্যক্ত করেন বেকহ্যাম। শোনা যাচ্ছে, গতকাল শাহরুখ খানের বাড়িতেও নাকি আমন্ত্রণ ছিল বেকহ্যামের।
কারণ গতকাল মাঝ রাতে মন্নত থেকে বেরোতে দেখা যায় বেকহ্যামকে। যাই হোক, বলিউড তারকাদের সঙ্গে বেকহ্যামের তোলা ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। ডেভিড বেকহ্যামের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন অনিল কাপুরের ছেলে হর্ষ বর্ধন কাপুরও। সেদিন বোন সোনম কাপুরের দেওয়া ডিনার পার্টিতে তিনিও উপস্থিত ছিলেন। তবে এই ছবি শেয়ার করতেই তাঁকে নিয়ে শুরু হয় নেটপাড়ায় প্রবল হাসা ঠাট্টা। যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়, তিনি বেকহ্যামকে চেনেন কিনা? এই নিয়েই তিনি ট্রোলের লক্ষ্যে পরিণত হন। তবে হর্ষ বর্ধনও ছাড়েননি, ট্রোলারকে একেবারে উপযুক্ত জবাব দিয়েছেন। এদিন হর্ষ বেকহ্যামের সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন যে, “যেহেতু আমি সম্ভবত সেই পার্টিতে একমাত্র ব্যক্তি ছিলাম যে প্রকৃতপক্ষে বেকহ্যামের প্রতিটি খেলা দেখেছে এবং আবেগের সঙ্গে তাঁর গোটা ক্যারিয়ারকে অনুসরণ করেছে এবং এর বাইরেও আমার মনে হয়েছিল আমার একটি ছবি তোলা উচিত.. আমি এখন এটি বাকি বিশ্বের সঙ্গে শেয়ার করছি যেহেতু অন্য সবাই তাদের ছবিগুলিও ভাগ করছে।”
তার এই পোস্টটি ইন্টারনেট থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন যে, তিনি কি জানেন ডেভিড বেকহ্যাম কে? সে কি তোমাকে জিজ্ঞেস করেনি তুমি কে?”এর জবাবে হর্ষ বর্ধন একটি মহাকাব্যিক উত্তরে বলেন, “ভাই ও মেরে ঘর পে আয়া.. তু কৌন হ্যায়? (ভাই, সে আমার বাড়িতে এসেছে। কিন্তু, আপনি কে)?” ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে ভারতে তিন দিনের সফরে এসেছিলেন ডেভিড বেকহ্যাম। এখানে এসে বেশ কয়েকটি হাই-প্রোফাইল পার্টিতে যোগ দেন তিনি এবং অনেক সেলিব্রিটিদের সঙ্গে দেখা করেন। বেকহ্যাম বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক, আম্বানি পরিবারের সঙ্গেও দেখা করতে অ্যান্টিলিয়া গিয়েছিলেন। গত রাতে, তিনি শাহরুখ খানের আয়োজিত একটি ব্যক্তিগত অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন। ডেভিড বেকহ্যামকে শেষবার Netflix ডকুসারিজ ‘বেকহ্যাম’-এ দেখা গিয়েছিল যেটি একজন ফুটবল খেলোয়াড় হিসেবে তার জীবন এবং ক্যারিয়ারের অন্বেষণ করেছিল।এদিকে, হর্ষ বর্ধনের শেষ মুক্তি নেটফ্লিক্সের ‘থার’। অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী অভিনব বিন্দ্রার বায়োপিক-এ তাঁকে পরবর্তীতে দেখা যাবে। আসলে কেরিয়ারের দিক দিয়ে বোন বা বাবার মতো সফল নন হর্ষ, তাই নেটপাড়ার তাঁকে নিয়ে মজা চলেই অনবরত।