নিজস্ব প্রতিনিধি: ১২ বছরে পদার্পণ করলেন বচ্চন পরিবারের রাজকন্যা আরাধ্যা। জন্মদিনে আরাধ্যার বাবা এবং মা দুজনেই শুভেচ্ছায় ভরালেন তাঁকে। এমনিতে খুবই শান্তশিষ্ট প্রকৃতির মানুষ আরাধ্যা। মায়ের এক্কেবারে চোখের মণি সে। সবসময় অভিষেক বচ্চনকে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে না পাওয়া গেলেও আরাধ্যাকে তাঁর মায়ের সঙ্গে সবসময় দেখা যায়। মেয়েকে একেবারে আগলে রাখেন তাঁর মা ঐশ্বর্য। মুম্বই পাপারাজ্জিদের কাছেও এই মা-মেয়ে জুটি এখন ফেভারিট। যখনই তাঁদের দেখা যায়, মায়ের একেবারে হাতবন্দী করে থাকেন ঐশ্বর্য। ১৭ নভেম্বর আরাধ্যা বচ্চন ১২ বছর বয়সী হলেন। আরাধ্যার জন্মদিনে দুই তারকাই তাঁদের নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আরাধ্য পোস্ট শেয়ার করেছেন। ২০১১ সালে ঐশ্বর্য রাই এবং অভিষেকের ঘর আলো করে তাঁদের মেয়ে জন্মগ্রহণ করেন।
আজ তাঁদের মেয়ের এক বছর বড় হওয়ার সঙ্গে সঙ্গে, দুই জনপ্রিয় বলিউড তারকাই একটি কিউট নোটের সঙ্গে আরাধ্যার শৈশবের ছবি শেয়ার করেছেন। ঐশ্বর্য রাই আরাধ্যার একটি ছোট্টবেলার ছবি পোস্ট করে বলেছেন, ‘আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি!’ ঐশ্বর্য রাই যেখানেই যান তার সঙ্গে আরাধ্যাকে নিয়ে যান। এদিন ঐশ্বর্যের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে,
ঐশ্বরিয়াকে একটি কালো পোশাক পরে, তাঁর বাহুতে ছোট্ট আরাধ্যাকে আগরে রেখেছেন। ছবিটি শেয়ার করে ঐশ্বরিয়া ক্যাপশনে লিখেছেন, আমি তোমাকে অসীমভাবে, নিঃশর্তভাবে, চিরকালের জন্য এবং আমার প্রিয়তমা এঞ্জেল আরাধ্যকে ভালোবাসি। তুমি আমার জীবনের পরম ভালোবাসা। আমি তোমার জন্য শ্বাস নিচ্ছি। আমার আত্মা। শুভ শুভ ১২ তম জন্মদিন। ঈশ্বর তোমাকে সর্বদা আশীর্বাদ করুন। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি।”
অভিষেক বচ্চনও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আরাধ্যার সঙ্গে একটি থ্রোব্যাক ছবি পোস্ট করেছেন। ছবিতে, শিশু আরাধ্যাকে তাঁর বাবার কোলে বসে থাকতে দেখা যায়। এবং স্নেহের সঙ্গে তার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। ছবিটি মনে হয় কোনো অনুষ্ঠানে তোলা। অভিষেকের ক্যাপশনে লেখা, “শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমারী! আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি।” অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন ২০০৭ সালে এপ্রিল মাসে বিয়ে করেন। তাঁদের প্রথম সন্তান আরাধ্যা বচ্চনের জন্ম হয় ২০১১ সালে।