এই মুহূর্তে




ইন্ডিয়ান আইডল-খ্যাত পবনদীপ-অরুণিতার বন্ধুত্বে ফাটল, হঠাৎ কী হল?

নিজস্ব প্রতিনিধি: দেশের অন্যতম বিখ্যাত মিউজিক রিয়েলিটি শো হল, ‘ইন্ডিয়ান আইডল’, দেশজুড়ে অসংখ্য তরুণ প্রতিভা বের হয়েছে ইন্ডিয়ান আইডলের মাধ্যমে। যারা এখন বলিউডে রীতিমতো রাজত্ব করছে। তেমনি পবনদীপ রাজন এবং বাংলার মেয়ে অরুণিতা কাঞ্জিলালও এই শো থেকে নামডাক, জনপ্রিয়তা পেয়েছিলেন। তাঁরা শোয়ের ১২ তম সিজনের প্রতিযোগী ছিলেন। উইনার হয়েছিলেন পবনদীপ রাজন এবং প্রথম রানার আপ হয়েছিলেন অরুণিতা কাঞ্জিলাল। আর শো থেকেই তাঁদের মধ্যে প্রেমের গুঞ্জন শুরু হয়। এমনকী গুঞ্জন এখন তাঁরা বিয়ের জন্যে প্রস্তুতি নিচ্ছেন। কেননা বহু দিন তাঁরা মিডিয়া থেকে আড়ালে রয়েছেন। কিন্তু সেই সিজনে তাদের জুটি ব্যপক আলোচিত ছিল। এমনকী সেই সময়ে তাদের কয়েকটি ভুয়ো বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যদিও পবন এবং অরুণিতা কখনই নিজেদের সম্পর্কে মুখ খোলেননি। 

বরাবরই নিজেদের ভাল বন্ধু বলে দাবি করে গিয়েছেন। কিন্তু তাদের সবসময় একসঙ্গে দেখা যেত। যে কোনও সঙ্গীত অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হতেন। তাঁরা একসঙ্গে একাধিক কনসার্টেও পারফরম্যান্স করেছেন। সেই কারণেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন রটেছিল। তাদের রসায়ন বরাবরই ভক্ত দের মুগ্ধ করেছে। তাদের সঙ্গীতের যুগলবন্দীর মিউজিক অ্যালবামগুলিও এতটাই হিট হয়েছিল যে, ভক্তরাও তাদের বিয়ে হোক, চেয়েছিলেন। কিন্তু তাঁরা এখন কোথায়? তবে এমনটাও অভিযোগ উঠেছিল যে, টিআরপি বাড়ানোর জন্যে তাদের একাধিক গানের অনুষ্ঠানে কাজে লাগানো হয়েছিল। কিন্তু এখন তাঁরা কোথায়? বন্ধুত্ব ভেঙে গেল নাকি? বছরের শুরুতেই মারাত্মক গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন পবনদীপ রাজন। সেই সময় তাঁর বাহু ও পা ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। তখনও অরুণিতাকে তাঁর পাশে দেখা যায়নি। তবে ভক্তদের চিন্তা করার কারণ নেই। তাঁরা ভাল আছেন। তাদের বন্ধুত্ব অটুট রয়েছে।

তবে তারা এখন একসঙ্গে কাজ করছেন না। এখন যে যার মতো কনসার্ট নিয়ে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় নিজেদের পেইজে সক্রিয় থাকেন। হিন্দি গানের পাশাপাশি অরুণিতা কয়েকটি বাংলা মিউজিক অ্যালবামে কাজ করছেন। চলতি বছর তাঁর কয়েকটি মিউজিক অ্যালবাম প্রকাশিত হয়েছে।সম্প্রতি তিনি সঙ্গীত পরিচালক প্রীতমের কনসার্টে অংশ গ্রহণ করেছিলেন। তাঁর গানের ভিডিওগুলি তরুণদের মনে ব্যাপক ছাপ ফেলেছে। বর্তমানে পবন এবং অরুণিতা কেরিয়ারের উচ্চতায় পৌঁছে গিয়েছে। কিন্তু ভক্তরা তাদের একসঙ্গে প্রত্যাবর্তনের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘আপনাদের লজ্জা নেই?’ ধর্মেন্দ্রর জুহুর বাড়ির সামনে পাপারাজ্জিদের ভিড় দেখে চটলেন সানি দেওল

জনসমক্ষে রশ্মিকার হাতে আদরের চুম্বন, তবে কী সম্পর্কে সিলমোহর দিয়েই দিলেন বিজয়?

অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যোগ, সিআইডির জেরার মুখে প্রকাশ রাজ

‘যব মেট জয়-বীরু’, একাই গাড়ি চালিয়ে বন্ধু ধর্মেন্দ্রকে দেখতে গেলেন অমিতাভ

মিছিলে মুখ্যমন্ত্রীর পাশে হাঁটা, সরকারি অনুষ্ঠানে যোগদান, তবে কী তৃণমূলে যোগ দিচ্ছেন রাজা-মধুবনী?

‘বিয়েতে মেয়াদ এবং পুনর্নবীকরণের বিকল্প থাকা জরুরি’, কাজলের বিতর্কিত মন্তব্যে তোলপাড় নেটপাড়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ