এই মুহূর্তে




প্রয়াত কিংবদন্তি কোরিয়ান অভিনেতা লি সুন জে

নিজস্ব প্রতিনিধি: কোরিয়ান ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া! প্রয়াত প্রবীণ কোরিয়ান অভিনেতা লি সুন জে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ৯১ বছর বয়সে মারা গিয়েছেন কিংবদন্তি অভিনেতা। তাঁর মৃত্যুর খবরটি, তাঁর সংস্থা এসজি ওয়ে এন্টারটেইনমেন্ট নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বিখ্যাত ও অসাধারণ অভিনয় শিল্পীদের মধ্যে একজন ছিলেন লি সুন জে। প্রায় ছয় দশকেরও বেশি সময় ধরে তিনি দক্ষিণ কোরিয়ান ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। এবং ১৪০টি টেলিভিশন নাটকের পাশাপাশি অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। লি সুন জে-এর শেষকৃত্য দক্ষিণ সিউলের সোংপা জেলার আসান মেডিকেল সেন্টারে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তাঁর সংস্থা, এসজি ওয়ে এন্টারটেইনমেন্ট।

বৃহস্পতিবার সকাল ৬ টা ২০ মিনিটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে, এরপর তাকে গিওংগি প্রদেশের ইচিওনের ইডেন প্যারাডাইজ কবরস্থানে সমাহিত করা হবে। লি-এর মৃত্যুর খবরে প্রজন্মের পর প্রজন্ম শ্রদ্ধাঞ্জলির ঝড় উঠেছে। বিশিষ্ট কে-পপ গায়ক-সহ তরুণ সেলিব্রিটিরা তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জা মিয়ংও প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘থিয়েটার থেকে চলচ্চিত্র, টেলিভিশনে, তিনি আমাদের হাসি, আবেগ, সান্ত্বনা এবং সাহস এনেছিলেন।’ ১৯৩৪ সালে উত্তর কোরিয়ার অংশ হোয়েরয়ং-এ জন্মগ্রহণকারী লির পরিবার কোরিয়ান যুদ্ধ শুরু হওয়ার আগে সিউলে স্থানান্তরিত হয়ে ছিলেন। এরপর তিনি সিউল জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি অভিনয় শুরু করেন এবং ১৯৫৬ সালে বিয়ন্ড দ্য হরাইজন নাটকের মাধ্যমে আত্ম প্রকাশ করেন।

লি’র কেরিয়ারে সবথেকে জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে রয়েছে, “হোয়াট ইজ লাভ?” (১৯৯১-১৯৯২), হুর জুন (১৯৯৯), সাংডো (২০০১) এবং লি সান (২০০৭)। গোটা কেরিয়ার জুড়ে, লি প্রায় ১৪০টি টিভি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং পরবর্তী বছরগুলিতে মঞ্চে অভিনয় চালিয়ে গিয়েছেন। তিনি ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত অভিনয়ে সক্রিয় ছিলেন। তবে অসুস্থতার কারণে তিনি “ওয়েটিং ফর গডো” নাটকের মাঝপথে নিজেকে প্রত্যাহার করে নেন। পরে ডিসেম্বরে একটি পুরষ্কার অনুষ্ঠানে তিনি জনসমক্ষে উপস্থিত হন।উল্লেখযোগ্যভাবে, লি তার কেরিয়ারের একেবারে শেষ অবধি প্রশংসিত অভিনয় পরিবেশন করেছেন। গত বছর, তিনি কমেডি সিরিজ “ডগ নোজ এভরিথিং”-এ তার প্রধান ভূমিকার জন্য কেবিএস ড্রামা অ্যাওয়ার্ডসে গ্র্যান্ড প্রাইজ জিতেছিলেন, এই সম্মাননা পাওয়া সবচেয়ে বয়স্ক দক্ষিণ কোরিয়ান অভিনেতা হয়েছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাবার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন স্মৃতি মান্ধনার বাগদত্তা পলাশ মুচ্ছল

‘আমি ওঁর সংসার ভাঙিনি, সন্তানদের সঙ্গেও বিরোধ নেই’, কুমার শানুর সঙ্গে প্রেম নিয়ে অবশেষে মুখ খুললেন কুণিকা

ফের যুদ্ধের প্রস্তুতি? যুদ্ধজাহাজ ধ্বংসকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাক নৌসেনার

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতলে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ৪ জনের

‘এভাবে টানবেন না’, মাদক মামলায় জেরা দিতে এসে ANC অফিসারের উপর ক্ষুব্ধ ওরি

‘ডিভোর্সের মামলা আগে পিটার করেছেন’, আদালতে বিস্ফোরক দাবি স্বামীর হাতে নির্যাতিত সেলিনার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ