এই মুহূর্তে




এ কী কাণ্ড! আচমকাই মহাকুম্ভে গিয়ে পিণ্ডদান করে সন্ন্যাস নিলেন মমতা




নিজস্ব প্রতিনিধি: হৈচৈ কাণ্ড মহাকুম্ভ মেলায়! ২৫ বছর পর দেশে ফিরে সন্ন্যাস নিলেন বলিউড অভিনেত্রী মমতা কুলকার্ণী। শুধু তাই নয়, কুম্ভের মাটিতে পা রেখে নিজের পিতৃদত্ত নামও বদলে ফেললেন মমতা কুলকার্ণী। এখন থেকে তিনি ‘শ্রী ইয়ামাই মমতা নন্দ গিরি’ নামে পরিচিত হবেন। মমতা কুলকার্ণী নব্বই দশকের বলিউডের একজন প্রখ্যাত অভিনেত্রী। তিনি বলিউডকে একাধিক উপহার দিয়েছেন। কিন্তু কেরিয়ারের মধ্যগগনেই ২,০০০ কোটি টাকা আন্তর্জাতিক ড্রাগ পাচারের সঙ্গে জড়িয়ে পড়ে ছিলেন মমতা। ক্লিনচিট পাওয়ার ২৫ বছর পর গত বছর ভারতে ফিরেছেন মমতা কুলকার্ণী।

আর ভারতে ফেরার কথা নিজেই জানিয়েছেন মমতা কুলকার্ণী। ২৫ বছর পর অভিনেত্রীকে দেখে উত্তেজিত হয়ে ওঠেন মমতার ভক্তরা। বলিউডে তাঁর অপেক্ষাকৃত ছোট কেরিয়ার থাকা সত্ত্বেও মমতা তাঁর সাহসী চেহারা এবং গ্ল্যামারাস অঙ্গভঙ্গি দিয়ে পুরুষদের মনে হিল্লোল তুলেছেন। মমতা তাঁর অভিনীত সবকটি ছবিতেই লিড ভূমিকাতেই অভিনয় করেছেন। যাই হোক, ২৫ বছর পর দেশে ফেরার পর অভিনেত্রীর সকল ভক্তরা তাঁকে নতুন ছবিতে দেখার জন্যে মুখিয়ে ছিলেন, কিন্তু ভক্ত দের আশায় জল ঢেলে মহাকুম্ভে সন্ন্যাস নিলেন মমতা কুলকার্ণী। শুক্রবার (২৪ জানুয়ারি) কিন্নর আখড়ায় মহামণ্ডলেশ্বর হবেন মমতা কুলকার্ণী।

আজ সন্ধ্যায় সঙ্গমে পিন্ড দান করবেন তিনি। সন্ধ্যা ৬টায় কিন্নর আখড়ায় তাঁর পট্টাভিষেক অনুষ্ঠান হবে। মমতা মহাকুম্ভে কিন্নর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী তথা ডক্টর লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠি মহারাজ এবং জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী জয় অম্বানন্দ গিরির সঙ্গেও দেখা করেছেন। তাঁদের বৈঠকের ছবিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  অজ্ঞাতদের জন্য জানিয়ে রাখি, মহামণ্ডলেশ্বর হল দশনামী আদেশের হিন্দু সন্ন্যাসীদের একটি উপাধি। মহামণ্ডলেশ্বর শব্দটি অনুবাদ করে ‘মহান বা অসংখ্য মঠের প্রধান’। মহামণ্ডলেশ্বর হিসাবে, নেতারা সনাতন ধর্মের শিক্ষা ছড়িয়ে দেন চারিদিকে, যার মধ্যে ধার্মিকতার জীবনযাপন এবং একটি উন্নত সমাজে অবদান রাখাও বোঝায়।

 

প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে ২৫ বছর পর ভারতে ফিরেছেন মমতা কুলকার্ণী। মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল তাঁকে। বহু বছর পর তাঁকে ভারতে দেখে সবাই অবাক হয়ে যান সকলে। ধারণা করা হয়েছিল, মমতা কুলকার্ণী বলিউডে প্রত্যাবর্তন করবেন নয়তো বিগবস 18 এ প্রবেশ করার জন্যেই ভারতে এসেছেন। কিন্তু অভিনেত্রী সমস্ত গুজব এবং জল্পনা প্রত্যাখ্যান করে জানান, তিনি মহাকুম্ভে অংশ নিতেই ২৫ বছর পর ভারতে ফিরেছেন। ২০০০ সালে, মমতা কুলকার্ণী ভারতকে বিদায় জানিয়েছিলেন। ফিরে আসার পর, তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে বলেন, ‘সবাইকে হাই, আমি মমতা কুলকার্ণী এবং আমি ২৫ বছর পর ভারত, বোম্বে, মুম্বাই, আমচি মুম্বাইতে ফিরে এসেছি। আমি ২০০০ সালে ভারত ছেড়েছিলাম এবং ২০২৪ সালে ফিরে এসেছি। আমি এখানে আছি এবং আমি খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। ফ্লাইট যখন অবতরণ করে, আমি আমার বাম এবং ডান দিকে তাকাতে শুরু করি। ২৪ বছর পর আমার দেশকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়লাম। আমার চোখে জল ছিল। মুম্বইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আবার আবেগপ্রবণ হয়ে পড়ি।” তাঁর উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রগুলি হল করণ অর্জুন, চায়না গেট, তিরঙ্গা, আশিক আওয়ারা, ক্রান্তিবীর, বাজি, সবসে বড় খিলাড়ি, পুলিশওয়ালা গুন্ডা এবং আরও অনেক কিছু।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মা স্মিতা পাতিলের বাড়িতেই বাঙালি প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন প্রতীক বব্বর

জীবনে প্রথমবার বিমানে চড়ে কেমন অভিজ্ঞতা ভাইরাল গার্ল মোনালিসার?

২৬ বছরের ছোট তরুণীকে নিয়ে দ্বিতীয়বার ছাদনাতলায় ‘স্টাইল’ অভিনেতা সাহিল খান

‘পাগলের মতো ভালবাসি’, ভ্যালেন্টাইন’স ডে-তে জ্যাকলিনকে ‘গল্ফস্ট্রিম জেট’ উপহার সুকেশের

গ্র্যামিতে নগ্ন হয়ে হাঁটতে বাধ্য করেছিলেন স্বামী, বদলা নিতে এবার ডিভোর্স নিচ্ছেন বিয়াঙ্কা

প্রেম দিবসে শ্রোতাদের ‘চুপিচুপি তোমাকে দেখি’ উপহার মন্ত্রী ইন্দ্রনীল সেনের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর