এই মুহূর্তে




শাহরুখকে মৃত্যু হুমকি দেওয়ার অভিযোগে ছত্তিশগড়ে গ্রেফতার আইনজীবী




নিজস্ব প্রতিনিধিঃ বলিউড সুপারস্টার সলমান খানের পর, দিন কয়েক আগে মৃত্যু হুমকির শিকার হয়েছিলেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। ১৯৯৮ সালে কৃষ্ণসার হত্যার দায়ে আজও বিষ্ণোই সম্প্রদায়ের চোখে শত্রু হয়ে রয়েছেন সলমান খান। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের চক্ষুশূল সলমান খান। জেলে বসেই অভিনেতাকে হত্যার একের পর এক ফন্দি এঁটে চলেছেন তিনি। একাধিকবার মৃত্যু হুমকিও দিয়েছেন সলমান খানকে, যে কারণে বর্তমানে কঠোর নিরাপত্তায় মুড়ে দেশ-বিদেশে ঘুরছেন অভিনেতা। এমনকী লরেন্স বিষ্ণোই দাবি করেছেন, যতক্ষণ না অভিনেতা কালো হরিণ শিকারের জন্যে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইবেন, ততক্ষন তাঁর নিস্তার নেই, স্পষ্ট জানিয়েই দিয়েছেন লরেন্স বিষ্ণোই।

এখন সলমানের ঘনিষ্ঠরাও লরেন্স বিষ্ণোইয়ের নজর থেকে মুক্তি পাচ্ছেন না। ১২ অক্টোবর মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা সলমান ঘনিষ্ঠ বাবা সিদ্দিকীকে প্রকাশ্যে খুন করে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংব্যাং। এমনকী সলমানের কাছ থেকে অনেকবার ভুয়ো ফোনকল, মুক্তিপণও চাওয়া হয়েছে। ইতিমধ্যেই ফেক হুমকিকারীদের গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। এদিকে দিন কয়েক আগে সলমান ঘনিষ্ঠ হওয়ার কারণে শাহরুখ খানকেও হুমকি দেওয়া হয় এবং তাঁর কাছ থেকে মুক্তিপণও চাওয়া হয়। অবশেষে মঙ্গলবার পুলিশ জানিয়েছেন, শাহরুখ খানকে হুমকি দেওয়ার অভিযোগে ছত্তিশগড় থেকে মহম্মদ ফয়জান খান নামে একজন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে ছত্তিশগড়ের রায়পুরের নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে। অভিনেতাকে হুমকি দেওয়া এবং ৫০ লাখ টাকা দাবি করার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মুম্বই পুলিশের সামনে তাঁকে হাজির হতে বলা হয়েছিল, কিন্তু তাঁর হাজিরা না হওয়ার কারনে তাকে গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহে আইনজীবী একটি হুমকি কলে শাহরুখকে হুমকি দেন। কিন্তু অভিযুক্ত আইনজীবী সম্পূর্ণ অস্বীকার করেছেন বিষয়টি। তিনি পুলিশে জানিয়েছেন, তাঁর ব্যবহৃত ফোন কয়েক সপ্তাহ আগেই চুরি হয়ে গিয়েছিল। সেখন থেকেই শাহরুখকে হুমকি দেওয়া হয়েছে। এমনকী এর জন্যে ২ নভেম্বর থানায় মামলা করেছিলেন আইনজীবী।

ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর ধারা 308(4) (মৃত্যুর হুমকি বা গুরুতর আঘাতের সঙ্গে জড়িত চাঁদাবাজি) এবং 351(3)(4) (অপরাধী ভয় দেখানো) এর অধীনে পুলিশ আইনজীবীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। গত ২ নভেম্বর শাহরুখ খান ৫৯ বছরে পা রেখেছেন। সেদিন অভিনেতার বাড়িতে কড়া নিরাপত্তা দিয়েছিল মুম্বই পুলিশ। শাহরুখ বর্তমানে Y+ ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন। তাঁর সঙ্গে চব্বিশ ঘন্টা ছয়জন সশস্ত্র কর্মী রয়েছে, এর আগে তার সঙ্গে ছিল সশস্ত্র দুই নিরাপত্তাকর্মী। এদিকে গত সপ্তাহে, সালমান খানকে হত্যার হুমকি দেওয়ার পরে রাজস্থানের ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে কর্ণাটক থেকে গ্রেফতার করা হয়েছিল।

 

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তেলগু সুপারস্টার পবন কল্যাণকে ফোনে খুনের হুমকি, তদন্তে পুলিশ

গোয়ার বিচে খোলামেলা সাহসী পোশাকে অপরাজিতা, হুঁশ উড়ল নেটিজেনদের

ক্ষত্রিয়দের অপমান, ‘পুষ্পা 2’-নির্মাতাদের বাড়িতে গিয়ে পিটিয়ে আসার হুমকি রাজপুত নেতার

সামনে ক্যামেরাকে পাত্তাই দিলেন না, মেয়েকে কোলে জড়িয়ে মুম্বই ফিরলেন দীপিকা

‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে মৃত্যু মহিলার, ঘটনার ৪ দিনের মাথায় গ্রেফতার হলমালিক-সহ ৩

‘হিন্দুস্থান কারো বাবার নয়’, ইন্দোর কনসার্টে বজরং দলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলজিৎ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর