এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ভুয়ো ফোন, বোমা মেরে আম্বানি-অমিতাভ-ধর্মেন্দ্রর বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি

নিজস্ব প্রতিনিধি: যতো বড় সেলিব্রিটি হোক না কেন, ততই বিপদ। একে তো পাবলিকের সান্নিধ্যে যেতে হলে একাধিক বডিবিল্ডার নিয়ে ঘুরতে হবে। অন্য তো পাবলিকের দ্বারা হেনস্থার শেষ নেই। সিধু মুসাওয়ালা মৃত্যুর পরপরেই একাধিক তারকা গ্যাংস্টারের দ্বারা জীবন-হুমকির শিকার হয়েছেন। যার মধ্যে রয়েছেন সলমন খান, স্বরা ভাস্কর-সহ একাধিক বলিউড অভিনেতারা। তবে সলমন খানের মৃত্যুর হুমকির পাশাপাশি তাঁর জীবনের উপরও প্রকাশ্যে আক্রমণ চালানো হয়েছিল। যে কারণে নায়কের হাতে এখন লাইসেন্সপ্রাপ্ত গানও রয়েছে। এছাড়াও বড় বড় স্টারদের নিয়ে নানারকম আলোচনা সবসময়েই চলছে। যাই হোক সম্প্রতি এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। পুলিশ সূত্রের খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার, একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি নাগপুর পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানিয়েছেন, বলিউডের বিগবি, ধর্মেন্দ্র এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক মুকেশ আম্বানির অ্যান্টালিয়ার বাড়িতে বোমা রাখা আছে। এমনকী তাঁর দাবি ছিল, দেশের প্রভাবশালী ব্যক্তিত্বের বাড়ি যেকোনো মুহূর্তে উড়ে যাবে।

TOI অনুসারে, মুম্বই পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, মঙ্গলবার নাগপুর পুলিশ কন্ট্রোল রুম কলটি প্রথম পেয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ফোনকারী ব্যক্তি দাবি করেছেন যে, মুম্বইয়ে অমিতাভ বচ্চনের বাংলো এবং ধর্মেন্দ্রের বাসভবনের কাছে বোমা রাখা হয়েছে। এই কলের পরেই নাগপুর পুলিশ মুম্বই পুলিশকে সতর্ক করেছে। এমনকী অবিলম্বে একটি বোমা স্কোয়াড দলকে ডাকা হয়েছিল এবং তাঁরা এসে অমিতাভ এবং ধর্মেন্দ্রের বাসভবনে তল্লাশি চালায়, কিন্তু আপত্তিকর কিছু পাওয়া যায়নি। জানা গিয়েছে, এই হুমকিমূলক কলের পরিপ্রেক্ষিতে, সুপ্রিমকোর্ট ভারত সরকার মুকেশ আম্বানি এবং তাঁর পরিবারের সদস্যদের সর্বোচ্চ Z+ নিরাপত্তা প্রদান করেছে। আদালতের নির্দেশে দেশের শীর্ষতম শিল্পপতিকে সর্বোচ্চ স্তরের Z+ নিরাপত্তা প্রদানের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, পুলিশ ইতিমধ্যেই সেই বেনামি ফোন কলারকে ট্র্যাক করে তাঁর সন্ধান পেয়েছে। এছাড়াও বোম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াডের (বিডিডিএস) বিশেষ দলগুলিও অমিতাভ, মুকেশ এবং ধর্মেন্দ্রের প্রাঙ্গণের কাছাকাছি কোনও সন্দেহজনক ঘটতে পারে কিনা তা পরীক্ষা করবে বলে আশা করা হচ্ছে। কলকারী আরও দাবি করেছিলেন, যে ২৫ জন লোক ভারতে সন্ত্রাসী হামলা চালানোর জন্য মুম্বাইয়ের দাদারে এসেছিলেন, তাঁদের মধ্যেই কেউ এই কাজটি করছেন। ২০২১ সালে, মুম্বই পুলিশের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট ৩ টি রেলস্টেশনে এবং অমিতাভ বচ্চনের বাসভবনে একটি জালিয়াতি বোমা ভীতির অভিযোগে থানে থেকে দুইজনকে আটক করেছিলেন।

মুম্বইতে অমিতাভ বচ্চনের বাড়িটি জুহুর পশ লোকালয়ে অবস্থিত। জলসা থেকে প্রতি রবিবার অভিনেতা তাঁর ভক্তদের সঙ্গে দেখা করেন। বিগ বি পাঁচটি বিস্তীর্ণ বাংলোর মালিক – জনক, জলসা, বৎসা এবং প্রতিক্ষা। ধর্মেন্দ্র জুহুতে একটি প্রাসাদ বাংলোতে থাকেন। বিগ বি-কে পরবর্তীতে দেখা যাবে ‘গণপথ’-এ, যেখানে তাঁর সহ-অভিনেতা রয়েছেন টাইগার শ্রফ। এছাড়াও প্রোজেক্ট কে-তেও প্রভাস এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁকে দেখা যাবে। ধর্মেন্দ্রকে পরবর্তীতে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে দেখা যাবে। যেখানে তাঁর সহ-অভিনেতা রণবীর সিং, আলিয়া ভাট, জয়া বচ্চন এবং শাবানা আজমি। এছাড়াও ধর্মেন্দ্রকে শ্রীরাম রাঘবনের ‘ইক্কিস’-এও দেখা যাবে, যেখানে বিগ বি-এর নাতি অগস্ত্য নন্দা প্রধান ভূমিকায় অভিনয় করবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢোকা নিষিদ্ধ শাহরুখের, ঠিক কী হয়েছিল ২০১২ সালে?

মহারাষ্ট্রের বিজেপি নেত্রীর বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি অভিনেতার

ছেলে হওয়ার পর প্রথম প্রকাশ্যে অনুষ্কা, স্বামী এবং বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন

‘অল্পের জন্যে বাঁচলাম’, মালদায় প্রচারে বেরিয়ে দেবের হেলিকপ্টারে আগুন

হাসপাতালে অভিনেত্রী চিত্রা সেন, কী হয়েছে তাঁর, জানালেন ছেলে কৌশিক

গুরুতর অসুস্থ কমেডিয়ান ভারতী সিং, হাসপাতালে কেঁদে ভাসাচ্ছেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর