নিজস্ব প্রতিনিধি: বলিউডের সেলিব্রিটিদের তাঁদের ছবির প্রমোশন ছাড়াও মাঝে মধ্যেই বিভিন্ন ইভেন্টে দেখা যায়। বিশেষ করে তারকারা নিজেদের দেওয়া নানা পার্টিতেই পরিবারের সঙ্গে যোগ দেন, ইন্ডাস্ট্রির সহ-কর্মীরাও নিমন্ত্রিত থাকেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ধনকুবের মুকেশ আম্বানিদের কম-বেশি সকল অনুষ্ঠানেই নিমন্ত্রণ থাকে বলিউডের। এই যেমন গতবছর মুকেশ-নীতা আম্বানির একমাত্র মেয়ে ঈশা আম্বানি জন্ম দিয়েছেন যমজ সন্তানের। তাঁদের মুখ দেখে প্রায় ৩০০ কেজি সোনা উপহার দিয়েছিলেন নীতা-মুকেশ আম্বানি। দেখতে দেখতে তাঁদের এক বছর হয়ে গেল। আর আজ তাঁদের নাতি-নাতনি আদিয়া এবং কৃষ্ণের প্রথম জন্মদিনে পদার্পণ করল।
সেই উপলক্ষে ইশা আম্বানি এবং তাঁর স্বামী, আনন্দ পিরামল আম্বানিদের মুম্বাইয়ের Jio ওয়ার্ল্ড গার্ডেনে একটি দুর্দান্ত জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করছেন। বিকেল থেকেই তারকাদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বলিউডের বেশ কিছু সেলিব্রিটি সেখানে উপস্থিত হয়েছেন।দেশ-মেলা থিমের এই অনুষ্ঠানে অভিনেত্রী কিয়ারা আদভানি তাঁর মায়ের সঙ্গে একটি নীল ফুলের পোশাকে হাজির হয়েছেন। কথিত লাভবার্ড আদিত্য রায় কাপুর এবং অনন্যা পান্ডেও একই সময়ে পার্টি ভেন্যুতে উপস্থিত হয়েছেন। তবে তাঁরা বিভিন্ন গাড়িতে ছিলেন।
করণ জোহরও তাঁর যমজ সন্তান যশ এবং রুহির সঙ্গে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন।এছাড়াও শাহরুখ খান অনুষ্ঠানে এসেছেন, কিন্তু তাঁরা পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দেননি। ‘টাইগার 3’ অভিনেত্রী ক্যাটরিনা কাইফও লাল পোশাকে এসেছিলেন। তাঁকে বেশ সুন্দর লাগছিল।অরি ওরফে ওরহান আওয়াত্রামনি পার্টিতে একটি জিপসি মুদ্রিত কো-অর্ড সেট পরেছিলেন। অন্যান্য অতিথিদের মধ্যে, মিজান জাফরিও ডেনিমের একটি নীল রঙের ক্যাজুয়াল শার্ট-ডেনিম পরে জন্মদিনের অনুষ্ঠানে প্রবেশ করেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন তার বোন আলভিয়া।
এছাড়াও বীর পাহাড়িয়া এসেছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী হরনাজ সান্ধুর হাত ধরে। ক্রিকেটার পান্ড্য ভাই, হার্দিক এবং ক্রুনাল আম্বানিদের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন হার্দিকের স্ত্রী নাতাসা স্ট্যানকোভিচ এবং ছেলে অগস্ত্য। ক্রুনাল পান্ড্য তার ছেলে কবিরকে কোলে তুলে নিয়েছিলেন। কৃষ্ণা-আদিয়ার জন্মদিনের অনুষ্ঠানে শানায়া কাপুরকেও নীল ফুলের পোশাকে স্বপ্নীল দেখাচ্ছিল। দিন কয়েক আগেই আম্বানিদের জিও ওয়ার্ল্ড প্লাজা ইভেন্টে লাল গালিচায় হেঁটেছেন একাধিক তারকা।