এই মুহূর্তে




‘এভাবে টানবেন না’, মাদক মামলায় জেরা দিতে এসে ANC অফিসারের উপর ক্ষুব্ধ ওরি

নিজস্ব প্রতিনিধি: ২৫২ কোটি টাকার মাদক মামলায় অভিযুক্ত হয়েছেন জনপ্রিয় নেটপ্রভাবী ওরহান অবত্রামণি ওরফে ওরি। যিনি বলিউড তারকাদের ঘনিষ্ঠ বলেও পরিচিত। দিন কয়েক আগে ওরিকে ২৫২ কোটির মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে তলব করেছিল মুম্বই ক্রাইম ব্রাঞ্চের মাদকবিরোধী সেল তথা ANC। কিন্তু তিনি তলব এড়িয়ে যান। তাঁর আইনজীবী একটু সময় চেয়ে ছিলেন। কেননা তিনি সেই সময়ে ভারতে ছিলেন না। আবারও তাঁকে তলব করে মুম্বই পুলিশ। অবশেষে আর পালানোর পথ পেলেন না ওরি। বুধবার দুপুরে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের মাদক বিরোধী সেল, ঘাটকোপার ইউনিটে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছেন ওরি। এর আগে তাঁকে ২০ নভেম্বর ডাকা হয়েছিল কিন্তু তিনি হাজির হননি। অবশেষে ২৬ নভেম্বর, তদন্তকারীদের সামনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হলেন ওরি। এদিন ANC দফতরে পৌঁছতেই অফিসের বাইরে তাঁকে দেখতে ভিড় জমায় আশেপাশের লোকজন এবং পাপারাজ্জিরা।

এদিন দেহরক্ষীদের নিয়ে, ওরি গাড়ি থেকে নামতেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এরপর একজন ANC কর্মকর্তা তাকে ধরে ভেতরে নিয়ে যেতেই ওরি বিরক্ত হয়ে অফিসারকে বলেন, “কেন আমাকে টেনে তুলছেন? এরকম ভাবে আমাকে টানবেন না।” এর আগে, তাঁকে ২০ নভেম্বর তলব করা হয়েছিল, কিন্তু তিনি সংস্থাটি কে জানিয়েছিলেন, তিনি ২৫ নভেম্বর পর্যন্ত উপলব্ধ থাকবেন না। এর পরে, দ্বিতীয়বার সমনে ২৬ নভেম্বর তাঁকে হাজির হতে বলা হয়। সেই কারণেই আজ ANC এর দফতরে হাজির হলেন ওরি। সম্প্রতি দুবাই থেকে নির্বাসিত একজন মাদক সরবরাহকারীকে গ্রেফতার করেছে ANC। যার নাম, মোহাম্মদ সেলিম সোহেল শেখ, যিনি ল্যাভিশ নামেও পরিচিত। যিনি ২০২৪ সালের মার্চে মুম্বই পুলিশের মাদকবিরোধী সেল (ANC) কর্তৃক উন্মোচিত ২৫২ কোটি টাকার মেফেড্রোন (MD) মাদক পাচার মামলার মুলহোতা।

একটি প্রতিবেদন অনুসারে, ডোলার ছেলে, তাহের ডোলার, যাকে অগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রত্যর্পণ করা হয়েছিল। এবং তিনিই জিজ্ঞাসা বাদের সময় গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন এবং প্রকাশ করেছেন যে, অন্ধকার জগতের বেতাজ বাদশা দাউদ ইব্রাহিম দুবাই থেকে মাদক পাচার পরিচালনা করছেন। যার নেতৃত্বে মুম্বইতে এরকম মাদক পার্টির আয়োজন করেন তিনি। বেশ কয়েকজন বলিউড তারকা, মডেল, র‍্যাপার, চলচ্চিত্র নির্মাতা এমনকি দাউদের আত্মীয়স্বজনও ভারত এবং বিদেশে তার দ্বারা আয়োজিত মাদক পার্টিতে অংশ নেন। উল্লিখিত তারকাদের মধ্যে রয়েছেন, আলিশা পার্কার, নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুর এবং তার ভাই সিদ্ধান্ত কাপুর, জিশান সিদ্দিকী, ওরি ওরফে ওরহান, আব্বাস মাস্তান, লোকা। মঙ্গলবার, অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের দাদা সিদ্ধান্ত কাপুর ২৫২ কোটি টাকার মাদক মামলায় মাদকবিরোধী সেলের সামনে হাজির হয়েছিলেন এবং তাঁকে প্রায় ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পাঁচ ঘন্টার জিজ্ঞাসাবাদের সময়, এএনসি পুলিশ কর্মকর্তারা ১০-১২ পৃষ্ঠার একটি বিবৃতি রেকর্ড করেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাবার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন স্মৃতি মান্ধনার বাগদত্তা পলাশ মুচ্ছল

‘আমি ওঁর সংসার ভাঙিনি, সন্তানদের সঙ্গেও বিরোধ নেই’, কুমার শানুর সঙ্গে প্রেম নিয়ে অবশেষে মুখ খুললেন কুণিকা

প্রয়াত কিংবদন্তি কোরিয়ান অভিনেতা লি সুন জে

‘ডিভোর্সের মামলা আগে পিটার করেছেন’, আদালতে বিস্ফোরক দাবি স্বামীর হাতে নির্যাতিত সেলিনার

বিয়ে বাতিল ও প্রতারণা কাণ্ডের জের! বিশ্বজয়ী দলের সঙ্গে KBC-তে আসছেন না স্মৃতি মান্ধানা

মুম্বই ক্রাইম দফতরে ২৫২ কোটি টাকার মাদক মামলায় শ্রদ্ধা কাপুরের দাদাকে ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ