এই মুহূর্তে




ফের পথদুর্ঘটনায় নাম জড়ালো টলিউড পরিচালকের, আইনি ঝক্কি এড়াতে বেচে দিলেন গাড়ি




নিজস্ব প্রতিনিধি: ছোটপর্দার পরিচালক ভিক্টো এখনও সংশোধনাগারে। ঠাকুরপুকুরে যাঁর গাড়িতে জখম হয়েছিলেন ছয়জন। যার মধ্যে একজন মারা গিয়েছেন। তাঁর বিরুদ্ধে মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর অভিযোগ ছিল। ঠাকুরপুকুর বাজারের সে ঘটনা শুনলে এখনও গায়ে কাঁটা দেয় নগরবাসীদের। এখনও কেউ ভোলেন নি ঘটনাটি। এরই মধ্যে ঠিক একই রকম আরেকটি ঘটনায় নাম জড়ালো টলিউডের আরেক পরিচালকের। তবে তিনি ছোট পর্দার পরিচালক নন, বড় পর্দার। ইতিমধ্যেই টলিউড-বলিউডের কিছু নামী-দামী তারকার সঙ্গে কাজ সেরে ফেলেছেন। সেই পরিচিতি কাজে লাগিয়েই অপরাধমুক্ত হতে চাইছেন সেই পরিচালক। দুর্ঘটনায় যাতে তিনি জড়িয়ে না পড়েন সেই কারণে আগেভাগেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি বেচে ফেলেছেন, এমনটাই এখন টলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে।

প্রায়শই চর্চায় আসেন ওই পরিচালক। এক সময় টলিপাড়ার সুন্দরী নায়িকাকে নিয়ে বিদেশ ভ্রমণে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সেই পরিচালক। কিন্তু সেই বিতর্ক ঘুচতে না ঘুচতেই এবার নয়া বিতর্কে জড়ালেন তিনি। শোনা যাচ্ছে, তিনি বেপরোয়া গাড়ি চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা মেরেছেন। এরপর সেই পথচারী গুরুতর আহত হন। এবার আইনী ঝক্কি এড়াতে মরিয়া হয়ে উঠেছেন পরিচালক। মাত্র ৯ বছর আগে চলচ্চিত্র জগতে পা রেখেছেন তিনি। সে অর্থে এখনও তিনি নবগত। কিন্তু এর মধ্যেই বড় বড় তারকার সঙ্গে কাজ করে টলিউডে নিজের জায়গা পাকিয়ে ফেলেছেন পরিচালক। জানা যায়, খুব লাজুক প্রকৃতির তিনি।

প্রয়োজনাতিরিক্ত কথা বলেন না। কিন্তু কাজে তাঁর কোনও ফাঁকিবাজি নেই। ছবি সফল করাতে কালঘাম ছোটে তাঁর। মাঝে মধ্যে নিজের থেকে বড় অভিজ্ঞ অভিনেতাদের পরামর্শ নেন তিনি। খানিক টা আনখেল্লা স্বভাবের তিনি। কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি তাঁর। তাই দুর্ঘটনার পর কীভাবে তথ্য-প্রমাণ লোপাট করতে হয়, তা তিনি করছেন। জানা গিয়েছে, দুর্ঘটনায় তিনি ফেসে যেতে পারেন, সেই আন্দাজ করেই তড়িঘড়ি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি বেচে দিয়েছেন। এখন নানা ভাবে মামলা ধামাচাপা দিতে প্রভাব খাটাচ্ছেন। কিন্তু দুর্ঘটনাগ্রস্ত পরিবার আইনী পথে যেতে চাইছেন। তাই বাঘা বাঘা উপর মহলের সঙ্গে হাত রেখেও তিনি নিজেকে বাঁচাতে পারবেন কিনা, তা এখন দেখার বিষয় বিষয়!

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ভেবেছিলাম মরেই যাব’, ক্যান্সারের কঠিন দিনগুলি কীভাবে পার করলেন মণীষা কৈরালা?

কুম্ভে মালা বেচতে গিয়ে ভাইরাল, মোনালিসার শুটিং দেখতে জনসমুদ্র, অবরুদ্ধ রাস্তা

‘কিংডম’ রিলিজের আগেই অসুস্থ বিজয় দেবেরাকোন্ডা, হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

মহারাষ্ট্র বিধানসভায় ধুন্ধুমার! ‘হাম হোঙ্গে কাঙ্গাল’ গেয়ে ফের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন কুণাল কামরা

ঐশ্বর্য, প্রিয়াঙ্কার মতো তিনিও বিশ্বসুন্দরী, কিন্তু বলিউডে কেন ঠাঁই হল না যুক্তার?

শুটিং শুরুর আগেই ‘ডন ৩’ থেকে বেরিয়ে গেলেন বিক্রান্ত ম্যাসি, খলনায়ক তবে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ