এই মুহূর্তে




পোশাকের ফাঁকে উঁকি দিচ্ছে নিতম্ব, ঝুলে পড়েছে স্তন, আজব সেজে ট্রোলড তানিশা




নিজস্ব প্রতিনিধি: খোলামেলা পোশাকের জন্যে প্রায়শই তারকারা ট্রোলের সম্মুখীন হন। নেটমহলে ধেয়ে আসে কটাক্ষ। তবুও স্টাইল স্টেটমেন্টই আগে প্রাইওরিটি পায় সেলিব্রিটিদের কাছে। তাতে কে কি বললো আসে যায়না! কিন্তু খোলামেলা পোশাকের ফাঁকে যখন স্তন বা নিতম্ব বেরিয়ে আসে অভিনেত্রীদের, তখনই তাঁদের নিয়ে তৈরি হয়ে যান একাধিক মেমে। একটাই প্রশ্ন থাকে? ইচ্ছে করেই কি এমন পোশাক পরেন তারকারা? যাতে চর্চায় উঠে আসতে পারেন তাঁরা? হ্যাঁ, সোমবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়ের নিতম্ব ও স্তন দেখানো পোশাকের কয়েকটি ভিডিও, যা দেখতে একেবারে হুড়োহুড়ি পড়ে গিয়েছে নেটমহলে।

রবিবার মুম্বইয়ের বান্দ্রায় একটি ফ্যাশন ইভেন্টে তানিশা মুখোপাধ্যায়, সুস্মিতা সেন, ওয়ামিকা গাব্বি, হুমা কুরেশি, বাবিল খান-সহ একাধিক তারকারা উপস্থিত হয়েছিলেন। সেখানেই তানিশা একটি কালো ছিমছাম পোশাকে ধরা দিয়েছিলেন। তাঁর পোশাকের গায়ে আটকানো ছিন বড় বড় সাদা ফুল। শুধু তিনি নন, এই অনুষ্ঠানে উপস্থিত সকল তারকারাই এমন পোশাকে সেজেছিলেন, যেন তাঁরা মেট গালায় এসেছেন। সম্ভবত অনুষ্ঠানের থিমটি এমনই ছিল। কিন্তু সবার মাঝে নজর কেড়ে নিলেন তানিশা। অদ্ভুত পোশাকে সেজে পাপারাজ্জিদের রীতিমতো ঘুম ওড়ালেন তিনি। কারণ অভিনেত্রীর পোশাকের ফাঁক দিয়ে স্পষ্ট ছিল তাঁর নিতম্ব, হাঁটতে হাঁটতে বেরিয়ে আসছিল তাঁর দুটি স্তন। সেই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চরম ট্রোলিংয়ের শিকার হলেন কাজলের বোন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “উলঙ্গ হয়ে নাচো।” অন্য একজন লিখেছেন, “অশ্লীলতার চরম পর্যায়ে চলে গিয়েছেন।” আরও একজন নেটিজেন মন্তব্য করেছেন, “সিরিয়াসলি! কাজলের বোন এমন হতে পারে, আশা করিনি।”

 

তবে রেড কার্পেটের দিকে হেঁটে যাওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় তানিশার নিতম্বের অংশটুকু জুম করা হয়েছিল, তাতেও নেটিজেনরা ক্ষুব্ধ। তবে এই প্রথম নয়, জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভে মেলাতেও একটি হালকা শাড়িতে সেজে গঙ্গার জলে নেমেছিলেন তানিশা। সঙ্গে তিনি রেখেছিলেন একজন পাপারাজ্জিকে। যাঁকে তিনি ক্রমশ নির্দেশ দিয়ে গিয়েছেন ছবি তোলার জন্যে বিভিন্ন ভঙ্গিমায়, তাতেই ক্ষুব্ধ হন নেটমহল। এদিকে কাজলের বোন হওয়া সত্ত্বেও বলিউডে তেমন নাম কামাতে পারেননি তানিশা। তার মা তনুজা এবং বোন কাজলের মতো তারকা হতে তিনি ব্যর্। তবে, তিনি কিছু সিনেমা এবং রিয়েলিটি শোতে কাজ করে চলেছেন। অভিনেত্রীকে শেষবার “লাভ ইউ শঙ্কর” নামে একটি সিনেমায় দেখা গিয়েছিল, যা বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। তার পরবর্তী ছবি “বীর মুরারবাজি”। এটি তার মারাঠি সিনেমায় অভিষেক করবে।এছাড়াও তানিশা বিগ বস সিজন ৭-এ অংশগ্রহণ করেছিলেন এবং তিনি প্রথম রানার আপ ছিলেন। পরে, তিনি খতরন কে খিলাড়ি ৭-এ অংশ নিয়েছিলেন, এমনকি সেই শোটিও জিততে পারেননি। ২০২৩ সালে, তিনি ঝলক দিখলা জা ১১-তে অংশগ্রহণ করেছিলেন এবং তার নৃত্যের চাল দিয়ে বিচারকদের মুগ্ধ করলেও, অভিনেত্রী সেই শোটিও জিততে পারেননি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘হাঁটু-ব্যাথা সারাতে ১৫ দিন নিজের মূত্র পান করেছি’, বিস্ফোরক দাবি পরেশ রাওয়ালের

ফাঁকা আসন নিয়ে শ্রীনগর যাচ্ছে বিমান, সন্ত্রাস বিধ্বস্ত ভূস্বর্গের ছবি পোস্ট করলেন অতুল

মিশর থেকে ‘ভূত’ সঙ্গে নিয়ে ফিরেছেন, ভয়াবহ অভিজ্ঞতা ‘লায়লা মজনু’ অভিনেত্রীর

বেঁচে ফিরেছিলেন মৃত্যুর মুখ থেকে, ৩ কোটিরও বেশি টাকায় বিক্রি হল টাইটানিক যাত্রীর চিঠি  

ভারতে নিষিদ্ধ ‘আবির গুলাল’-এর জন্যে কত পারিশ্রমিক নিয়েছেন পাক-অভিনেতা ফাওয়াদ?

‘আমার জীবন তছনছ করে দিয়েছিল’, শনির সাড়ে সতীর ক্রোধের শিকার মনোজ বাজপেয়ী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর