এই মুহূর্তে

‘সলমান আমার বন্ধুই নয়’, লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় গিপ্পি, মুখ খুললেন গায়ক

নিজস্ব প্রতিনিধি: গত শনিবার নামজাদা পঞ্জাবি গায়ক গিপ্পি গ্রেওয়ালের কানাডার বাড়ির সামনে হামলা চালায় এক দল দুষ্কৃতী। পশ্চিম ভ্যাঙ্কুভারের হোয়াইট রক অঞ্চলে গায়কের বাড়ির সামনে এসে এক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমেছে সংশ্লিষ্ট পুলিশ। তবে এই ঘটনার একদিন পরেই সেই দায়ভার শিকার করে নেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। যিনি আর এক পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত। সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি দাবি করে জানান, সলমান খানকে বার্তা দেওয়ার জন্যই নাকি তাঁর এই পদক্ষেপ। কেননা গিপ্পি সলমনের খুব ভাল বন্ধু। তাই ভাইজানকে বার্তা দিতেই নাকি গিপ্পীর বাড়ির সামনে গুলি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আসলে সলমান খান বিষ্ণোই সম্প্রদায়ের কৃষ্ণসার হত্যা করেছিলেন ১৯৯৮ সালে। সেই নিয়েই ক্ষিপ্ত লরেন্স বিষ্ণোই। সলমান খানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন লরেন্স। কিন্তু তা আদতে কোনদিন হবে কিনা তা সন্দেহ আছে! এবার বাড়ির সামনে গুলি চলা নিয়ে মুখ খুললেন গিপ্পি। সলমন নাকি মোটেই তাঁর বন্ধু নন। গিপ্পি জানান, মাত্র দু’বার কাজের সূত্রে সলমনের সঙ্গে দেখা হয়েছে তাঁর।

ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে তাঁকে ডাকা হয়েছিল। আর ‘বিগ বস্’-এর সেটে তাঁর সঙ্গে দেখা হয়েছিল। সলমনের সঙ্গে তাঁর কোনও বন্ধুত্ব নেই। কিন্তু তাঁর রাগের কারণে খেসারত চোকাতে হচ্ছে। এ দিকে গিপ্পীর বাড়ির সামনে গুলি চালানোর ঘটনার পরে সমাজমাধ্যমের পাতায় দায় স্বীকার করে লরেন্স বলেন, ‘‘সলমান খানের সঙ্গে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক আপনাকে রক্ষা করবে না। আপনার ‘ভাই’-এর জন্য এগিয়ে যাওয়ার এবং আপনাকে রক্ষা করার সময় এসেছে। এই বার্তাটি সলমান খানকেও প্রসারিত করবে আমি নিশ্চিত- নিজেকে বোকা বানাবেন না। ভাবছি দাউদ ইব্রাহিম আপনাকে আমাদের নাগালের থেকে রক্ষা করতে পারবে কিনা। কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সিধু মুসা ওয়ালার মৃত্যুতে আপনার জাঁকজমকপূর্ণ প্রতিক্রিয়া কী নজরে পড়েনি? আপনি তাঁর চরিত্র এবং তাঁর অপরাধমূলক সংযোগ সম্পর্কে ভালভাবে অবগত ছিলেন। ভিকি মিধুখেরা বেঁচে থাকা পর্যন্ত আপনি সর্বদা ঘুরে বেড়াতেন এবং পরে, আপনি সিধুকে আরও শোক দিয়েছিলেন। আপনিও এখন আমাদের নজরে আছেন, এবং আপনি এখন প্রতারণার অর্থ কী তা প্রত্যক্ষ করবেন। এটি কেবল একটি ট্রেলার ছিল। শিগগিরই মুক্তি পাবে পুরো ছবিটি। যে কোনও দেশেই পালাও না কেন, মনে রাখবেন মৃত্যুর জন্য কোন ভিসা লাগে না, সেখানেই আসবে।

উল্লেখযোগ্যভাবে, ২০২২ সালে, লরেন্স বিষ্ণোই দিল্লি পুলিশকে বলেছিলেন যে তাঁর সম্প্রদায় সালমান খানকে ক্ষমা করবে না, যতক্ষণ না তিনি একটি কালো হরিণ হত্যার জন্য প্রকাশ্য ক্ষমা না চান, যা বিষ্ণোই সম্প্রদায়ের মধ্যে পবিত্র বলে বিবেচিত হচ্ছে যুগের পর যুগ। দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (বিশেষ সেল), এইচজিএস ধালিওয়ালের মতে, লরেন্স বিষ্ণোই অকপটে বলেছিলেন যে, অভিনেতাকে অব্যাহতি বা শাস্তি দেওয়ার আদালতের সিদ্ধান্তই শেষ রায়। বিষ্ণোইরা কালো হরিণকে তাদের পুনর্জন্ম বলে মনে করেন। ধর্মীয় গুরু, ভগবান জম্বেশ্বর জামবাজি নামেও পরিচিত। হয় অভিনেতা সালমান খান এবং তার বাবা (সেলিম খান) হয় জামবাজি মন্দিরে জনসমক্ষে তাঁদের কাছে ক্ষমা চাইবেন নতুবা বিষ্ণোই তাদের হত্যা করবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সইফের হামলাকারীর নয়া ছবি প্রকাশ্যে, হামলার পরেই বদলে নিয়েছিল পোশাক

আজ থেকেই প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’-এর বাড়তি ২০ মিনিট দেখতে পারবেন ভক্তরা

TRP-তে চমক! গীতা LLB, ফুলকিকে বোল্ড-আউট করে নতুনের জয়জয়কার

সইফের হামলাকারী অধরা, নিরীহ লোককে পাকড়াও পুলিশের

লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলের মধ্যেই ভারতে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া

সইফের ওপরে হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করল পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর