নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার! যেখানে গোটা দেশে উত্তাল বিশ্বকাপের ফাইনাল নিয়ে, সেখানে বলিউডে শোকের ছায়া। আজ আমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে ভারত। এই নিয়ে গোটা দেশ উত্তাল। সবার নজর এখন ভারতের জয়ের দিকে। কিন্তু রবিবার সকাল সকাল বলিউড বিনোদন মহলে শোকের ছায়া। মারা গেলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গাধভি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।
হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার সকালে মারা গিয়েছেন সঞ্জয়। বলিউডের ব্লকবাস্টার ‘ধুম’ এবং ‘ধুম 2’ তাঁর হাতে নির্মিত হয়েছিল, অর্থাৎ সঞ্জয় এই ছবিগুলির জন্যেই বেশি জনপ্রিয় ছিলেন। এই ছবি দুটিতে হৃতিক রোশন, জন আব্রাহাম এবং অভিষেক বচ্চন প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। বলিউডের বিশাল সাফল্যমন্ডিত ছবি ‘ধুম’ এবং ‘ধুম 2’, যেখানে নায়িকা হিসেবে অভিনয় করেন ঐশ্বর্য রাই বচ্চন, রিমি সেন প্রমুখ। এত কম বয়সে জনপ্রিয় পরিচালকের মৃত্যু বরদাস্ত করতে পারছেন না কেউই। বন্ধুদের ভাষ্যমতে, কয়েকদিন আগে তিনি একটি মাল্টিপ্লেক্সে গিয়েছিলেন সিনেমা দেখতে। ‘ধুম’ এবং ‘ধুম 2’ ছাড়াও সঞ্জয় ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’ এবং ইমরান খান অভিনীত ‘কিডন্যাপ’-ছবিরও পরিচালক ছিলেন। এছাড়াও ২০১২ সালে, তিনি ‘আজব গজব লাভ’ এবং ২০২০ সালে ‘অপারেশন পারিন্দে’ পরিচালনা করেছিলেন। সুতরাং বলিউডের একজন সফল পরিচালক ছিলেন তিনি।
সঞ্জয় গাধভি ২০০০ সালে ‘তেরে লিয়ে’ ছবির মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন। এছাড়াও তিনি অর্জুন রামপাল এবং রবিনা ট্যান্ডন অভিনীত ছবি ‘তু হি বাতা’ও পরিচালনা করেছেন। কিন্তু কম বাজেটের কারণে ছবিটির কাজ মাঝপথেই আটকে যায়। এরপর তিনি ২০০৪ সালে অ্যাকশন থ্রিলার ‘ধুম’ পরিচালনা করে রাতারাতি নজর কেড়েছিলেন গোটা দেশের। তাঁর মৃত্যুতে শোকাহত বলিউড।