এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

গোলাগুলির সময় বাড়িতেই ছিলেন সলমন, ফোনে খবর নিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: এদিকে কলকাতায় পয়লা বৈশাখের উৎসবে মেতে উঠেছেন বাঙালিরা। অন্যদিকে মুম্বইয়ের বান্দ্রায় সকাল থেকেই হুলস্থূল কাণ্ড। কারণ রবিবার ভোর ৫ টা নাগাদ আচমকাই ৫ রাউন্ড গুলি চলেছে সুপারস্টার সলমান খানের বাড়ির সামনে। কয়েকজন অজ্ঞাত পরিচয়ের মোটর বাইক আরোহী অভিনেতার বাড়ির সামনে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাটি পুরোটাই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। মুম্বই মুম্বই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করলেও এখনও দোষীদের শনাক্ত করতে পারেনি, ইতিমধ্যেই মুম্বাইয়ে মামলা নথিভুক্ত করা হয়েছে। এএনআই টুইটার অনুযায়ী, এই ঘটনায় রীতিমতো বিব্রত মহারাষ্ট্র সরকার। ঘটনা শোনামাত্রই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে টেলিফোনে সলমন খানের সঙ্গে কথা বলেছেন। আর মুম্বই পুলিশ কমিশনারের সঙ্গে নিজে আলোচনা করেছেন। তিনি সলমান খানের নিরাপত্তা আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন মুম্বই পুলিশকে।

এই ঘটনায় এএনআই আরেকটি টুইটে বলেছে, “সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় মুম্বইয়ের বান্দ্রা পুলিশ একজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা নথিভুক্ত করছে। পুলিশ অভিযুক্তদের খোঁজ শুরু করেছে এবং অভিযুক্তদের ধরতে একাধিক দল গঠন করা হয়েছে।” জানা গিয়েছে, এই দুর্ভাগ্যজনক ঘটনাটির সময় সলমান খান তাঁর বাড়িতেই ছিলেন। সলমানের বাড়ির উপর এমন হামলার ঘটনায় প্রবীণ অভিনেত্রী পূজা ভাটও প্রতিক্রিয়া জানিয়েছেন এবং একে ‘ভয়াবহ ও নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন। পূজা ভাট তাঁর এক্স (পূর্বের টুইটার) এ গিয়ে লিখেছেন, “ভয়াবহ এবং নিন্দনীয়। সলমান খানের বাসভবনের বাইরে নিরাপত্তার জন্য দাঁড় করানো পুলিশ ভ্যান সামনে থাকতে যদি এমনটা ঘটতে পারে তাহলে নিরাপত্তাকে একটা মায়া বলাই সঙ্গত। নির্দিষ্ট জন্য বান্দ্রায় আরও কঠোর নজরদারি প্রয়োজন।” লোকসভা নির্বাচনের প্রাক্কালে সলমান খানের বাড়িতে এমন গুলি চালানোর ঘটনা রাজনৈতিক মহলেও রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস সহ মহাযুতি সরকারকে নিশানা করেছেন ঠাকরে গ্রুপের নেতা সঞ্জয় রাউত। সঞ্জয় রাউত বলেছেন, “সালমান খান সিনেমা জগতের একটি বড় নাম।

কিন্তু মুম্বাই ও মহারাষ্ট্রের আইনশৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মুম্বাই মহারাষ্ট্রের রাজধানী। রাজনীতিতে আটকে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ সালমান খানকে নিয়ে গুলি চালানো কোনো সতর্কবার্তা নয়, কিন্তু এই বন্দুকের বুলেট বিঁধেছে বিজেপি দল ও তার সরকারের উপর। পুলিশ কমিশনার কী করছেন, পুলিশ কমিশনার কোনও রাজনৈতিক ব্যক্তি নন, তিনি মুম্বইয়ের দিকে মনোযোগ দিচ্ছেন কি না, তিনিও বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারের এজেন্ডা অনুসরণ করছেন নাকি। মুম্বাইয়ের লোকাল ট্রেন, মুম্বাইয়ের রাস্তা, পাবলিক প্লেস সর্বত্রই এই অবস্থা।” গত ২ বছর ধরেই অভিনেতাকে মেরে ফেলার ফন্দি আঁটছেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তাঁর দলবল। এই মূহুর্তে লরেন্স বিষ্ণোই জেলবন্দি থাকলেও সেখান থেকেই ছকে যাচ্ছে সুপারস্টারকে মারার। গত দু’বছর ধরে অভিনেতাকে একাধিকবার মৃত্যু হুমকি চিঠি দিয়েছেন লরেন্স বিষ্ণোইয়ের দলবল। এমনকি একবার অভিনেতার বাড়ির সামনে প্রকাশ্যেই গুলি চলেছিল।

স্বল্পের জন্যে বেঁচে যান সলমন। গতবছরও অভিনেতার বাইরে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকেও পড়েছিল। এদিকে, গতবছর, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) বলেছিল যে, সলমান খান ১০ টি প্রধান লক্ষ্যের তালিকায় শীর্ষে রয়েছেন। যাঁদেরকে কারাগারে আটক গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই নির্মূল করার পরিকল্পনা করেছিলেন। আসলে অভিনেতার কুখ্যাত ১৯৯৮ সালের কালো হরিণ শিকারের ঘটনা বিষ্ণোই সম্প্রদায়কে ক্ষুব্ধ করেছিল। কারণ কালো হরিণকে লরেন্স বিষ্ণোইয়ের সম্প্রদায় দেবতা হিসেবে পুজো করেন। পরে যতদিন অভিনেতা বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইবেন, ততদিন তার নিস্তার নেই। একবার লরেন্স বিষ্ণোই নিজেই প্রকাশ করেছিলেন যে, তার বন্ধু, সম্পাত নেহরা, সলমান খানের বান্দ্রার বাসভবনে নজরদারি করেছিলেন, একটি সম্ভাব্য আঘাতের জন্য মঞ্চ তৈরি করেছিলেন। তবে, ইতিমধ্যেই হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ে গিয়েছে নেহরা। গত বছরের ১১ এপ্রিল আরেকটি হুমকি কলের পর মুম্বাই পুলিশ সলমান খানের নিরাপত্তার অবস্থা Y+-এ বাড়িয়ে দিয়েছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢোকা নিষিদ্ধ শাহরুখের, ঠিক কী হয়েছিল ২০১২ সালে?

মহারাষ্ট্রের বিজেপি নেত্রীর বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি অভিনেতার

ছেলে হওয়ার পর প্রথম প্রকাশ্যে অনুষ্কা, স্বামী এবং বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন

‘অল্পের জন্যে বাঁচলাম’, মালদায় প্রচারে বেরিয়ে দেবের হেলিকপ্টারে আগুন

হাসপাতালে অভিনেত্রী চিত্রা সেন, কী হয়েছে তাঁর, জানালেন ছেলে কৌশিক

গুরুতর অসুস্থ কমেডিয়ান ভারতী সিং, হাসপাতালে কেঁদে ভাসাচ্ছেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর