এই মুহূর্তে




‘মৃত্যুঘোষণা করলেই, মরে যাওয়ার চেষ্টা করব’, হাসপাতাল থেকে ফিরেই নচিকেতার কণ্ঠে অভিমানী সুর

নিজস্ব প্রতিনিধি: সুস্থ হয়ে বাড়ি ফিরছেন প্রখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তী। সপ্তাহ কয়েক আগে আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জানা যায়, তিনি বুকে সমস্যায় ভুগছেন। তাঁর হৃদপিণ্ডে দুটি স্টেন্টও বসানো হয়। তাঁর হঠাৎ অসুস্থতার কথা শুনে উদ্বিগ্ন হয়ে উঠে ছিলেন ভক্ত অনুরাগীরা। তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু বাড়ি ফিরেই তাঁর কন্ঠে অভিমানের বার্তা।

একটি ভিডিওতে জানালেন, ‘এবার আপনারা মৃত্যু ঘোষণা করলেই মরে যাওয়ার চেষ্টা করব।’ আসলে হাসপাতালে থেকে ফিরে নিজের স্বাস্থ্যের একটি ভিডিও আপডেট দিয়েছেন তিনি। সেই ভিডিওর শুরুতেই জীবনমুখী বার্তা দিয়ে নচিকেতা বলেছেন, ‘মৃত্যুর মুখ থেকে বারংবার ফিরে মন্দ লাগছে না।’ একাধিকবার মৃত্যুর কাছাকাছি গিয়েছি। কিন্তু মরিনি। ক্ষুদিরামের মতো গলায় ফাঁস দিয়ে মরতে গিয়েছিলাম, কিন্তু দড়ি ছিঁড়ে যায় মরতে পারিনি। এছাড়াও অনেক দুর্ঘটনার কবলে পড়েছি। আমার মৃত্যু নিয়ে গুজব রটেছে। কিন্তু আমার কিছু হয়নি।’ ভিডিওর শেষেই বলেছেন, এবার তাঁর মৃত্যু ঘোষণা করলেই তিনি মরে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু কেন গায়কের জীবনমুখী কন্ঠে মরণের সুর? তবে মৃত্যু নিয়ে প্রথম জনসমক্ষে এমন কথা বললেন নচিকেতা। তবে কী মৃত্যু নিয়ে ভয়ে আছেন ‘বৃদ্ধাশ্রম’ গায়ক? ভিডিওতে গায়ক আরও জানিয়েছেন, স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যা নেই তাঁর। বেশ ভাল আছেন। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে মঞ্চে ফিরবেন। কিন্তু তাঁর ভিডিও জুড়ে একটা মৃত্যুর আশঙ্কা।

ঘনিষ্ঠসূত্রে খবর, স্টেন্ট বসানোর খবর প্রকাশ্যে আসতেই একদল নেটাগরিক তাঁর মৃত্যুকামনা করেছেন! যা নাকি বছর একষট্টির ‘আগুনপাখি’কে আঘাত করেছে। তাই কী গায়কের কন্ঠে মৃত্যুর ইচ্ছাপ্রকাশ? এই বিষয়ে নচিকেতার অসুস্থতার সময়ে থাকা একজন চিকিৎসক বলেছেন, গায়ক বাংলা গানের দুনিয়াকে দু’হাত ভরে দিয়েছেন। বদলে কিছু পায়নি। উল্টে তাঁর অসুস্থতার খবরে খুশি হয়েছেন একদল নেটাগরিকের। মৃত্যুকামনা করেছেন তাঁরা গায়কের! দিনের শেষে তিনিও তো রক্তমাংসের মানুষ। তাঁরও হয়তো অভিমান হয়েছে। যদিও গায়ক এ সব গায়ে মাখেন না। হেসে উড়িয়ে দেন। গত ৬ ডিসেম্বর চিকিৎসকের কাছে চেকআপে গিয়ে জানতে পারেন তাঁর হার্টে ব্লকেজ। হৃদস্পন্দন অনিয়মিত। তখনই তাঁর হৃদপিণ্ডে স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। গায়কের পরিবারের অনুমতি নিয়ে সুস্থ করে তোলেন তাঁকে। ছ’দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে বাড়ি ফেরেন গায়ক।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সমাজমাধ্যমে ভাইরাল কার্তিক আরিয়ানের নায়িকা শ্রীলীলার স্নানাগারের ‘সেলফি’, কি বললেন দক্ষিণী অভিনেত্রী?

বিয়ের ১ বছরের মধ্যে মা হতে চলেছেন শোভিতা ধুলিপালা, কবে ভূমিষ্ঠ হচ্ছে নাগার সন্তান?

৬০ কোটি প্রতারণায় শিল্পা‌ শেট্টি-রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৪২০ ধারায় মামলা

‘ধুরন্ধর’-এর বিপুল সাফল্য, আলিবাগের বাংলোয় চুপিচুপি বাস্তু পুজো সারলেন অক্ষয় খান্না

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লখনউয়ে নামার আগে ‘ধুরন্ধর’ দেখলেন গম্ভীর-গিলরা

মুসলিম তরুণী চিকি‍ৎসকের হিজাব টেনে খুললেন নীতীশ, ‘নব্য’ দুর্যোধনের বিরুদ্ধে গর্জে উঠলেন দঙ্গল কন্যা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ