এই মুহূর্তে




বাবার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন স্মৃতি মান্ধনার বাগদত্তা পলাশ মুচ্ছল

নিজস্ব প্রতিনিধি: হাসপাতাল থেকে ছাড়া পেলেন স্মৃতি মান্ধনার বাগদত্তা তথা গায়ক-সুরকার পলাশ মুচ্ছল। বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের কারণে গত তিনদিন ধরে তিনি মুম্বইয়ের গোরেগাঁওয়ের এসআরভি হাসপাতালে ভর্তি ছিলেন। গত ২৩ নভেম্বর তাঁর সঙ্গে স্মৃতির বিবাহের কথা ছিল। কিন্তু মাঝে পথেই ছন্দপতন। স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেন স্মৃতি। এবং জানান, যতক্ষণ তাঁর বাবা সুস্থ না হয়ে ওঠেন ততক্ষন বিয়ের পিঁড়িতে বসবেন না তিনি। পরে জানা যায়, স্মৃতি-পলাশের বিয়ে অনির্দিষ্টকালের জন্যে স্থগিত হয়ে গিয়েছে। বাবা ভর্তির পরদিনই হাসপাতালে ভর্তি হন পলাশ। সেদিন তাঁকে ছেড়ে দেওয়া হলেও আবারও পরে তাঁকে ভর্তি করা হয়। অবশেষে ৩ দিন ভর্তি থাকার পর ছাড়া পেলেন পলাশ।

পলাশকে প্রথমে মহারাষ্ট্রের সাঙ্গলির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তারপর তাকে মুম্বই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা যায়, এই সময়কালে পলাশ উল্লেখযোগ্য মানসিক চাপের মধ্যে ছিলেন। সেই কারণেই তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন। তবে তার ছুটি কিছুটা স্বস্তি এনে দিয়েছে গায়িকা পলক মুচ্ছলের পরিবারে, যদিও এখনও তারা বিয়ের নতুন তারিখ নিয়ে কোনও পরিকল্পনা করেন নি। এদিকে পলাশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে। একজন কোরিওগ্রাফারজর সঙ্গে তাঁর আপত্তিকর একাধিক চ্যাট ভাইরাল হয়ে গিয়েছে। তা নিয়েই এখন চর্চা চলছে। এই সময়ে দাঁড়িয়ে স্মৃতি তাঁর বাগদানের সব ভিডিও ডিলিট করেছেন। পাশাপাশি পলাশকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। এবং স্মৃতির সতীর্থ জ্যামাইমা, রাধা যাদব সকলেই স্মৃতির প্রাক বিবাহের সমস্ত ভিডিও মুছে ফেলেছেন। রাধা পলাশকে আন ফলো করেছেন।

যদিও স্মৃতির ইনস্টাগ্রামে এখনও রয়েছেন পলাশ। বিশ্বাসঘাতকতা হয়েছে ভারতীয় ক্রিকেট জগতের ক্রাশের সঙ্গে, সেটাই এখন চর্চায় রয়েছে। এমন পরিস্থিতিতে অমিতাভ বচ্চনের KBC থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন স্মৃতি। যেখানে তাঁর সতীর্থরা খেলবেন। জানা যায়, পলাশের চ্যাট গুলো ভাইরাল হওয়ার পরেই স্মৃতির বাবার সঙ্গে লড়াই হয় পলাশের। তখনই তিনি অসুস্থ হয়ে গিয়ে ছিলেন। স্মৃতি মান্ধনার ম্যানেজার তুহিন মিশ্র গণমাধ্যমকে বলেছিলেন যে, শ্রীনিবাস সকাল থেকেই অস্বস্তি বোধ করতে শুরু করেন এবং তার অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, পরিবার তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়।তাঁরা কোনও ঝুঁকি নিতে চান নি। এদিকে পলাশের সঙ্গে স্মৃতির বিয়ের স্থগিতাদেশ ঘোষণার পরপরই, পলাশ মুচ্ছলের পরিবার সাংলি থেকে মুম্বই ফিরে গিয়েছেন। এদিকে পলাশের মা বলেছেন যে, স্মৃতির বাবা হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই সুরকার নিজেই অসুস্থ হয়ে পড়েছিলেন, যার ফলে পরিবার তাকে চিকিৎসার জন্য মুম্বইতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। পলাশের শ্রীনিবাস মান্ধনার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং পরিস্থিতির চাপ তাকে অভিভূত করেছিল। সে এতটাই কেঁদেছিলেন যে তার স্বাস্থ্যের হঠাৎ অবনতি হয়। ওদিকে পলক মুচ্ছল এমন অবস্থায় গোপনীয়তার আবেদন করেছেন। অন্যদিকে স্মৃতির বাবা জরুরি চিকিৎসার পর ছাড়া পেয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেল ভারত, কোথায় বসবে আসর?

‘আমি ওঁর সংসার ভাঙিনি, সন্তানদের সঙ্গেও বিরোধ নেই’, কুমার শানুর সঙ্গে প্রেম নিয়ে অবশেষে মুখ খুললেন কুণিকা

প্রয়াত কিংবদন্তি কোরিয়ান অভিনেতা লি সুন জে

আত্মঘাতী ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারার শ্যালক

ড্যারিল মিচেলকে সরিয়ে ফের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে রোহিত শর্মা

‘এভাবে টানবেন না’, মাদক মামলায় জেরা দিতে এসে ANC অফিসারের উপর ক্ষুব্ধ ওরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ