নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় এখন কিছুই চাপা থাকেনা। একবার ভাইরাল হলেই যেকোনও কিছু মাসের মাস, বছরের পর বছর ভাইরাল হতেই থাকে। বাংলাদেশের কিং শাকিব খান, মাস কয়েক ধরেই চর্চায় যে, তিনি এবার বলিউড সুন্দরীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। এই কারণে বেশ কয়েকটি বলিউড অভিনেত্রীরও নাম উঠে এসেছিল। যার মধ্যে ছিলেন প্রাচী দেশাই, জারিন খান প্রমুখ। কিন্তু শেষমেষ নাম উঠে আসে সোনাল চৌহানের। পরিচালক অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ সিনেমার হাত ধরে বাংলাদেশী চলচ্চিত্রে ডেবিউ করছেন সোনাল। এই প্রথম শাকিব খানও কোনও বলিউড অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন। যখন থেকে এই নাম ঘোষণা হয়েছে, ভক্তরা আনন্দের ঠেলায় রীতিমতো লাফাচ্ছে। কবে দুই নায়ক নায়িকার জুটির ছবি প্রকাশ্যে আসবে সেই অপেক্ষায় প্রহর গুনছিলেন তাঁরা। তবে সব অপেক্ষার অবসান! গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় শাকিব-সোনালের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সোনালের পোস্ট করা সেই ছবি দেখে মুগ্ধ ভক্তরা। কেউ কেউ এই জুটিকে ভাইরাল তকমা দিয়ে লিখেছেন, ‘জাস্ট লুকিং লাইক আ ওয়াও’!
বেশিরভাগ ভক্তরাই তাঁদের জুটিকে ভালোবাসার ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন। ছবিটি দেখার পর থেকে শাকিব-সোনালের রোমান্স দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন দর্শকরা। অন্যদিকে সিনেমাটির পরিচালক অনন্য মামুন জানয়েছেন, জাহিদ আকবরের লেখা বালামের গাওয়া একটি গানের শুটিং দৃশ্য এটি। সিনেমার শুটিং শুক্রবার (১৭ নভেম্বর) সকালে শেষ হয়েছে। পুরো টিম একত্রিত হয়ে কেক কাটার মাধ্যমে এ যাত্রা শেষ করেন।
শনিবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকায় চলেও গিয়েছেন শাকিব খান। কারণ ছবিটির বেশিরভাগ শুটিং হয়েছে ভারতের বারাণসীতে। সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত ‘দরদ’। এ সিনেমায় আরও অভিনয় করছেন, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও। ছবিটি যেহেতু প্যান ইন্ডিয়ান ছবি, তাই বলিউড, তামিল, তেলেগুতে একযোগে মুক্তি পাবে ছবি।