এই মুহূর্তে




অ্যাসিড হামলার অভিযোগ আনল অভিনেত্রী পায়েল

নিজস্ব প্রতিনিধি: ফের অ্যাসিড হামলা, ধস্তাধস্তির অভিযোগ আনল এক বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। তবে হামলাকারীরা মুখোশ পরে থাকায় তাঁদের চিনতে পারেননি নায়িকা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এসে শেয়ার করলেন সেই ঘটনার কথা।

জানা গিয়েছে, ওষুধ কিনে ফেরার সময় মুম্বইয়ের রাস্তায় হঠাৎই কয়েকজন দুষ্কৃতি অভিনেত্রীর উপর চড়াও হয়। নিজের গাড়িতে ওঠার সময় তারা আক্রমণ করে বলে অভিযোগ। পায়েল জানিয়েছেন, তাঁদের হাতে কাঁচের বোতল ছিল। বেশ কিছুক্ষণ ধ্বস্তাধস্তির পর দুস্কৃতীদের হাত থেকে পালাতে সক্ষম হন তিনি।

ইনস্টাগ্রামে ভিডিয়ো শেয়ার করে পায়েল বলেন, ‘আমি ওষুধ কিনতে গিয়েছিলাম, ড্রাইভারের সিটে বসতে যাব, সেই সময় মুখ ঢাকা কয়েকজন এসে আমাকে টানাটানি শুরু করে। তাদের হাতে কাচের বোতলও ছিল, কোনও রকমে পালিয়ে বাঁচি’। তিনি আরও বলেন, ‘ওরা আমাকে রড দিয়ে মারার চেষ্টা করছিল। আমি পালাতে চেষ্টা করি এবং চিৎকার করি। তখনই একটি রড আমার বাম হাতে এসে পড়ে। আমি চোট পাই। এই ধরনের ঘটনা আমার সঙ্গে কখনও ঘটেনি। জীবনে প্রথম মুম্বইয়ে এই অভিজ্ঞতার মুখোমুখি হলাম। আমি জানি না কী করে এমন হল।’ ঘটনার জেরে এখনও ভয়ে ভয়ে রয়েছেন নায়িকা। শীঘ্রই থানায় গিয়ে এফআইআর দায়ের করবেন বলেও জানিয়েছেন।

ধস্তাধস্তির ফলে বাম হাতে সামান্য আঘাতও পেয়েছেন নায়িকা। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে হাতে ক্রেপ ব্যান্ডেজ পরা ছবিও শেয়ার করেছেন তিনি। অভিনেত্রীর অনুমান কাচের বোতলে দুস্কৃতীদের হাতে অ্যাসিড ছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আদালতে গিয়ে আত্মসমর্পণ, অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণা মামলায় জামিন পেলেন অভিনেত্রী মেহজাবিন

৮ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া, এখন কেমন আছেন কিংবদন্তি?

অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণার দায়ে এবার অভিনেত্রী মেহজাবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

‘শিশুরা আমাদের সবচেয়ে বড় আশা’, ইউনিসেফের নতুন ‘সেলিব্রিটি অ্যাডভোকেট’ হলেন কীর্তি সুরেশ

দিশা পাটানির বাড়িতে গুলি হামলা, নায়িকার বাবাকে বৈধ আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দিল প্রশাসন

মানসিকভাবে বিপর্যস্ত, সোশ্যাল মিডিয়া ত্যাগ করলেন ‘সাইয়ারা’ সুরকার তানিষ্ক বাগচি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ