এই মুহূর্তে




চিন্তা মুক্ত, সুস্থ হয়ে উঠছেন মনোজ মিত্র, চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন কিংবদন্তি নাট্যকার




নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবার বুকে ব্যথা নিয়ে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বর্ষীয়ান অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্রকে। এরপর থেকেই বেশ কয়েকদিন সঙ্কটজনক পরিস্থিতিতে কেটেছে অভিনীতর জীবন। ছিলেন ICU-তে। তবে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়নি। গত দুদিন আগেই শোনা গিয়েছিল, অভিনেতা সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে শুয়ে রয়েছেন, মাঝে মধ্যে পরিবারের ডাকে সাড়া দিচ্ছেন। তবে অভিনেতার চিকিৎসা নিয়ে কোনও আশাপূর্ণ খবর দিতে পারেননি চিকিৎসকরা। আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন বলা চলে। তবে গতকাল অভিনেতার ভাই সোশ্যাল মিডিয়ায় মনোজ মিত্রের শারীরিক অবস্থার উন্নতির কথা জানান। জানান, তিনি এখন উঠে বসেছেন। খবর কাগজ পড়েছেন। বিষয়টি নিমেষেই অভিনেতার ভক্তদের মন ভাল করে দেয়। এদিকে হাসপাতালে ভর্তি হওয়ার পর গত কয়েক দিন ধরেই সমাজমাধ্যমে মনোজ মিত্রকে নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছিল।

যেখানে দাবি করা হয়, অভিনেতা মারা গিয়েছেন। কিন্তু এমন খবরে নিছকই ক্ষুব্ধ হয়ে অভিনেতার পরিবারের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল, অনুরাগীরা যেন কোনও রকম গুজবে কান না দেন। হাসপাতালের তরফেও একই নির্দেশ এসেছিল। যাই হোক, এখন শারীরিক অবস্থা কেমন আছে তাঁর? হাসপাতাল সূত্রে খবর, অভিনেতা চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন। আগের থেকে রক্তচাপের উন্নতি হয়েছে তাঁর। এছাড়াও তাঁর শরীরেরসোডিয়াম-পটাশিয়ামের মাত্রাও বেড়েছে। সব ঠিক থাকলে তাঁকে আগামী কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। হাসপাতাল জানিয়েছে, বয়সজনিত কারণেই ভুগছেন অভিনেতা। তাঁর বয়স এখন প্রায় ৮৫ বছর। বাংলা ইন্ডাস্ট্রির একজন দাপুটে অভিনেতা ছিলেন তিনি। পজিটিভ ও নেগেটিভ দুই চরিত্রেই তাঁর অভিনয়ে মুগ্ধ বাঙালি।

তাঁর অভিনীত ‘বাঞ্ছারামের বাগান’ আজও নস্টালজিয়া অনুভূতি দেয় বাঙালিদের। তাই তাঁর অসুস্থতার খবর স্বাভাবিকভাবেই ব্যথিত করেছে ভক্তদের। জানা গিয়েছে, হৃদ্‌যন্ত্রের পাশাপাশি তাঁর কিডনির সমস্যাও রয়েছে। কিন্তু, চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন, তাই চিকিৎসকেরা আশাবাদী। এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন, বয়স্ক রোগীকে বেশি দিন হাসপাতালে রাখা উচিত নয়, তাতে তাঁর শরীরের সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে। তাই অভিনেতার শারীরিক পরিস্থিতি বিচার করে আগামী কয়েক দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন, চলতি বছরে এই নিয়ে তিনি তিনবার হাসপাতালে ভর্তি হলেন। প্রথমে মে মাসে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, এরপর অগস্টে তাঁর ভাইয়ের মৃত্যুর দিন তাঁকে আরও একবার হাসপাতালে ভর্তি হতে হয়। কিছুদিন চিকিৎসার পর তাঁকে ছুটিও দিয়ে দেওয়া হয়েছিল। এরপর আবারও একই শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, অভিনেতার ডায়বেটিস, মেলাইটাস, ক্রনিক কিডনি ডিজিজ, COPD, ডিমনিশিয়া-সহ একাধিক শারীরিক অসুখ তাঁর হার্টের ফাংশন কমিয়ে দিয়েছে। এখন তিনি অনেকটাই সুস্থ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজো মানেই ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর শাড়ি: মধুমিতা সরকার

৫৮ বছরেও ব্যাচেলর, এবার সলমানের বিয়ের দায়িত্ব নিলেন ধর্মগুরু অনিরুদ্ধাচার্য

২০ কেজি ওজনের লেহেঙ্গা পরে র‌্যাম্পে হাঁটতে গিয়ে বেসামাল শ্রদ্ধা

বাবার স্মৃতি আগলেই অভিনয়ে পা রাখতে চলেছেন অভিষেক-কন্যা ‘ডল’

যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার, নৃত্যশিল্পীর জাতীয় পুরস্কার স্থগিত

মন ভাল নেই, জাঁকজমকভাবে হচ্ছে না বাড়ির পুজো, হঠাৎ কী হল সুদীপার?

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর