এই মুহূর্তে




বিস্ফোরণের শব্দ শুনে পালাতে গিয়ে ধাক্কাধাক্কি, পদপিষ্ট হয়ে নিহত ২৯ স্কুল পড়ুয়া




আন্তর্জাতিক ডেস্ক: স্কুলে চলছিল পরীক্ষা। আর সেই পরীক্ষার মাঝেই আচমকা বৈদ্যুতিন ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণের বিকট শব্দ শুনেই পরীক্ষা ফেলে প্রাণ বাঁচাতে স্কুলের বাইরে যাওয়ার চেষ্টা চালিয়েছেন প্রায় পাঁচ হাজার পড়ুয়া। আর তাতেই শুরু হয় হুড়োহুড়ি-ধাক্কাধাক্কি। পায়ের তলায় চাপা পড়ে যায় অনেকেই। পদপিষ্টের ঘটনায় কমপক্ষে প্রাণ হারিয়েছে ২৯ স্কুল পড়ুয়া। আহত হয়েছেন আরও ২৬০ জনের মতো। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। ভয়াবহ ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (২৫ জুন) মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইয়ের একটি উচ্চ বিদ্যালয়ে।

আন্তর্জাতিক এক বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইয়ের বার্থেলেমি বোগান্ডা উচ্চ বিদ্যালয়ে স্থানীয় ছয়টি স্কুলের পাঁচ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। পরীক্ষা চলাকালীন আচমকাই স্কুল চত্বরে থাকা একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে গোটা স্কুল ভবনটি দুলে ওঠে। বিস্ফোরণের শব্দ পেয়েই পরীক্ষা কক্ষ ছেড়ে হুড়মুড়িয়ে বাইরে বেরিয়ে আসে পরীক্ষার্থীরা। প্রাণ ভয়ে অনেকেই স্কুলের গেট পেরিয়ে বাইরে বেরনোর চেষ্টা চালায়। তখনই শুরু হয় প্রবল হুড়োহুড়ি ও ধাক্কাধাকি। অনেকেই টাল সামলাতে না পেরে পায়ের তলায় চাপা পড়ে। তাদের মাড়িয়েই বাকিরা বাইরে বেরিয়ে যায়। আর্ত চি‍ৎকারে ছুটে আসেন স্কুলের শিক্ষকরা। তারা দেখতে পান অনেক পরীক্ষার্থীর নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে। আহত ও নিহতদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে পদপিষ্টের ঘটনায় ২৯ জন পড়ুয়া প্রাণ হারিয়েছেন। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকি‍ৎসক জানিয়েছেন, দুর্ঘটনায় ৩১ জন মারা গিয়েছেন।

হাসপাতালের বেডে শুয়ে আহত এক পরীক্ষার্থী ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেছে, ‘বিস্ফোরণের শব্দ শুনে সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল খানিকক্ষণের মধ্যেই ভবনটি ভেঙে পড়বে। আতঙ্কে অনেক পরীক্ষার্থী স্কুলের দোতলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে। তার পরই শুরু হয় ধাক্কাধাক্কি।’ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের শিক্ষা মন্ত্রকের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন ‘স্কুলের মূল ভবনে অবস্থিত একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটায় আতঙ্কিত হয়ে পড়েছিল পড়ুয়ারা। তার ফলেই এমন ঘটনা ঘটেছে। অনেকে গুরুতর আহত হয়েছে, ২৯ জনের মৃত্যুও হয়েছে। কীভাবে ঘটনা ঘটল তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে।’

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইন্দোনেশিয়ায় মাঝ সমুদ্রে যাত্রীবাহী জাহাজে আগুন, নিহত কমপক্ষে ৫

পরপর তিনবার ভূমিকম্পে কাঁপল রাশিয়া, কম্পনমাত্রা ৭.৫, জারি সুনামি সতর্কতা

২০ বছর কোমায় থাকা সৌদি রাজকুমারের মৃত্যু

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু

ইরানে যাত্রীবোঝাই বাস উল্টে নিহত কমপক্ষে ২১ জন, আহত অন্তত ৩৪

চরম রাজনৈতিক দ্বন্দ্ব, এসিসি-র সভা বয়কটের হুমকি ভারতের, এশিয়া কাপ নিয়ে শঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ