31ºc, Haze
Saturday, 21st May, 2022 7:26 am
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। প্রাণ হারিয়েছেন দুই মহিলা-সহ চার। হামলায় গুরুতর জখম এক। আহতকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, হামলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস থেকে ১০ কিলোমিটার দূরে ইঙ্গেলহুডে একটি বাড়ি লক্ষ্য করে। ওই বাড়িতে একটি পার্টি চলছিল। অজ্ঞাতপরিচয় এক দুষ্কৃতী ওই বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। ঘটনাস্থলেই প্রাণ হারান চারজন। গুরুতর জখম এক। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আহতকে দ্রুত তারা হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। ১৯৯০ সালের পর ইঙ্গেলহুডে এই নিয়ে দ্বিতীয়বার হামলা হল। কী কারণে হামলা, সে ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি। দুষ্কৃতী সংখ্যায় একজন ছিল না একাধিক, সে ব্যাপারেও তারা অন্ধকারে। ঘটনাস্থলের পাশে থাকা নজর ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জেনেশুনেই হামলার জন্য বাড়িটিকে চিহ্নিত করে আততায়ী। পুলিশ এই টার্গেটের কারণ অনুসন্ধানের চেষ্টা করছে। ইঙ্গেলহুডের মেয়র জেমস বাট জানিয়েছেন, স্থানীয় সময় দেড়টা নাগাদ পুলিশকে ফোন করে হামলার খবর দেওয়া হলে পুলিশ সেখানে পৌঁছয়। ঘটনাস্থল থেকে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। একজনের আঘাত গুরুতর। নিকটবর্তী হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। হামলার কারণ উদ্ধার করতে পুলিশ উচ্চপর্যায়ের তদন্ত করছে। আশা করা যায় দুষ্কৃতী অবিলম্বে ধরা পড়বে। এই খবর লেখা পর্যন্ত হতাহতদের নাম পুলিশ প্রকাশ করেনি।