এই মুহূর্তে




ধ্বংসস্তূপের মধ্যেই ৫.৫ ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার, কাঁপল তাজিকিস্তানও




নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তান, মায়ানমারের পর এবার শক্তিশালী ভুমিকম্পে কেঁপে উঠল মধ্য এশিয়ার বৃহত্তম দেশ তাজিকিস্তান। রিখটার স্কেলে কম্পন মাত্রা ৬.৪। বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC)। রবিবার তাজিকিস্তানে ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরতায় ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। EMSC-এর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, EMSC প্রথমে কম্প্নমাত্রা ৬.৪ জানালেও পরে সংশোধন করে ৫.৯ বলেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রবিবার মধ্য মায়ানমারের একটি ছোট শহর মেইকটিলার কাছেও ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মায়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, রবিবারের ভূমিকম্পটি মান্দালয় থেকে ৯৭ কিলোমিটার দক্ষিণে উন্ডউইন টাউনশিপ এলাকায় ২০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। বর্তমানে মায়ানমারের তিন দিনের থিংইয়ান ছুটি চলছে, যা মায়ানমারের ঐতিহ্যবাহী নববর্ষ হিসেবে পরিচিত। ছুটির প্রথমদিনেই আবারও ভুমিকম্পে কেঁপে উঠল মায়ানমারের মাটি। যার জন্য উৎসব বাতিল করা হয়েছে। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে লোকেরা ভবন থেকে ছুটে বেরিয়ে এসেছিল এবং কিছু বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

গত ২৮ মার্চ মায়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে ৭.৭ মাত্রার এক বিশাল ভূমিকম্প আঘাত হেনেছিল। যাতে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাদজধানি নেপিডোতে বেশ কয়েকটি সরকারি অফিস ক্ষতিগ্রস্ত হয়েছিল।বহু ভবন ধসে পড়েছিল। মারা গিয়েছেন ৫ হাজারেরও বেশি মানুষ। এই মূহুর্তে মায়ানমারে ত্রাণ তৎপরতা চলছে, তখনই এই ভূমিকম্পটি ঘটেছে। শক্তিশালী ভূমিকম্পের সেই ভয়াবহ চিত্র এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। গত ২৮ মার্চের ভূমিকম্পের পর একাধিকবার আফটারশক হয়েছে। এ আবহে আবারও শক্তিশালী ভূমিকম্পের কেঁপে উঠল মায়ানমার ও তাজিকিস্তানের একটি বড় অংশ। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, রবিবার সকাল ৯.৫৪ মিনিট নাগাদ তাজিকিস্তান এবং আশেপাশের এলাকাগুলিতে কম্পন অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের তীব্রতা ছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) X-তে একটি পোস্টে বলেছে, ‘তাজিকিস্তানে ৩৮.৮৬ অক্ষাংশে, ৭০.৬১ পূর্ব দ্রাঘিমাংশে ভূমিকম্প অনুভূত হয়েছে।’

এদিকে শনিবার জম্মু ও কাশ্মীর, পাকিস্তান এবং পাপুয়া নিউ গিনিতে কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানে ৩৩.৬৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭২.৪৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ১০ কিলোমিটার গভীরে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। তার একদিন পরেই তাজিকিস্তানে আবারও ভূমিকম্পটি আঘাত হানল।উপত্যকার অনেক জায়গায় কম্পন অনুভূত হয়েছে, তবে প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। শনিবারও পাপুয়া নিউ গিনির নিউ আয়ারল্যান্ড প্রদেশের উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। কোকোপো শহর থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৭২ কিলোমিটার (৪৪ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ভারতীয় সেনা হামলা চালালে পরমাণু অস্ত্র ব্যবহার’, হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর

ভয়াবহ বিদ্যু‍ৎ বিপর্যয়, আঁধারে ডুবে ফ্রান্স-স্পেন-পর্তুগাল, থমকে মোবাইল ও রেল পরিষেবা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস স্মরণ, ইউক্রেনে ৮-১০ মে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

‘পাকিস্তানের পাশে ২ কোটি শিখ’, পহেলগাঁও হামলার পর ভারতকে হুমকি পান্নুনের

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে শান্তি কমিটির বৈঠকে বিস্ফোরণ, মৃত ৭

নমাজ পড়াকালীন মসজিদে রক্তারক্তি কাণ্ড, ফ্রান্সের মসজিদে ছুরিকাঘাতে খুন তরুণ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর