এই মুহূর্তে




‘চটি চাটার জন্য নোবেল দেওয়া হোক’, ট্রাম্প ভজনার জন্য শাহবাজকে তীব্র কটাক্ষ পাকিস্তানিদের

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ‘অপারেশন সিঁদুর’ অভিযানে ভারতীয় সেনার হাতে বেধড়ক মার খাওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভজনায় মগ্ন হয়ে উঠেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির। শান্তি রক্ষায় খ্যাপাটে মার্কিন প্রেসিডেন্টকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য লাগাতার সুপারিশ করায় এবার নিজভূমের নাগরিকদের তীব্র কটাক্ষের মুখে পড়লেন পাক প্রধানমন্ত্রী। ‘চটি চাটা’ হিসাবে শাহবাজকে কটাক্ষ করতে শুরু করেছেন পাক নেটা নাগরিকরা।  শুধু তাই নয়, ট্রাম্পের চটি চাটার জন্য পাক প্রধানমন্ত্রীকে নোবেল দেওয়ারও দাবি জানিয়েছেন নেটা নাগরিকদের একাংশ।

চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণার আগে থেকেই মার্কিন প্রেসিডেন্টকে শান্তিতে নোবেল দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছিল পাকিস্তানের তরফে। যদিও আরও কয়েকটি দেশের তরফেও একই সুপারিশ করা হয়েছিল। তবে তাতে শিঁকে ছেড়েনি। মার্কিন অধীশ্বরের স্বপ্ন ভেঙে খানখান করে শান্তিতে নোবেল জিতেছেন আমেরিকার পোষ্যভৃত্য হিসাবে পরিচিত ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। তাতে কী?

গাজা শান্তিচুক্তি স্বাক্ষরের মঞ্চ থেকেই ফের মার্কিন প্রেসিডেন্টকে শান্তিতে নোবেল দেওয়ার জন্য সুর চড়িয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুধু তাই নয় ট্রাম্পের গুনগানও করেছেন। আর ওই নির্লজ্জ দালালির জন্য নিজের দেশের নাগরিকদের কটাক্ষের মুখে পড়েছেন শাহবাজ। বিখ্যাত পাকিস্তানি ইতিহাসবিদ আম্মার আলি জন সমাজমাধ্যমে এক পোস্টে লিখেছেন ‘আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে যেভাবে শাহবাজ শরিফ মার্কিন প্রেসিডেন্টের ভজনা করেছেন তাতে প্রতিটি পাক নাগরিকের মাথা হেঁট হয়ে গিয়েছে। ওয়াসিম নামে এক নেটা নাগরিক লিখেছেন, ‘পাকিস্তানের রাজনৈতিক নেতারা কেন এত চাটুকার ও চরিত্রহীন?’ অন্য এক নেটা নাগরিক তীব্র কটাক্ষ ছুড়ে লিখেছেন, ‘যখনই ট্রাম্পের মনে হবে জুতো যেন চকচক করে, তখনই যেন শাহবাজ শরিফকে ডেকে নেন। কেননা, জুতো চাটার মতো কাজের একমাত্র যোগ্য প্রধানমন্ত্রী।’ আর এক নেটা নাগরিক একধাপ এগিয়ে লিখেছেন, ‘শাহবাজ শরিফের মতো চটিচাটাকে এবার নোবেল দেওয়া হোক।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জেগে উঠেছে জাপানে সাকুরাজিমা আগ্নেয়গিরি, ৪৪০০ মিটার উচ্চতায় উড়ছে ছাই, জারি সতর্কতা

লিবিয়া উপকূলে ভয়াবহ দুর্ঘটনা, ৬৯ অভিবাসী বহনকারী নৌকা ডুবে ৪ জনের মৃত্যু, আরও হতাহতের আশঙ্কা

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল মেক্সিকো, রাষ্ট্রপতি ভবনে প্রবেশের চেষ্টা বিক্ষোভকারীদের, আহত ১২০

শাহরুখের মুকুটে নয়া পালক, দুবাইয়ে বসছে কিং খানের মূর্তি, তৈরি হচ্ছে টাওয়ার

৩৫ বছর পর মায়ানমার-থাইল্যান্ড সীমান্তবর্তী মডং শহর নিজেদের দখলে নিল কারেন বিদ্রোহীরা

তীর্থে গিয়ে নিখোঁজ, ধর্মান্তরিত হয়ে পাক-যুবককে বিয়ে ভারতীয় শিখ মহিলার, পঞ্জাবে চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ