আন্তর্জাতিক ডেস্ক: গাজার আল শিফা হাসপাতালের পরে এবার ইন্দোনেশিয়ান হাসপাতালে হামলা চালাল ইজরায়েলি জল্লাদরা। ট্যাঙ্ক দিয়ে ওই হামলা চালানো হয়। ইজরায়েলি সেনাদের নির্বিচারে চালানো গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২ জন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। একের পর এক হাসপাতালে ইজরায়েলি হামলার নিন্দায় সরব হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, রবিবার রাতে আগাম কোনও সতর্কবার্তা ছাড়াই গাজার উত্তরাঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতালটি সাঁজোয়া ট্যাঙ্ক নিয়ে ঘিরে ফেলে ইজরায়েলি সেনা। তার পরে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ওই অতর্কিত হামলায় হতচকিত হয়ে পড়েন হাসপাতালের চিকিৎসক-স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে ভর্তি থাকা রোগীর পরিজনরা। প্রাণ নিয়ে পালানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ১২ জন। গাজা স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, ইজরায়েলি সেনার হামলায় আরও ডজন খানেক রোগী আহত হয়েছেন।
অন্যদিকে, গাজার আল শিফার হাসপাতালে ১৮০ ফুট দীর্ঘ সুড়ঙ্গের সন্ধান পাওয়ার ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবিকে নাকচ করে দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রকের পরিচালক। তাঁর কথায়, ‘সুড়ঙ্গের যে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে তা ভুয়ো।’ প্রসঙ্গত হামাস হামলার বদলা নিতে গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি ঘাতক বাহিনী। ওই হামলায় রবিবার পর্যন্ত ১৩ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি ট্রাণ হারিয়েছেন। নিহতদের অর্ধেকেরই বেশি মহিলা এবং শিশু। সোমবারও সৌদি আরবের বিদেশ মন্ত্রী অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন।