33ºc, Clouds
Saturday, 21st May, 2022 9:07 am
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পিটিআই দলের এমপি তথা সাংসদ এবং বিখ্যাত টিভি সঞ্চালক আমির লিয়াকতকে বড়সড় বিপাকে ফেলে দিয়েছেন তাঁর তৃতীয় স্ত্রী। যাঁর নাম হল দানিয়া শাহ। দানিয়ার বিরুদ্ধে নিজের স্বামী আমিরের নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করার অভিযোগ উঠেছে। যদিও তিনি সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।
দিন কয়েক আগেই আদালতে লিয়াকতের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা করেন দানিয়া। তাই আমির মনে করছেন তাঁকে কোণঠাসা করার জন্যই এই ধরনের কুকাজ করেছেন তাঁর তৃতীয় স্ত্রী। লিয়াকতের দাবি, দানিয়া যা করেছে সেটা ক্ষমার অযোগ্য। আল্লা এই কাজের জন্য কোনওদিনও ক্ষমা করবে না। কারণ, সে নাকি বিবাহ নামক পবিত্র সম্পর্কের সংজ্ঞাটাকেই মিথ্যে করে দিয়েছে।
একটি সাক্ষাতকারে আমির লিয়াকত জানান, ‘অনেকেই এই নগ্ন ভিডিও ফাঁস নিয়ে আমার অবস্থান জানতে চায়। কিন্তু যারা এই খারাপ কুকাজটির জন্য দায়ী তাদের কী হবে? দেশের বিচার বিভাগ কই গেল? যাদের দায়িত্ব প্রতিটি নাগরিকের সম্মান রক্ষা করা। তারা কেন এখন হাত গুটিয়ে বসে আছে। আর সবথেকে বড় কথা সাইবার ক্রাইম উইং কেন কোনও পদক্ষেপ নেয়নি? সবাই চুপ কেন?’