এই মুহূর্তে




পদার্থ বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরে পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেয়েছেন তিনজন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোর ও জন এম মার্টিনেস। মঙ্গলবার সুইডেনের স্কটহোমে বিজয়ীদের নাম ঘোষণা করেছে রয়াল সুইডিশ একাডেমি অফ সায়েন্স।

জানা গিয়েছে, মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এন্ড এনার্জি কোয়ন্টাইজেশন ইন আন ইলেকট্রিক সার্কিটে অবদান রাখার কারণেই তাদের নোবেল দেওয়া হয়েছে। গতবছর মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য নোবেল পেয়েছিলেন মার্কিন বিজ্ঞানী জন হোপফিল্ড, ও ব্রিটিশ ক্যানাডিয়ান বিজ্ঞানী জিওফ্রি হিন্টন। এবার নোবেল পেলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জন ক্লার্ক, ইয়েল বিশ্ববিদ্যালয়ের মিশেল এইচ.ডেভোরেট এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জন এম. মার্টিনিস। বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তি পরিমাপ আবিষ্কারের জন্য তাদের কাজকে স্বীকৃতি দিয়েছে। এটি কোয়ান্টাম ঘটনা প্রদর্শন করার জন্য কাজ করে।

পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে বড় প্রশ্ন – কোনও সিস্টেম ঠিক কতটা বড় হলে তা কোয়ান্টাম যান্ত্রিক প্রভাব প্রদর্শন করতে পারে? নোবেল বিজয়ীরা ইলেকট্রিকাল সার্কিট নিয়ে পরীক্ষা নিরিক্ষা করে। তাঁরা কোয়ান্টাম মেকানিকাল টানেলিং এবং কোয়ান্টাইজড এনার্জি লেবেল প্রদর্শন করতে পেরেছেন বলে। নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, পদার্থবিজ্ঞানে এই আবিষ্কার কোয়ান্টাম প্রযুক্তি আগামী প্রজন্মের উন্নতির ক্ষেত্রে বড় সুযোগ তৈরি করছে। তার মধ্যে যেমন রয়েছে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি। তেমন রয়েছে কোয়ান্টাম কম্পিউটারস এবং কোয়ান্টাম সেন্সর। মার্কিন বিজ্ঞানী জন ক্লার্ক ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (বার্কলি) অধ্যাপক। বাকি দুইজন অর্থাৎ মিশেল এইচ ডেভোর ও জন এম মার্টিনেস ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (সান্তা বারবারা) অধ্যাপক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জেগে উঠেছে জাপানে সাকুরাজিমা আগ্নেয়গিরি, ৪৪০০ মিটার উচ্চতায় উড়ছে ছাই, জারি সতর্কতা

লিবিয়া উপকূলে ভয়াবহ দুর্ঘটনা, ৬৯ অভিবাসী বহনকারী নৌকা ডুবে ৪ জনের মৃত্যু, আরও হতাহতের আশঙ্কা

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল মেক্সিকো, রাষ্ট্রপতি ভবনে প্রবেশের চেষ্টা বিক্ষোভকারীদের, আহত ১২০

শাহরুখের মুকুটে নয়া পালক, দুবাইয়ে বসছে কিং খানের মূর্তি, তৈরি হচ্ছে টাওয়ার

৩৫ বছর পর মায়ানমার-থাইল্যান্ড সীমান্তবর্তী মডং শহর নিজেদের দখলে নিল কারেন বিদ্রোহীরা

তীর্থে গিয়ে নিখোঁজ, ধর্মান্তরিত হয়ে পাক-যুবককে বিয়ে ভারতীয় শিখ মহিলার, পঞ্জাবে চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ