-273ºc,
Sunday, 4th June, 2023 9:09 am
নিজস্ব প্রতিনিধি: খলিস্তানপন্থীদের(Khalistan Supporters) তাণ্ডব অব্যাহত ভারতের বাইরে বিভিন্ন দেশে। এবারের ঘটনা মার্কিন মুলুকের(USA)। সেখানে আবারও বিক্ষোভ দেখাল এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন। শুধু তাই নয়, সেই ঘটনা তুলে ধরতে গিয়ে আক্রনাত হলেন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ঘটনা ঘটেছে ওয়াশিংটনে(Washington DC) ভারতীয় দূতাবাসের(Indian Embassy) সামনে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে মোদি সরকারের(Modi Government) পাশাপাশি বাইডেন প্রশাসনও(Biden Adminstration)।
আরও পড়ুন পরমাণু যুদ্ধের প্রস্তুতি! বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা পুতিনের
জানা গিয়েছে, ভারতীয় সময় রাত ৩টে নাগাদ ও ওয়াশিংটনের সময় অনুযায়ী শনিবার দুপুর ৩টে নাগাদ ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল খলিস্তানপন্থী। খলিস্তান নেতা অমৃতপাল সিংহের সমর্থনে তাঁরা ভারতীয় দূতাবাসের বাইরে খলিস্তানপন্থী স্লোগান দিচ্ছিলেন, খলিস্তানি পতাকা ওড়াচ্ছিলেন। ওয়াশিংটনের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিলেন তাঁরা। ইংরেজি এবং পঞ্জাবি ভাষায় ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করছিলেন। শুধু তাই-ই নয়, পঞ্জাব পুলিশের বিরুদ্ধে ‘মানবাধিকার লঙ্ঘন’ নিয়েও স্লোগান দিচ্ছিলেন তাঁরা। সেই ঘটনা নিয়ে খবর করতে গিয়ে আক্রান্ত হলেন ভারতীয় সাংবাদমাধ্যমের প্রতিনিধিরা। সাংবাদিকের ওপর হামলার সেই ঘটনার নিন্দা করেছে মার্কিন প্রশাসন।
আরও পড়ুন ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি, নিহত ২৩
ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের বাইরে এই বিক্ষোভকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে দূতাবাসের সামনে হাজির হয়েছিলেন সাংবাদিক ললিত ঝা। সেই সময় খলিস্তানপন্থীরা তাঁকে ঘিরে ধরে মারধর করা শুরু করেন। তাঁর কানের নীচে আঘাত করা হয়েছে। লাঠি দিয়ে মারধর করাও হয় তাঁকে। এই পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে দূতাবাসের সামনেই থাকা আমেরিকার সিক্রেট সার্ভিস আধিকারিকদের দেখতে পেয়েছিলেন ললিত। তাঁদের গোটা ঘটনাটি জানান। তাঁরাই ললিতকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যান। তাঁর সাহায্যে এগিয়ে আসার জন্য সিক্রেট সার্ভিসকে কৃতজ্ঞতা জানিয়েছেন ললিত। এই ঘটনার নিন্দা করেছে ভারতীয় দূতাবাসও। এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। এক জন শীর্ষ স্তরের সাংবাদিকের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার ওই সাংবাদিককে হেনস্থা, হুমকি এবং মারধরও করা হয়েছে। তাঁর নিরাপত্তার কথা ভেবেই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে।’