33ºc, Clouds
Saturday, 21st May, 2022 9:01 am
আন্তর্জাতিক ডেস্ক: করোনায় আক্রান্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। রয়েছে মৃদু উপসর্গ। প্রধানমন্ত্রীর দফতর থেকে তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর দিতে গিয়ে বলা হয়েছে, জেসিন্ডা আর্ডার্ন করোনায় আক্রান্ত। তার মৃদু উপসর্গ রয়েছে। আপাতত তিনি হোম আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কিছুদিন পার্লামেন্টে যাবেন না। তাঁর দফতর থেকে জারি বিবৃতিতে বলা হয়েছে, আপাতত ২১ মে পর্যন্ত জেসিন্ডা আর্ডান নিভৃতবাসে থাকবেন। প্রধানমন্ত্রী নিজেও টুইট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন।
জানা গিয়েছে, জেসিন্ডা আর্ডান শুক্রবার রাতেই অসুস্থ বোধ করেন। শুক্রবার রাতে তাঁর করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট নেগেটিভ আসে। আজ সকালে ফের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে, আর্ডার্নের সংস্পর্শে যারা এসেছিলেন, তারাও যেন করোনা পরীক্ষা করিয়ে নেন। জানা গিয়েছে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও করোনায় আক্রান্ত। করোনায় আক্রান্ত তার পার্টনার ক্লার্ক গেফোর্ড। প্রধানমন্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবরে রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে। জেসিন্ডা আর্ডার্ন জানিয়েছেন, তিনি নিভৃতবাসে থাকলেও প্রশাসনিক কাজকর্ম যতটা সম্ভব চালিয়ে যাবেন। প্রয়োজনে প্রশাসনিক কর্তাদের পরামর্শ দেবেন।
নিউজিল্যান্ডে করোনায় এখনও পর্যন্ত এক লক্ষের বেশি আক্রান্ত হয়েছেন। সে দেশের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে, করোনায় আক্রান্ত হয়েছেন ১,০৩৭, ৮৫৫জন। মৃত্যু হয়েছে প্রায় হাজারের কাছাকাছি। করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৯৮৩, ২৮৬। প্রধানমন্ত্রীর দফতর থেকে দেশবাসীকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। মেনে চলতে বলা হয়েছে দূরত্ব বিধি।
আরও পড়ুন উত্তর কোরিয়ায় করোনার বলি আরও ২১, পরিস্থিতি ভয়াবহ বলে স্বীকার কিমের