33ºc, Clear
Saturday, 21st May, 2022 9:12 am
আন্তর্জাতিক ডেস্ক: যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজাপক্ষে। বিরোধীরা একজোট হয়ে তাঁর গ্রেফতারের দাবি তুলেছে। দেশের প্রাক্তন প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা জানিয়েছে, ‘দেশের এই পরিস্থিতির জন্য দায়ী প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কাবাসীকে সঙ্কটের মুখে ফেলে দিয়েছেন। হিংসায় উস্কানি দিচ্ছেন। শান্তিপূর্ণভাবে যারা আন্দোলন করছেন, তাদের ওপর তার পুলিশ হামলা চালিয়েছে। আমরা তার গ্রেফতারের দাবি জানাচ্ছি।’
একই অভিমত সাংসদ এম এ সুমান্থিরনের। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে সুমান্থিরণ জানান, ‘আমাদের একটাই দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।‘ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে শতাধিক বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ঢোকার চেষ্টা করে। পুলিশ তাদের বাধা দিলে খণ্ডযুদ্ধ বেঁধে যায়।
সেনা প্রধান জেনারেল সাবেন্দ্র সিলভা দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। যে প্রশ্ন সব থেকে বেশি ঘোরাফেরা করছে, কোথায় রয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এদিন সকালে প্রাক্তন প্রধানমন্ত্রীকে কড়া নিরাপত্তায় তাঁর সরকারি বাসভবন থেকে বের করে নিয়ে আসা হয়। কিন্তু তিনি কোথায়, তা এখনও জানা যায়নি। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখেই গোপন আস্তানার খবর দেওয়া হচ্ছে না।
এদিকে, বিরোধীরা অবিলম্বের পার্লামেন্টের অধিবেশন ডাকার দাবি তুলেছেন। স্পিকার মাহিন্দা আপা আবেওয়ার্ধানা মঙ্গলবার সকালে প্রেসিডেন্টের সঙ্গে দখা করেন। অন্যাদিকে, সেনাবাহিনীর হাতে দেওয়া হয়েছে বিশেষ ক্ষমতা। অশান্তি পাকানোর চেষ্টা করলে কড়া হাতে দমনের নির্দেশ।
আরও পড়ুন জনরোষের জেরে ইস্তফা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর