নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত থাকাকালীনই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন চিনের বরখাস্ত হওয়া বিদেশ মন্ত্রী কিন গ্যাং। শুধু তাই নয়, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর সময়ে এক সন্তানের বাবাও হয়েছিলেন তিনি। মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’। যদিও এ বিষয়ে চিনের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
২০২১ সালের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে চিনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন কিন গ্যাং। পরে তাঁকে ওয়াশিংটন থেকে বেজিং ফিরিয়ে এনে বিদেশ মন্ত্রীর দায়িত্ব দেন চিনা প্রেসিডেন্ট শি চিনফিং। কিন্তু ছয় মাসের মতো বিদেশ মন্ত্রীর দায়িত্ব পালনের পরেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান গ্যাং। তাঁর লোকচক্ষুর আড়ালে থাকার বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। শেষ পর্যন্ত গত জুলাই মাসে বিদেশ মন্ত্রীর পদ থেকে তাঁকে বরখাস্ত করেন চিনের প্রেসিডেন্ট। গ্যাংয়ের জায়গায় ফের ফিরিয়ে আনা হয় প্রাক্তন বিদেশ মন্ত্রী ওয়াং ইকে।
এদিন মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে দাবি করেছে, বরখাস্ত হওয়া চিনের প্রাক্তন বিদেশ মন্ত্রী কিন গ্যাং আমেরিকায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের সময়ে পরকীয়ায় জড়ান। পরকীয়া চলাকালীন মার্কিন নাগরিক মহিলা গ্যাংয়ের সন্তানেরও জন্ম দেন। ওই পরকীয়ার বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চালাচ্ছে চিনের কমিউনিস্ট পার্টি। গ্যাংয়ের ওই সম্পর্কের কারণে দেশের জাতীয় নিরাপত্তার কোনও ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।