এই মুহূর্তে




রাতভর গুলির লড়াইয়ের পর আফগানিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধ করে দিল পাকিস্তান

নিজস্ব প্রতিনিধি: সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের জেরে চূড়ান্ত পদক্ষেপ নিল পাক সরকার। এবার আফগানিস্তানের সঙ্গে থাকা তাদের সীমান্ত ক্রসিং গুলো বন্ধ করে দিল পাকিস্তান। দিন কয়েক আগে আফগানিস্তানে হামলা চালিয়েছিল পাকিস্তানি বিমান বাহিনী। কানাঘুষো শোনা গিয়েছিল যে, এই হামলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (TTP) এক নেতাকে নিশানা করা হয়েছিল। যদিও বিষয়টি স্বীকার করেনি পাকিস্তান। হামলায় টিটিপির ওই নেতা নিহত হয়েছেন, না তিনি বেঁচে রয়েছেন তাও জানা যায়নি। তাদের পাল্টা জবাব দিতেই শনিবার (১১ অক্টোবর) রাতে আফগান সেনারা পাকিস্তানের একাধিক পুলিশ চৌকিতে হামলা চালায়। বিষয়টি নিশ্চিত করেছে আফগান তালেবানদের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও আফগান হামলার প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। বন্দুক ও কামান দিয়ে পাল্টা হামলা চালিয়েছে দেশটি।

যাতে আফগানিস্তানের বহু সীমান্ত চৌকি ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা। তবে প্রতিশোধ তুলতে এখনও থামেনি পাকিস্তান। রবিবার সকাল থেকেই সীমান্তবর্তী এলাকাগুলিতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি গুলি হামলা চলছে। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের সঙ্গে ক্রসিং সীমান্তগুলি বন্ধ করে দিল পাকিস্তান। সূত্রের খবর, এখনও পর্যন্ত পাকিস্তানের কুররম এলাকায় পাল্টা পাল্টি গোলাগুলি চালাচ্ছে আফগানিস্তান। সেখান কার স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা জানিয়েছেন। জানা গিয়েছে, রবিবার আফগানিস্তানের সঙ্গে থাকা মূল দুটি সীমান্ত ক্রসিং তোরখাম ও চমন বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

পাশাপাশি খারলাচি, আঙ্গর আড্ডা ও গুলাম খান ক্রসিংও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে এখনও কাবুলের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও আগেই আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে যে, তাদের অভিযান গতকাল মধ্যরাতেই শেষ হয়ে দিয়েছে। আফগানিস্তানের ভূখণ্ডের কোনও অংশেই কোনও ধরনের ‍হুমকি নেই। উল্লেখ্য, দুই দেশের মধ্যে সীমান্তের দৈর্ঘ্য দুই হাজার ৬০০ কিমি। যদিও ইসলামাবাদ অভিযোগ করেছে যে, পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের তালেবান প্রশাসন প্রশ্রয় দিচ্ছে। এদিকে টিটিপি ইসলামাবাদের সরকারকে উৎখাত করে পাকিস্তানে কঠোর শরিয়া শাসন চালু করতে চাইছে। তাদের মদত দিচ্ছে আফগান তালেবানরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মায়ানমারের রাখাইনে অতর্কিতে হামলা আরাকান আর্মির, মৃত ৩০ জন জান্তা সেনা

সৌদি যুবরাজের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন ট্রাম্পের, অতিথি এলন মাস্ক-রোনাল্ডো-অ্যাপলের সিইও

মর্মান্তিক! অস্ট্রেলিয়ায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় মহিলাকে পিষে মারল বিএমডাব্লু গাড়ি

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইজরায়েলি ড্রোন হামলায় নিহত ১৩, আহত বহু

‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে সংযমী প্রতিক্রিয়া চিনের

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ