এই মুহূর্তে




যাত্রী নিয়ে সাইবেরিয়ার গহীন অরণ্যে নিখোঁজ বিমান, মস্কো জুড়ে তোলপাড়




আন্তর্জাতিক ডেস্ক: যাত্রী নিয়ে নিখোঁজ বিমান। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়ার এক বিবৃতি অনুসারে, ১০ জুন গভীর সাইবেরিয়ার গহীন অরণ্যে পাঁচজন যাত্রী নিয়ে একটি আন্তোনভ এএন-২ বিমান নিখোঁজ হয়েছে। এতে দুই পাইলটসহ পাঁচজন আরোহী ছিলেন। স্থানীয় জরুরি মন্ত্রকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, বিমানটি উত্তর-পশ্চিম রাশিয়ার ইয়াকুটিয়া অঞ্চলের বনাঞ্চলের উপর বিপদ সংকেত জারি করেছিল।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে রোসাভিয়াতসিয়া জানিয়েছে, বনায়ন আকাশপথে পর্যবেক্ষণকারী বিমানটি শনাক্ত করার জন্য অনুসন্ধান চালানো হচ্ছে। উদ্ধারের জন্য অন্য বিমান পাঠানো হয়েছে। সোভিয়েত যুগে ব্যাপকভাবে উৎপাদিত আন্তোনভ এএন-২ একটি একক ইঞ্জিনের বাইপ্লেন, যা কৃষি ও বনায়নের উদ্দেশ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হত।

এমনিতেই পূর্ণ শক্তি দিয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধবিরতি চাইলেও রাশিয়া রাজি নয়। কিছুদিন আগেই ইউক্রেনের পাশে দাঁড়িয়ে ১ লক্ষ ড্রোন সরবরাহ করার ঘোষণা করেছে ব্রিটেন। তারা জানিয়েছে ২০২৬ সালের এপ্রিলের মধ্যে ইউক্রেনকে ১ লক্ষ ড্রোন দেওয়া হবে।

ব্রিটিশ সরকার জানিয়েছে, ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানের জন্য সাড়ে ৪০০ কোটি পাউন্ড রাখা হয়েছে। এর মধ্য থেকেই এই ড্রোন প্যাকেজ প্রদান করা হবে। এর জন্য ব্যয় হবে নয় নয় করে ৩৫ কোটি পাউন্ড। গত জানুয়ারি থেকে ১ লক্ষ ৪০ হাজার আর্টিলারি শেল ইউক্রেনে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণে আরো ২৪ কোটি ৭০ লাখ পাউন্ড ব্যয় করা হবে।

তিন বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব। এই সময় ইউক্রেন যে টিকে রয়েছে তা ড্রোনের কল্যাণেই। রুশ আগ্রাসন মোকাবিলায় ড্রোন প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে। বলা ভাল, এর থেকেই শিক্ষা নিয়েছে গ্রেট ব্রিটেন। সেই জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফুটানি! লন্ডনে মোল্লা ইউনূসের জন্য ভাড়া করা হয়েছিল ৭ লাখি হোটেল রুম

ইরানের হামলার ভয়ে আত্মগোপনে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

‘সংস্থার ইতিহাসে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিন’, কর্মীদের চিঠি টাটা চেয়ারম্যানের

রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে অপসারণে ইউনূসকে সমর্থন তারেকের

এয়ার ইন্ডিয়ার সমস্ত বোয়িং ড্রিমলাইনার বিমানের নিরাপত্তা পরীক্ষা করা হবে, এল ডিজিসিএর কড়া নির্দেশ

চলন্ত এক্সপ্রেসে নাবালিকাকে যৌন ইঙ্গিত, অভিযুক্ত ব্যক্তিকে মাটিতে ফেলে পেটালেন যাত্রীরা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ